ETV Bharat / state

Uttam Kumar's Relative in Cyber Trap: সাইবার দস্যুদের ফাঁদে উত্তম কুমারের আত্মীয় - লালবাজার

উত্তম কুমারের এক আত্মীয়কে সাইবার প্রতারণা চক্রের ফোন ৷ ঋণের টাকা না-মেটালে সোশাল মিডিয়ায় অশ্লীল ভিডিয়ো পোস্ট করার হুমকি (Uttam Kumar's Relative in Cyber Trap) ৷

Uttam Kumar's Relative in Cyber Trap ETV BHARAT
Uttam Kumar's Relative in Cyber Trap
author img

By

Published : Mar 8, 2023, 6:38 PM IST

Updated : Mar 8, 2023, 7:15 PM IST

কলকাতা, 8 মার্চ: সাড়ে তিন হাজার টাকার লোন বাকি আছে ৷ অবিলম্বে সেই টাকা না-মেটাল পরিচিতদের কাছে এবং তাঁর ফেসবুকে পর্ন ভিডিয়ো আপলোড করার হুমকি ৷ তাও আবার খোদ মহানায়ক উত্তম কুমারের আত্মীয়কে (Sourav Banerjee Relative of Uttam Kumar Trap by Cyber Frauds) ৷ ইতিমধ্যে, লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন টেলি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি প্রয়াত অভিনেতা তরুণ কুমারের নাতি ৷ এ নিয়ে লালবাজার সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

এই বিষয়ে সরাসরি কোন মতপ্রকাশ করতে না-চাইলেও, লালবাজারের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে ৷ অভিযোগ সম্প্রতি মহানায়ক উত্তম কুমারের আত্মীয় সৌরভ বন্দ্যোপাধ্যায়ের ফোনে একটি অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল আসে ৷ অভিযোগ ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি তাকে রীতিমতো হুমকির সুরে বলেন, যে তাঁর সাড়ে তিন হাজার টাকার একটি লোন রয়েছে ৷ সেই টাকা অবিলম্বে না-মেটানো হলে, ফেসবুকে একাধিক অশ্লীল ভিডিয়ো তারা আপলোড করে দেওয়া হবে ৷ সেই সঙ্গে পরিচিতদের কাছে তাঁর সম্মানহানি করা হবে ৷

সৌরভ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি কোনদিনও ঋণ নেননি ৷ আর সাড়ে তিন হাজার টাকার মতো ঋণ নেওয়ার প্রশ্নও ওঠে না ৷ আর কোনদিনও নিয়েছেন সেই বিষয়ে তিনি বোধগম্য নন ৷ কিন্তু, সৌরভ পুলিশকে জানিয়েছেন, ফোন রাখার পরেই তাঁর হোয়াটসঅ্যাপ ঋণ নেওয়ার যাবতীয় প্রমাণ-সহ বিভিন্ন কাগজপত্রের স্ক্রিনশট তাঁকে পাঠানো হয় ৷ সেই স্ক্রিনশটের কাগজপত্র কোথা থেকে এল এবং কী বৃত্তান্ত তিনি সেই বিষয়ে কিছুই জানেন না ৷ আর একবার নয়, অভিযোগ বারংবার তাঁকে ফোন করে হুমকি দেয়া হচ্ছে ৷ আতঙ্কে তিনি নিজের কাজে যেতে পারছেন না বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: সাইবার ক্রাইম অফিসারের নাম করে হুমকি ও টাকা তোলার অভিযোগে গ্রেফতার 3

সৌরভ এই বিষয়টিতে লালবাজারের সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ তদন্তে নেমে সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা জানাচ্ছেন, প্রতিটি ফোন হোয়াটসঅ্যাপ কল ৷ আর সেই হোয়াটসঅ্যাপ কলগুলি ইন্টারনেটের মাধ্যমে এসেছে ৷ ফলে সেই সব নম্বরগুলি ট্র্যাক করা খুবই কঠিন ৷ তাও অভিযুক্তদের সন্ধানে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ৷ সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের মতে, এই সব ফোনগুলি বিদেশে বসে করা হচ্ছে ৷ ফলে ফোনের সঠিক লোকেশন খুঁজে বার করা অত্যন্ত কঠিন কাজ ৷

