ETV Bharat / state

লকডাউন অমান্য করে রাস্তায়, মাস্ক না পরে ভিডিয়ো শুটিং; খোঁজ শুরু যুবকদের - kolkata police have taken step to some people

লকডাউন না মেনে রাস্তায় বেরিয়ে সোশাল মিডিয়ায় ভিডিয়ো শুট । নেই মুখে মাস্ক । যুবকদের খোঁজে তল্লাশি শুরু করল পুলিশ ।

ভিডিয়ো শুটিং
ভিডিয়ো শুটিং
author img

By

Published : Apr 22, 2020, 8:54 AM IST

কলকাতা, 22 এপ্রিল : বাইপাস লাগোয়া এলাকায় রোজই জড়ো হচ্ছে কয়েকজন যুবক । সরকারি নির্দেশিকা মানার লক্ষণ তাদের মধ্যে বিন্দুমাত্র নেই । মুখে নেই মাস্ক । সামাজিক দূরত্ব ছিটেফোঁটাও লক্ষ্য করা যায়নি । লকডাউনের মাঝে তারা বেরিয়ে পড়ছে রাস্তায় । অপ্রয়োজনে, বিভিন্ন অজুহাতে । লালবাজার সূত্রে খবর, এমনই একদল যুবকের ছবি পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । সাউথ-ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার নির্দেশ দিয়েছেন, অবিলম্বে ওই যুবকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ।

লকডাউনে বন্ধ সিনেমা- সিরিয়ালের শুটিং । কিন্তু তাতে কী । একদল যুবক রোজই মুখে মাস্ক ছাড়া বিভিন্ন ভঙ্গিতে ভিডিয়ো শুট করে যাচ্ছে । সোশাল মিডিয়ায় পোস্ট করার তাগিদে লকডাউন অমান্য করেই বেরিয়ে পড়ছে এদিক ওদিক । একসঙ্গে অনেকে মিলে চলছে শুটিয়ের কাজ । কলকাতার সাউথ-ইস্ট ডিভিশনে এই দৃশ্য চোখে পড়ে বেশ কয়েকদিন ধরে । তার ছবি পৌঁছে যায় পুলিশ কমিশনারের কাছে । তারপরেই তিনি সাউথ-ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ওই যুবকদের বিরুদ্ধে পদক্ষেপ করার ।

ওই স্থানটি চিহ্নিত করে শুরু হয়েছে তল্লাশি । পাশাপাশি যুবকদের ছবি নিয়েও শুরু হয়েছে খোঁজ । ফের তারা সামাজিক দুরত্ব না মেনে লকডাউন অমান্য় করে অপ্রয়োজনে রাস্তায় বের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে লালবাজার ।

কলকাতা, 22 এপ্রিল : বাইপাস লাগোয়া এলাকায় রোজই জড়ো হচ্ছে কয়েকজন যুবক । সরকারি নির্দেশিকা মানার লক্ষণ তাদের মধ্যে বিন্দুমাত্র নেই । মুখে নেই মাস্ক । সামাজিক দূরত্ব ছিটেফোঁটাও লক্ষ্য করা যায়নি । লকডাউনের মাঝে তারা বেরিয়ে পড়ছে রাস্তায় । অপ্রয়োজনে, বিভিন্ন অজুহাতে । লালবাজার সূত্রে খবর, এমনই একদল যুবকের ছবি পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । সাউথ-ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার নির্দেশ দিয়েছেন, অবিলম্বে ওই যুবকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ।

লকডাউনে বন্ধ সিনেমা- সিরিয়ালের শুটিং । কিন্তু তাতে কী । একদল যুবক রোজই মুখে মাস্ক ছাড়া বিভিন্ন ভঙ্গিতে ভিডিয়ো শুট করে যাচ্ছে । সোশাল মিডিয়ায় পোস্ট করার তাগিদে লকডাউন অমান্য করেই বেরিয়ে পড়ছে এদিক ওদিক । একসঙ্গে অনেকে মিলে চলছে শুটিয়ের কাজ । কলকাতার সাউথ-ইস্ট ডিভিশনে এই দৃশ্য চোখে পড়ে বেশ কয়েকদিন ধরে । তার ছবি পৌঁছে যায় পুলিশ কমিশনারের কাছে । তারপরেই তিনি সাউথ-ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ওই যুবকদের বিরুদ্ধে পদক্ষেপ করার ।

ওই স্থানটি চিহ্নিত করে শুরু হয়েছে তল্লাশি । পাশাপাশি যুবকদের ছবি নিয়েও শুরু হয়েছে খোঁজ । ফের তারা সামাজিক দুরত্ব না মেনে লকডাউন অমান্য় করে অপ্রয়োজনে রাস্তায় বের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে লালবাজার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.