ETV Bharat / state

Group C Job Cancellation Case: গ্রুপ সি মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ চাকরিহারাদের একাংশ - Calcutta High Court

গ্রুপ সি মামলায় (Group C Job Cancellation Case) সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের (Calcutta High Court) দ্বারস্থ হলেন চাকরিহারাদের একাংশ ৷

Calcutta High Court ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Mar 13, 2023, 2:19 PM IST

কলকাতা, 13 মার্চ: গ্রুপ সি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন জানাল চাকরিহারাদের একাংশ (Group C Job Cancellation Case)। এই আবেদন জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন 842 জন চাকরি হারানো গ্রুপ সি কর্মীদের বেশ কয়েকজন । নিয়ম মেনে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত (Calcutta High Court)।

গত শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, 842 জন গ্রুপ সি কর্মী আর চাকরি করতে পারবেন না । বেতনও পাবেন না । স্কুলে ঢুকতেও পারবেন না । সিঙ্গল বেঞ্চের এই সমস্ত নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৷

বিচারপতি গঙ্গোপাধ্যায় শুক্রবার নির্দেশ দেন, মোট 842 জন প্রার্থী যেন কোনও বেতন বা অন্য কোনও সুবিধা না পান ৷ সেটা নিশ্চিত করার জন্য স্কুলশিক্ষা দফতরের অধিকর্তাকে নির্দেশ দেওয়া হয় ৷ পাশাপাশি 25 মার্চের মধ্যে ওয়েটিং লিস্টেড প্রার্থীদের কাউন্সেলিং করে শূন্যপদে নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

তিনি বলেন, যদি দেখা যায় 842 জনের মধ্যে কোনও প্রার্থীর নাম ওয়েটিং লিস্টে থাকে, তাহলে তাঁকে বা তাঁদেরকে পুনরায় ডাকা যাবে না । এই প্রার্থীরা যদি পদত্যাগ করেন এবং আদালতে এসে জানান যে তাঁরা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছিলেন, তাহলে তাঁদেরকে আদালত পরবর্তী সরকারি চাকরির ক্ষেত্রে সহয়তা করবে বলেও জানান বিচারপতি ।

আরও পড়ুন: 842 জন গ্রুপ-সি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এখনও পর্যন্ত গ্রুপ-সিতে 3478টি বিকৃত ওএমআর শিট পাওয়া গিয়েছে । এগুলি 20 মার্চের মধ্যে প্রকাশ করতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

স্কুল সার্ভিস কমিশন প্রথমে 785 জনকে বেআইনি ভাবে সুপারিশ করা হয়েছিল বলে জানালে তাঁদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । সেই তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন । পরে মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে আরও 57 জনকে কোনও রকম সুপারিশপত্র ছাড়াই নিয়োগ করা হয়েছিল বলে জানায় স্কুল সার্ভিস কমিশন । তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদেরকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন ।

কলকাতা, 13 মার্চ: গ্রুপ সি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন জানাল চাকরিহারাদের একাংশ (Group C Job Cancellation Case)। এই আবেদন জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন 842 জন চাকরি হারানো গ্রুপ সি কর্মীদের বেশ কয়েকজন । নিয়ম মেনে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত (Calcutta High Court)।

গত শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, 842 জন গ্রুপ সি কর্মী আর চাকরি করতে পারবেন না । বেতনও পাবেন না । স্কুলে ঢুকতেও পারবেন না । সিঙ্গল বেঞ্চের এই সমস্ত নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৷

বিচারপতি গঙ্গোপাধ্যায় শুক্রবার নির্দেশ দেন, মোট 842 জন প্রার্থী যেন কোনও বেতন বা অন্য কোনও সুবিধা না পান ৷ সেটা নিশ্চিত করার জন্য স্কুলশিক্ষা দফতরের অধিকর্তাকে নির্দেশ দেওয়া হয় ৷ পাশাপাশি 25 মার্চের মধ্যে ওয়েটিং লিস্টেড প্রার্থীদের কাউন্সেলিং করে শূন্যপদে নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

তিনি বলেন, যদি দেখা যায় 842 জনের মধ্যে কোনও প্রার্থীর নাম ওয়েটিং লিস্টে থাকে, তাহলে তাঁকে বা তাঁদেরকে পুনরায় ডাকা যাবে না । এই প্রার্থীরা যদি পদত্যাগ করেন এবং আদালতে এসে জানান যে তাঁরা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছিলেন, তাহলে তাঁদেরকে আদালত পরবর্তী সরকারি চাকরির ক্ষেত্রে সহয়তা করবে বলেও জানান বিচারপতি ।

আরও পড়ুন: 842 জন গ্রুপ-সি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এখনও পর্যন্ত গ্রুপ-সিতে 3478টি বিকৃত ওএমআর শিট পাওয়া গিয়েছে । এগুলি 20 মার্চের মধ্যে প্রকাশ করতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

স্কুল সার্ভিস কমিশন প্রথমে 785 জনকে বেআইনি ভাবে সুপারিশ করা হয়েছিল বলে জানালে তাঁদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । সেই তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন । পরে মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে আরও 57 জনকে কোনও রকম সুপারিশপত্র ছাড়াই নিয়োগ করা হয়েছিল বলে জানায় স্কুল সার্ভিস কমিশন । তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদেরকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.