ETV Bharat / state

সেনার রক্ত নিয়ে রাজনীতি করছেন মোদি : সোমেন - BJP

নিজের ঢাক নিজে পেটাচ্ছেন মোদি। কংগ্রেসকে নিজের ঢাক নিজে পেটাতে হয় না। সেনার রক্ত নিয়ে রাজনীতি করছেন উনি। মোদিকে কটাক্ষ সোমেন মিত্রর।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 4, 2019, 4:10 AM IST

Updated : Apr 4, 2019, 7:17 PM IST

কলকাতা, 4 এপ্রিল : "সেনার রক্ত নিয়ে আগে কোনও প্রধানমন্ত্রী এভাবে রাজনীতি করেননি"। নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একথা বললেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গতকাল এক বিবৃতি দিয়ে তিনি আরও বলেন, "কংগ্রেস নিজের ঢাক নিজে পেটায় না। কিন্তু, মোদি নিজের ঢাক নিজেই পেটান।"

প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে সোমেনবাবু আরও বলেন, "2014 সালে দেওয়া কোনও প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি পালন করেননি। আর তাই নির্বাচনের আগে কেবল বিরোধীদের পাকিস্তানি সাজানো ছাড়া আর কোনও ইশু নেই তাঁর হাতে। এভাবে নরেন্দ্র মোদি ও BJP-র দেউলিয়া রাজনীতিই প্রকট হয়ে উঠছে।"

মোদি নির্বাচনী প্রচারে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও অভিযোগ করেন সোমেন মিত্র। তিনি বলেন, "2014-র কোনও প্রতিশ্রুতি পালন না করে, শুধুই বিরোধীদের পাকিস্তানি সাজানোর চেষ্টা, নিজের দেউলিয়া রাজনীতির প্রকাশ। বিনা নিমন্ত্রণে পাকিস্তানে গিয়ে বিয়ের নেমন্তন্ন কে খেয়েছিলেন ? যিনি বিনা নিমন্ত্রণে পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রীর বাড়িতে বিয়ের ভোজ খেয়ে আসেন, তাঁর কাছ থেকে পাকিস্তান বিরোধিতার পাঠ কংগ্রেসকে শিখতে হবে না।"

BJP-র ব্রিগেড সমাবেশ প্রসঙ্গে সোমেনবাবু বলেন, "কোনও অর্থবল, গাড়ি-ট্রেনের ব্যবস্থা না করেও মালদায় রাহুল গান্ধির সভা জনসমুদ্রের আকার নিয়েছিল। আর কোটি কোটি টাকা খরচ করেও মোদির ব্রিগেড ফাঁকা রইল। এর থেকেই প্রমাণ হয় বাংলার মাটিতে BJP-র কোনও জায়গা কোনওকালেই নেই।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিহাস জানেন না। আর উনি নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন।
কংগ্রেস নিজের ঢাক নিজে পেটায় না। 1971 সালে পাকিস্তানকে দু'টুকরো করার পরে BJP-র সর্বোচ্চ নেতা অটলবিহারী বাজপেয়ি ইন্দিরা গান্ধিকে সংসদে দাঁড়িয়ে মা দুর্গা বলে ডেকেছিলেন। আর এখন মোদির শাসনে সবথেকে বেশি জওয়ান হত্যা হয়েছে আমাদের। সেনার রক্ত নিয়ে আগে কোনও প্রধানমন্ত্রী এভাবে রাজনীতি করেননি।"

কলকাতা, 4 এপ্রিল : "সেনার রক্ত নিয়ে আগে কোনও প্রধানমন্ত্রী এভাবে রাজনীতি করেননি"। নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একথা বললেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গতকাল এক বিবৃতি দিয়ে তিনি আরও বলেন, "কংগ্রেস নিজের ঢাক নিজে পেটায় না। কিন্তু, মোদি নিজের ঢাক নিজেই পেটান।"

প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে সোমেনবাবু আরও বলেন, "2014 সালে দেওয়া কোনও প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি পালন করেননি। আর তাই নির্বাচনের আগে কেবল বিরোধীদের পাকিস্তানি সাজানো ছাড়া আর কোনও ইশু নেই তাঁর হাতে। এভাবে নরেন্দ্র মোদি ও BJP-র দেউলিয়া রাজনীতিই প্রকট হয়ে উঠছে।"

মোদি নির্বাচনী প্রচারে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও অভিযোগ করেন সোমেন মিত্র। তিনি বলেন, "2014-র কোনও প্রতিশ্রুতি পালন না করে, শুধুই বিরোধীদের পাকিস্তানি সাজানোর চেষ্টা, নিজের দেউলিয়া রাজনীতির প্রকাশ। বিনা নিমন্ত্রণে পাকিস্তানে গিয়ে বিয়ের নেমন্তন্ন কে খেয়েছিলেন ? যিনি বিনা নিমন্ত্রণে পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রীর বাড়িতে বিয়ের ভোজ খেয়ে আসেন, তাঁর কাছ থেকে পাকিস্তান বিরোধিতার পাঠ কংগ্রেসকে শিখতে হবে না।"

BJP-র ব্রিগেড সমাবেশ প্রসঙ্গে সোমেনবাবু বলেন, "কোনও অর্থবল, গাড়ি-ট্রেনের ব্যবস্থা না করেও মালদায় রাহুল গান্ধির সভা জনসমুদ্রের আকার নিয়েছিল। আর কোটি কোটি টাকা খরচ করেও মোদির ব্রিগেড ফাঁকা রইল। এর থেকেই প্রমাণ হয় বাংলার মাটিতে BJP-র কোনও জায়গা কোনওকালেই নেই।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিহাস জানেন না। আর উনি নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন।
কংগ্রেস নিজের ঢাক নিজে পেটায় না। 1971 সালে পাকিস্তানকে দু'টুকরো করার পরে BJP-র সর্বোচ্চ নেতা অটলবিহারী বাজপেয়ি ইন্দিরা গান্ধিকে সংসদে দাঁড়িয়ে মা দুর্গা বলে ডেকেছিলেন। আর এখন মোদির শাসনে সবথেকে বেশি জওয়ান হত্যা হয়েছে আমাদের। সেনার রক্ত নিয়ে আগে কোনও প্রধানমন্ত্রী এভাবে রাজনীতি করেননি।"

Last Updated : Apr 4, 2019, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.