ETV Bharat / state

শুধু ট্যাক্সিই নয় 'যাত্রী সাথী' অ্যাপের মাধ্যমে মিলবে অ্যাম্বুলেন্স, পরিষেবা শুরু হবে নতুন বছরেই - যাত্রী সাথী অ্যাপ

Yatri Sathi App: 2024 সাল থেকে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে মিলবে অ্য়াম্বুলেন্স ৷ অক্সিজেন সিলিন্ডার-সহ এসি অ্য়াম্বুলেন্সের ভাড়া 10 কিমি পর্যন্ত 1200 টাকা করা হয়েছে। অত্যাধুনিক লাইফ সাপোর্ট ব্যবস্থা-সহ বা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ভাড়া 10 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ 3500 টাকা করা হয়েছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 2:04 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: এখন আর শুধু হলুদ ট্যাক্সি নয় যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে অ্যাম্বুলেন্সও। পরিবহণ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে রাজ্যে এই পরিষেবা চালু হতে চলেছে খুব দ্রুত। স্বাভাবিকভাবেই এর ফলে রোগীর পরিবার প্রয়োজনের সময় অ্য়াম্বুলেন্স পেতে কোনও সমস্যা হবে না ৷ সরকারের নির্দিষ্ট করে দেওয়া ভাড়াতেই বুক করা যাবে বেসরকারি অ্যাম্বুলেন্স।

প্রায়শই রোগীর পরিবারকে অ্যাম্বুলেন্স জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়তে হয় ৷ কোনও ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পাওয়া গেলেও ভাড়া চাওয়া হয় আকাশ ছোঁয়া ৷ আর শহরের বাইরে হলে সেই ভাড়া আরও বেড়ে যায়। বিপদে পড়ে বেশি দাম দিয়ে অ্যাম্বুলেন্স পরিষেবা নিতে বাধ্য হন রোগীর পরিবার ৷ তাই এবার রোগীদের পরিবারের সুবিধার জন্য যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স ভাড়া করার সুবিধা দিল রাজ্য সরকার। শুধু তাই নয় প্রতি কিলোমিটারে কত ভাড়া হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাই মাঝ রাত হোক বা সকাল নির্ধারিত ভাড়াতেই রোগীকে পৌঁছে দিতে হবে হাসপাতালে ।

জানা গিয়েছে, নতুন বছর অর্থাৎ 2024 সালের প্রথম দিকেই রাজ্য চালু হয়ে যাবে এই পরিষেবা । এই অ্যাপের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার-সহ বেসরকারি নন এসি অ্যাম্বুলেন্সের ভাড়া 10 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ 1000 টাকা করা হয়েছে । অন্যদিকে অক্সিজেন সিলিন্ডার-সহ এসি অ্য়াম্বুলেন্সের ভাড়া 10 কিমি পর্যন্ত 1200 টাকা করা হয়েছে। তবে 10 কিমির পর থেকে প্রতি কিলোমিটারে প্রতি অতিরিক্ত 20 টাকা করে গুনতে হবে রোগীর পরিবরাকে ৷ পাশাপাশি অত্যাধুনিক লাইফ সাপোর্ট ব্যবস্থা-সহ বা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ভাড়া 10 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ 3500 টাকা করা হয়েছে। 10 কিমির পর থেকে প্রতি কলোমিটারে অতিরিক্ত 65 টাকা যুক্ত করা হবে।

ওয়াকিবহাল মহলের মতে গোড়ার দিকে যখন যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে হলুদ ট্যাক্সি বুক করা হতো তখন সঠিক ভাড়া নেওয়া হচ্ছিল ৷ তবে এর মধ্যেই বেশ কয়েকটি গন্তব্যের ক্ষেত্রে বেশ চড়া ভাড়া হাঁকা হয়েছে ৷ তাই তাঁদের মতে অ্যাম্বুলেন্সের মত অত্যাবশ্যক একটি পরিষেবার ক্ষেত্রে যেন একই ঘটনার পুনরাবৃত্তি না হয় ৷

আরও পড়ুন:

