ETV Bharat / state

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, ফের হল ডায়ালিসিস

চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে গত 6 অক্টোবর থেকে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে ।

Soumitra Chatterjee
সৌমিত্র চট্টোপাধ্যায়
author img

By

Published : Nov 4, 2020, 10:38 PM IST

Updated : Nov 5, 2020, 2:56 PM IST

কলকাতা, ৪ নভেম্বর : সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল । তবে, রক্ত এবং কিডনি সংক্রান্ত বিষয়ে সমস্যা রয়েছে । এদিকে, বুধবার আবার অভিনেতার ডায়ালিসিস করানো হয়েছে । আগামীকাল বৃহস্পতিবার অভিনেতার শারীরিক অবস্থার বিষয়টি পর্যালোচনা করে তাঁর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । এমনই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷

চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে গত 6 অক্টোবর থেকে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে । অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে বুধবার রাতে চিকিৎসক অরিন্দম কর বলেন, "সৌমিত্রবাবুর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কাজকর্মের ক্ষেত্রে আজ নতুন করে কোনও পরিবর্তন দেখা দেয়নি । ভেন্টিলেটরের সাপোর্ট একই রকম অবস্থায় রয়েছে ৷ কমানো অথবা বাড়ানো হয়নি । তাঁর কনসাসনেস-ও একইরকম রয়েছে । লিভার ফাংশন-ও একই রকম রয়েছে ।" তবে, তিনি বলেন, "সৌমিত্রবাবুর দুটো বিষয় আসলে সামান্য কঠিন অবস্থায় রয়েছে । একটি হল, রক্ত সংক্রান্ত বিষয় । এক্ষেত্রে হিমোগ্লোবিন, প্লেটলেট, শ্বেত রক্তকণিকার পরিমাণ সামান্য কম রয়েছে । কীভাবে এ সব স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়, তা দেখা হচ্ছে । ওষুধ এবং ট্রান্সফিউশনের মাধ্যমে এ সব স্বাভাবিক করার চেষ্টাও চলছে । দ্বিতীয় হচ্ছে, তাঁর ইউরিন আউটপুট সামান্য কম রয়েছে । যে কারণে, ইউরিয়া, ক্রিয়েটিনিনের পরিমাণ কমে গিয়েছে । এর জন্য আজ আবার তাঁর ডায়ালিসিস করানো হয়েছে ।"

বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থার বিষয়টি পর্যালোচনা করে তাঁর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার নেফ্রলজিস্টরা এবং নিউরোলজিস্টরা বৈঠকে বসবেন । চিকিৎসক অরিন্দম কর এবিষয়ে বলেন যে, নেফ্রলজিস্ট এবং নিউরোলজিস্টদের বৈঠকে অভিনেতার কিডনি সাপোর্ট দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে । এর পাশাপাশি ইনফেকশাস ডিজ়িজ় রিভিউ বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরাও অভিনেতার সেকেন্ডারি ইনফেকনের বিষয়ে আগামীকাল পর্যালোচনা করে তাঁর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানা গিয়েছে ৷

কলকাতা, ৪ নভেম্বর : সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল । তবে, রক্ত এবং কিডনি সংক্রান্ত বিষয়ে সমস্যা রয়েছে । এদিকে, বুধবার আবার অভিনেতার ডায়ালিসিস করানো হয়েছে । আগামীকাল বৃহস্পতিবার অভিনেতার শারীরিক অবস্থার বিষয়টি পর্যালোচনা করে তাঁর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । এমনই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷

চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে গত 6 অক্টোবর থেকে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে । অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে বুধবার রাতে চিকিৎসক অরিন্দম কর বলেন, "সৌমিত্রবাবুর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কাজকর্মের ক্ষেত্রে আজ নতুন করে কোনও পরিবর্তন দেখা দেয়নি । ভেন্টিলেটরের সাপোর্ট একই রকম অবস্থায় রয়েছে ৷ কমানো অথবা বাড়ানো হয়নি । তাঁর কনসাসনেস-ও একইরকম রয়েছে । লিভার ফাংশন-ও একই রকম রয়েছে ।" তবে, তিনি বলেন, "সৌমিত্রবাবুর দুটো বিষয় আসলে সামান্য কঠিন অবস্থায় রয়েছে । একটি হল, রক্ত সংক্রান্ত বিষয় । এক্ষেত্রে হিমোগ্লোবিন, প্লেটলেট, শ্বেত রক্তকণিকার পরিমাণ সামান্য কম রয়েছে । কীভাবে এ সব স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়, তা দেখা হচ্ছে । ওষুধ এবং ট্রান্সফিউশনের মাধ্যমে এ সব স্বাভাবিক করার চেষ্টাও চলছে । দ্বিতীয় হচ্ছে, তাঁর ইউরিন আউটপুট সামান্য কম রয়েছে । যে কারণে, ইউরিয়া, ক্রিয়েটিনিনের পরিমাণ কমে গিয়েছে । এর জন্য আজ আবার তাঁর ডায়ালিসিস করানো হয়েছে ।"

বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থার বিষয়টি পর্যালোচনা করে তাঁর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার নেফ্রলজিস্টরা এবং নিউরোলজিস্টরা বৈঠকে বসবেন । চিকিৎসক অরিন্দম কর এবিষয়ে বলেন যে, নেফ্রলজিস্ট এবং নিউরোলজিস্টদের বৈঠকে অভিনেতার কিডনি সাপোর্ট দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে । এর পাশাপাশি ইনফেকশাস ডিজ়িজ় রিভিউ বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরাও অভিনেতার সেকেন্ডারি ইনফেকনের বিষয়ে আগামীকাল পর্যালোচনা করে তাঁর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানা গিয়েছে ৷

Last Updated : Nov 5, 2020, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.