কলকাতা , 16 এপ্রিল : বিস্তীর্ণ বউবাজার এলাকা সিল করে দেওয়ার আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । আজ মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানান তিনি ৷ তাঁর দাবি, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার সহ কলকাতা পৌরনিগমের 48 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা সিল করে দেওয়া হোক ।
ইতিমধ্যেই ওই এলাকার দু'জন ব্যক্তির কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হওয়ার পর মৃত্যু হয় । আজ নতুন করে আরও 3 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । প্রত্যেকেই এই 48 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । কলকাতা কর্পোরেশনের 5 নম্বর বোরোর অন্তর্গত এই এলাকা ঘনবসতিপূর্ণ । একদিকে শিয়ালদা অন্যদিকে চৌরঙ্গী পর্যন্ত বিস্তীর্ণ এই ওয়ার্ড । এই ঘটনার পর পুরোনো শিয়ালদা বিধানসভা তথা বর্তমান চৌরঙ্গী বিধানসভার অন্তর্গত ওই এলাকার বহু মানুষ আতঙ্কিত ।
এবিষয়ে সোমেন মিত্র বলেন, মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছেন সমগ্র এলাকা বন্ধ করে দেওয়ার জন্য । মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন ওই এলাকাকে হটস্পটের তালিকায় অন্তর্ভুক্ত করা হোক । কলকাতার ওই এলাকায় বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বাজার বসে । সেখানে অনেকের জমায়েত হয় ।
আবদুল মান্নানও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ তিনিও একই দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন । জানা গেছে, ওই এলাকার চাপাতলা প্রথম বাই লেনের বাসিন্দা এবং ডঃ জগবন্ধু লেনের বাসিন্দা দু'জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন । তাঁদেরই এক প্রতিবেশী বাসিন্দাও জ্বর এবং কোরোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন । তাঁর পরিবারের সদস্যদের আইসোলেশন রাখা হয়েছে ।