  1. পুজোর মুখে আনুষ্ঠানিকভাবে শুরু হল 'যাত্রী সাথী' পরিষেবা; মিলবে হলুদ ট্যাক্সিও
  2. হলুদ ট্যাক্সির 'যাত্রী সাথী' অ্যাপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মালিক পক্ষের
  3. ‘ট্যাক্সিইইই’... নয়া অ্যাপের দৌলতে আর শোনা যাবে না তিলোত্তমার এই পরিচিত ডাক

কলকাতা, 21 ডিসেম্বর: এখন আর শুধু হলুদ ট্যাক্সি নয় যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে অ্যাম্বুলেন্সও। পরিবহণ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে রাজ্যে এই পরিষেবা চালু হতে চলেছে খুব দ্রুত। স্বাভাবিকভাবেই এর ফলে রোগীর পরিবার প্রয়োজনের সময় অ্য়াম্বুলেন্স পেতে কোনও সমস্যা হবে না ৷ সরকারের নির্দিষ্ট করে দেওয়া ভাড়াতেই বুক করা যাবে বেসরকারি অ্যাম্বুলেন্স।

প্রায়শই রোগীর পরিবারকে অ্যাম্বুলেন্স জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়তে হয় ৷ কোনও ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পাওয়া গেলেও ভাড়া চাওয়া হয় আকাশ ছোঁয়া ৷ আর শহরের বাইরে হলে সেই ভাড়া আরও বেড়ে যায়। বিপদে পড়ে বেশি দাম দিয়ে অ্যাম্বুলেন্স পরিষেবা নিতে বাধ্য হন রোগীর পরিবার ৷ তাই এবার রোগীদের পরিবারের সুবিধার জন্য যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স ভাড়া করার সুবিধা দিল রাজ্য সরকার। শুধু তাই নয় প্রতি কিলোমিটারে কত ভাড়া হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাই মাঝ রাত হোক বা সকাল নির্ধারিত ভাড়াতেই রোগীকে পৌঁছে দিতে হবে হাসপাতালে ।

জানা গিয়েছে, নতুন বছর অর্থাৎ 2024 সালের প্রথম দিকেই রাজ্য চালু হয়ে যাবে এই পরিষেবা । এই অ্যাপের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার-সহ বেসরকারি নন এসি অ্যাম্বুলেন্সের ভাড়া 10 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ 1000 টাকা করা হয়েছে । অন্যদিকে অক্সিজেন সিলিন্ডার-সহ এসি অ্য়াম্বুলেন্সের ভাড়া 10 কিমি পর্যন্ত 1200 টাকা করা হয়েছে। তবে 10 কিমির পর থেকে প্রতি কিলোমিটারে প্রতি অতিরিক্ত 20 টাকা করে গুনতে হবে রোগীর পরিবরাকে ৷ পাশাপাশি অত্যাধুনিক লাইফ সাপোর্ট ব্যবস্থা-সহ বা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ভাড়া 10 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ 3500 টাকা করা হয়েছে। 10 কিমির পর থেকে প্রতি কলোমিটারে অতিরিক্ত 65 টাকা যুক্ত করা হবে।

ওয়াকিবহাল মহলের মতে গোড়ার দিকে যখন যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে হলুদ ট্যাক্সি বুক করা হতো তখন সঠিক ভাড়া নেওয়া হচ্ছিল ৷ তবে এর মধ্যেই বেশ কয়েকটি গন্তব্যের ক্ষেত্রে বেশ চড়া ভাড়া হাঁকা হয়েছে ৷ তাই তাঁদের মতে অ্যাম্বুলেন্সের মত অত্যাবশ্যক একটি পরিষেবার ক্ষেত্রে যেন একই ঘটনার পুনরাবৃত্তি না হয় ৷

আরও পড়ুন:

  1. পুজোর মুখে আনুষ্ঠানিকভাবে শুরু হল 'যাত্রী সাথী' পরিষেবা; মিলবে হলুদ ট্যাক্সিও
  2. হলুদ ট্যাক্সির 'যাত্রী সাথী' অ্যাপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মালিক পক্ষের
  3. ‘ট্যাক্সিইইই’... নয়া অ্যাপের দৌলতে আর শোনা যাবে না তিলোত্তমার এই পরিচিত ডাক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.