ETV Bharat / state

BJP-তে যোগ জ্যোতিপ্রিয়র প্রাক্তন জামাইয়ের

author img

By

Published : Jul 5, 2019, 10:01 PM IST

Updated : Jul 29, 2019, 7:26 AM IST

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই অভ্র সেন BJP-তে যোগ দিলেন । আজ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP নেতা মুকুল রায় ।

BJP-তে যোগ জ্যোতিপ্রিয়র জামাইয়ের

কলকাতা, 5 জুলাই : BJP-তে যোগ দিলেন খাদ্যমন্ত্রী তথা উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই অভ্র সেন । আজ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP নেতা মুকুল রায় । অভ্র সেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক । অভ্রর সঙ্গে আজ BJP-তে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক ও 20 জন পড়ুয়া ।

লোকসভা নির্বাচনের পর একপ্রকার ধাক্কা খেয়েছে দল । দলবদল নিয়ে একাধিকবার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । কাঠগড়ায় তুলেছেন BJP-কে । আজ তৃণমূল ভবন থেকে ফের একই বার্তা দেন তিনি । বলেন, "যাদের যাওয়ার চলে যাও । দরকারে একা লড়ব । যারা দলে থেকেও ওদের (পড়ুন BJP) সাহায্য করছ, তাদের দল থেকে তাড়াব । যারা BJP-তে গেছে তাদের আর ফেরাব না ।"

এদিকে, আজই কলকাতার সদর কার্যালয়ে গিয়ে BJP-তে যোগ দেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই । জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ৷ পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷ অন্যদিকে, পানিহাটিতে 50 জন তৃণমূল কর্মী BJP-তে যোগ দেন ।

এই সংক্রান্ত খবর : কাকে ভয় পাচ্ছেন ? দরকারে একা লড়ব : মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়কদের প্রভাবিত করছে BJP । সাংবাদিক বৈঠকে এর উত্তরে মুকুল রায় বলেন, "BJP নেতারা কি কোনও তৃণমূল বিধায়কের বাড়ি গেছে ? কাউকে ধমকা-ধকমি করেছে ? কী হয়েছে, সেটা তো আগে বলতে হবে । আমরা বরং এটা বলতে পারি যে তৃণমূল বিধায়করা আমাদের বিধায়কদের ব্যতিব্যস্ত করছে । তৃমমূলের সমস্ত বিধায়ক আমাকে ফোন করে বলছে দাদা আমাকে কবে দলে নেবেন ।"

এই সংক্রান্ত খবর : কাটমানির টাকা রয়েছে ? প্রশ্ন শুনে মুকুল বললেন, "তদন্তে রাজি"

কলকাতা, 5 জুলাই : BJP-তে যোগ দিলেন খাদ্যমন্ত্রী তথা উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই অভ্র সেন । আজ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP নেতা মুকুল রায় । অভ্র সেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক । অভ্রর সঙ্গে আজ BJP-তে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক ও 20 জন পড়ুয়া ।

লোকসভা নির্বাচনের পর একপ্রকার ধাক্কা খেয়েছে দল । দলবদল নিয়ে একাধিকবার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । কাঠগড়ায় তুলেছেন BJP-কে । আজ তৃণমূল ভবন থেকে ফের একই বার্তা দেন তিনি । বলেন, "যাদের যাওয়ার চলে যাও । দরকারে একা লড়ব । যারা দলে থেকেও ওদের (পড়ুন BJP) সাহায্য করছ, তাদের দল থেকে তাড়াব । যারা BJP-তে গেছে তাদের আর ফেরাব না ।"

এদিকে, আজই কলকাতার সদর কার্যালয়ে গিয়ে BJP-তে যোগ দেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই । জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ৷ পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷ অন্যদিকে, পানিহাটিতে 50 জন তৃণমূল কর্মী BJP-তে যোগ দেন ।

এই সংক্রান্ত খবর : কাকে ভয় পাচ্ছেন ? দরকারে একা লড়ব : মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়কদের প্রভাবিত করছে BJP । সাংবাদিক বৈঠকে এর উত্তরে মুকুল রায় বলেন, "BJP নেতারা কি কোনও তৃণমূল বিধায়কের বাড়ি গেছে ? কাউকে ধমকা-ধকমি করেছে ? কী হয়েছে, সেটা তো আগে বলতে হবে । আমরা বরং এটা বলতে পারি যে তৃণমূল বিধায়করা আমাদের বিধায়কদের ব্যতিব্যস্ত করছে । তৃমমূলের সমস্ত বিধায়ক আমাকে ফোন করে বলছে দাদা আমাকে কবে দলে নেবেন ।"

এই সংক্রান্ত খবর : কাটমানির টাকা রয়েছে ? প্রশ্ন শুনে মুকুল বললেন, "তদন্তে রাজি"

Intro:
05-07-19

সুজয় ঘোষ, কলকাতা




কলকাতাঃ উত্তর ২৪ পরগনার দাপুটে তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামাই অভ্র সেন আজ বিজেপিতে যোগ দিলেন। আজ বিজেপির সদর কার্যালয়ে তার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন মুকুল রায়। অভ্র সেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। অভ্র ছাড়াও আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক ২০ জন ছাত্রছাত্রীও আজ বিজেপিতে যোগদিলেন। অন্যদিকে, পানিহাটি এলাকা থেকে সৌমিত্র সরকার এর নেতৃত্বে ৫০ জন তৃণমূল কর্মী আজ বিজেপিতে যোগদিলেন।


আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন তাদের বিধায়কদের প্রভাবিত করছে বিজেপি। এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, বিজেপি নেতারা কী কোনও তৃণমূল বিধায়কের বাড়ি গিয়েছে কাউকে ধমকা ধকমি করেছে। কী হয়েছে? সেটা তো আগে বলতে হবে। বরং এটা বলতে পারি। তৃণমূল বিধায়করা বিজেপি বিধায়কদের এমন ভাবে ব্যতিব্যস্ত করছে। বিজেপি নেতারাও ব্যতিব্যস্ত হচ্ছে। সমস্ত বিধায়করা আমাকে ফোন করছে আর বলছে দাদা আমাকে কবে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের বিরক্ত করা হচ্ছে। কিন্তু আসলে ঘটনাটি সম্পূর্ন উল্টো। আমরা বিরক্ত হচ্ছি।


কলকাতা পুলিশ পক্ষ থেকে আজ জানানো হয় শহরে কোথাও কোনও দূর্গা পূজো কমিটি রাস্তা আটকে পূজো করতে পারবে না। এই বিষয়ে মুকুল রায় বলেন, " এটা পুলিশ কোনও দিনই বলতে পারে না। পুলিশ এটা বলতে পারে নতুন করে কোনও পূজোর অনুমতি দেবও না। কিন্তু।কোনও পূজো ৬০ বছর থেকে ৮০ বছর ধরে হচ্ছে। সেই পূজোকে কোনও দিনই বন্ধো করতে পারবে না। ওনারা বলতে পারে নতুন করে রাস্তার উপর কোনও পূজোর অনুমতি দেওয়া হবে না। কিন্তু যে গুলো প্রতিষ্ঠিত পূজো সেগুলোকে বন্ধো।করা যায় না। এটা একটা ধর্মীয় ভাবাবেগ কে আঘাত আনে।



Body:কপিConclusion:
Last Updated : Jul 29, 2019, 7:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.