কলকাতা, 8 মার্চ: সাড়ে তিন হাজার টাকার লোন বাকি আছে ৷ অবিলম্বে সেই টাকা না-মেটাল পরিচিতদের কাছে এবং তাঁর ফেসবুকে পর্ন ভিডিয়ো আপলোড করার হুমকি ৷ তাও আবার খোদ মহানায়ক উত্তম কুমারের আত্মীয়কে (Sourav Banerjee Relative of Uttam Kumar Trap by Cyber Frauds) ৷ ইতিমধ্যে, লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন টেলি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি প্রয়াত অভিনেতা তরুণ কুমারের নাতি ৷ এ নিয়ে লালবাজার সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

এই বিষয়ে সরাসরি কোন মতপ্রকাশ করতে না-চাইলেও, লালবাজারের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে ৷ অভিযোগ সম্প্রতি মহানায়ক উত্তম কুমারের আত্মীয় সৌরভ বন্দ্যোপাধ্যায়ের ফোনে একটি অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল আসে ৷ অভিযোগ ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি তাকে রীতিমতো হুমকির সুরে বলেন, যে তাঁর সাড়ে তিন হাজার টাকার একটি লোন রয়েছে ৷ সেই টাকা অবিলম্বে না-মেটানো হলে, ফেসবুকে একাধিক অশ্লীল ভিডিয়ো তারা আপলোড করে দেওয়া হবে ৷ সেই সঙ্গে পরিচিতদের কাছে তাঁর সম্মানহানি করা হবে ৷

সৌরভ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি কোনদিনও ঋণ নেননি ৷ আর সাড়ে তিন হাজার টাকার মতো ঋণ নেওয়ার প্রশ্নও ওঠে না ৷ আর কোনদিনও নিয়েছেন সেই বিষয়ে তিনি বোধগম্য নন ৷ কিন্তু, সৌরভ পুলিশকে জানিয়েছেন, ফোন রাখার পরেই তাঁর হোয়াটসঅ্যাপ ঋণ নেওয়ার যাবতীয় প্রমাণ-সহ বিভিন্ন কাগজপত্রের স্ক্রিনশট তাঁকে পাঠানো হয় ৷ সেই স্ক্রিনশটের কাগজপত্র কোথা থেকে এল এবং কী বৃত্তান্ত তিনি সেই বিষয়ে কিছুই জানেন না ৷ আর একবার নয়, অভিযোগ বারংবার তাঁকে ফোন করে হুমকি দেয়া হচ্ছে ৷ আতঙ্কে তিনি নিজের কাজে যেতে পারছেন না বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: সাইবার ক্রাইম অফিসারের নাম করে হুমকি ও টাকা তোলার অভিযোগে গ্রেফতার 3

সৌরভ এই বিষয়টিতে লালবাজারের সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ তদন্তে নেমে সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা জানাচ্ছেন, প্রতিটি ফোন হোয়াটসঅ্যাপ কল ৷ আর সেই হোয়াটসঅ্যাপ কলগুলি ইন্টারনেটের মাধ্যমে এসেছে ৷ ফলে সেই সব নম্বরগুলি ট্র্যাক করা খুবই কঠিন ৷ তাও অভিযুক্তদের সন্ধানে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ৷ সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের মতে, এই সব ফোনগুলি বিদেশে বসে করা হচ্ছে ৷ ফলে ফোনের সঠিক লোকেশন খুঁজে বার করা অত্যন্ত কঠিন কাজ ৷

Last Updated : Mar 8, 2023, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.