ETV Bharat / state

BJP-র দক্ষিণ কলকাতা জেলা সভাপতির পদ থেকে ইস্তফা সোমনাথের

author img

By

Published : Jul 4, 2020, 8:02 PM IST

সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ এনেছিলেন দলেরই এক মহিলা কর্মী । আজ BJP জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সোমনাথ বন্দ্যোপাধ্যায় । দিলীপ ঘোষের কাছে ইস্তফাপত্র পাঠান তিনি ।

aa
সোমনাথ

কলকাতা, 4 জুলাই: BJP-র দক্ষিণ কলকাতা জেলা সভাপতির পদ থেকেইস্তফা দিলেন সোমনাথ বন্দ্যোপাধ্যায় । BJP সূত্রে খবর, দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠানতিনি । সোমনাথের বিরুদ্ধে হরিদেবপুর থানায় দলের এক প্রাক্তন মহিলাকর্মী বিয়েরপ্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ করেছিলেন । সোমনাথবাবু দিলীপ ঘোষকেপাঠানো পদত্যাগপত্রে লিখেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে । কিন্তু পার্টিতেথাকার কারণে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে পার্টির বদনাম না হয় ।

2 জুলাইদলেরই এক মহিলাকর্মী হরিদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সোমনাথবন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে । তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন মাস ধরে ধর্ষণ করাহয়েছে বলে অভিযোগ করেন । এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় শোরগোল । সূত্রের খবর, ঘটনা জানাজানি হতেই সোমনাথবন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। অভিযোগের বিরুদ্ধে দল কড়া পদক্ষেপের করার ইঙ্গিতওদেয় । এরপরেই সোমনাথবাবু আজ পদত্যাগপত্র পাঠান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ।

দিলীপ ঘোষ জানিয়েছেন,"সোমনাথ বন্দ্যোপাধ্যায় নিজেইদলের কাছে পদত্যাগপত্র দিয়েছেন । পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে । আগে তিনি নিজেকেনির্দোষ প্রমাণ করুন । তারপর ব্যবস্থা নেওয়া হবে ।" সোমনাথ বন্দ্যোপাধ্যায়জানিয়েছেন, "আমি আদালতে জামিনের জন্য এসেছি । আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে । ফাঁসানোরচেষ্টা হচ্ছে আমাকে । নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার পার্টির দায়িত্ব নেব ।"

কলকাতা, 4 জুলাই: BJP-র দক্ষিণ কলকাতা জেলা সভাপতির পদ থেকেইস্তফা দিলেন সোমনাথ বন্দ্যোপাধ্যায় । BJP সূত্রে খবর, দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠানতিনি । সোমনাথের বিরুদ্ধে হরিদেবপুর থানায় দলের এক প্রাক্তন মহিলাকর্মী বিয়েরপ্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ করেছিলেন । সোমনাথবাবু দিলীপ ঘোষকেপাঠানো পদত্যাগপত্রে লিখেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে । কিন্তু পার্টিতেথাকার কারণে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে পার্টির বদনাম না হয় ।

2 জুলাইদলেরই এক মহিলাকর্মী হরিদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সোমনাথবন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে । তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন মাস ধরে ধর্ষণ করাহয়েছে বলে অভিযোগ করেন । এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় শোরগোল । সূত্রের খবর, ঘটনা জানাজানি হতেই সোমনাথবন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। অভিযোগের বিরুদ্ধে দল কড়া পদক্ষেপের করার ইঙ্গিতওদেয় । এরপরেই সোমনাথবাবু আজ পদত্যাগপত্র পাঠান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ।

দিলীপ ঘোষ জানিয়েছেন,"সোমনাথ বন্দ্যোপাধ্যায় নিজেইদলের কাছে পদত্যাগপত্র দিয়েছেন । পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে । আগে তিনি নিজেকেনির্দোষ প্রমাণ করুন । তারপর ব্যবস্থা নেওয়া হবে ।" সোমনাথ বন্দ্যোপাধ্যায়জানিয়েছেন, "আমি আদালতে জামিনের জন্য এসেছি । আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে । ফাঁসানোরচেষ্টা হচ্ছে আমাকে । নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার পার্টির দায়িত্ব নেব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.