ETV Bharat / state

HC on Contai College Case : কাঁথি কলেজে দুর্নীতির মামলায় সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

কাঁথি কলেজে দুর্নীতি মামলায় সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট ( High Court on Contai College Case ) ৷ 1 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি । নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু ৷

HC on Contai College Case
HC on Contai College Case
author img

By

Published : Mar 8, 2022, 6:38 PM IST

Updated : Mar 8, 2022, 7:38 PM IST

কলকাতা, 8 মার্চ : সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া কাঁথি কলেজ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট (Soumendu Adhikari's Interim order extends on Contai College case by High Court) । 1 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যে সব পক্ষকেই নিজেদের বক্তব্যর স্বপক্ষে যথাযথ নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

এর আগে ফেব্রুয়ারির শেষে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এবং তদন্ত প্রক্রিয়ার উপর 4 মার্চ পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত । কাঁথি পিকে কলেজে দুর্নীতির অভিযোগে গত 17 ফেব্রুয়ারি সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় নিম্ন আদালত ।

আরও পড়ুন : Jayprakash Joins TMC : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ জয়প্রকাশের, খবর শুনে বহিষ্কার করল বিজেপি

নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল নামে এক ব্যক্তি কাঁথি আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পিকে কলেজের ভবন তৈরি করার সময় আর্থিক দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন : Reshuffle in Mamata Cabinet : স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা, পুর-নগরোন্নয়নে ফের ফিরহাদ

পরিকল্পনা ছাড়াই ভবন তৈরি করা হয়েছিল । এছাড়া বিল্ডিং নির্মানে আইনি স্বীকৃতি নেওয়া হয়নি, এই রকম একাধিক অভিযোগ করেন আবু সোহেল । কাঁথি মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রতিমা শুক্লা এই মামলায় আইসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু অধিকারী ।

কলকাতা, 8 মার্চ : সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া কাঁথি কলেজ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট (Soumendu Adhikari's Interim order extends on Contai College case by High Court) । 1 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যে সব পক্ষকেই নিজেদের বক্তব্যর স্বপক্ষে যথাযথ নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

এর আগে ফেব্রুয়ারির শেষে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এবং তদন্ত প্রক্রিয়ার উপর 4 মার্চ পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত । কাঁথি পিকে কলেজে দুর্নীতির অভিযোগে গত 17 ফেব্রুয়ারি সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় নিম্ন আদালত ।

আরও পড়ুন : Jayprakash Joins TMC : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ জয়প্রকাশের, খবর শুনে বহিষ্কার করল বিজেপি

নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল নামে এক ব্যক্তি কাঁথি আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পিকে কলেজের ভবন তৈরি করার সময় আর্থিক দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন : Reshuffle in Mamata Cabinet : স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা, পুর-নগরোন্নয়নে ফের ফিরহাদ

পরিকল্পনা ছাড়াই ভবন তৈরি করা হয়েছিল । এছাড়া বিল্ডিং নির্মানে আইনি স্বীকৃতি নেওয়া হয়নি, এই রকম একাধিক অভিযোগ করেন আবু সোহেল । কাঁথি মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রতিমা শুক্লা এই মামলায় আইসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু অধিকারী ।

Last Updated : Mar 8, 2022, 7:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.