ETV Bharat / state

আজ থেকে খুলছে রেলের বুকিং কাউন্টার, টিকিট কাটা যাবে এজেন্ট মারফতও - railway news

যাত্রীদের টিকিট কাটার সুবিধা করে দিতে আজ থেকে রিজ়ার্ভ টিকিট কাটার জন্য খুলছে বেশ কয়েকটি বুকিং কাউন্টার । টিকিট কাটার সময় সামাজিক দূরত্ব, পরিছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ।

ছবি
ছবি
author img

By

Published : May 22, 2020, 7:41 AM IST

কলকাতা, 22 মে : প্রায় 2 মাস পর ফের ধাপে ধাপে শুরু হচ্ছে রেল পরিষেবা । শ্রমিক স্পেশাল বা অন্যান্য স্পেশাল ট্রেনগুলির ক্ষেত্রে এতদিন শুধুমাত্র অনলাইন বুকিংয়ের সুযোগ দেওয়া হয়েছিল । কিন্তু এবার যাত্রী সুবিধার্থে টিকিট বুকিং কাউন্টার খুলছে ভারতীয় রেল । আজ থেকে খুলে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি বুকিং কাউন্টার । পাশাপাশি এবার যাত্রীরা এজেন্ট মারফতও টিকিট কাটতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ।

কোরোনা মোকাবিলায় লকডাউনের আগেই যাত্রী পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল । দীর্ঘ সময় বন্ধ থাকার পর চলতি মাসের শুরুতে প্রথমে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন পরে রাজধানী থেকে বিভিন্ন শহরের উদ্দেশে কয়েকটি স্পেশাল ট্রেন চালু হয় । এরপর আরও 200 টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল । ধাপে ধাপে শুরু হচ্ছে ট্রেন পরিষেবা । তাই যাত্রীদের টিকিট কাটার সুবিধা করে দিতে ভারতীয় রেল আজ থেকে রিজ়ার্ভ টিকিট কাটার জন্য খুলছে বেশ কয়েকটি বুকিং কাউন্টার । যাত্রীদের চাহিদা ও পরিস্থিতি বুঝে জ়োনাল রেলওয়ে অফিসগুলিকে রিজ়ার্ভেশন কাউন্টার খোলার নির্দেশ দেওয়া হয়েছে । কোন কাউন্টার কোথায় ও কখন খুলবে, সেই সংক্রান্ত তথ্য আগে থেকেই যাত্রীদের দিতে হবে । টিকিট কাটার সময় সামাজিক দূরত্ব, পরিছন্নতা এবং স্বাস্থ্যবিধিগুলি বজায় রাখতে হবে । যাতে সংক্রমণ কোনওভাবেই ছড়িয়ে না পড়ে ।

রিজ়ার্ভ কাউন্টারের পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে আজ থেকে কমন সার্ভিস সেন্টার ও এজেন্টদের মারফতও টিকিট কাটা যাবে । তবে শ্রমিক স্পেশাল ট্রেনগুলির ক্ষেত্রে নিয়ম অপরিবর্তিত থাকছে ।

কলকাতা, 22 মে : প্রায় 2 মাস পর ফের ধাপে ধাপে শুরু হচ্ছে রেল পরিষেবা । শ্রমিক স্পেশাল বা অন্যান্য স্পেশাল ট্রেনগুলির ক্ষেত্রে এতদিন শুধুমাত্র অনলাইন বুকিংয়ের সুযোগ দেওয়া হয়েছিল । কিন্তু এবার যাত্রী সুবিধার্থে টিকিট বুকিং কাউন্টার খুলছে ভারতীয় রেল । আজ থেকে খুলে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি বুকিং কাউন্টার । পাশাপাশি এবার যাত্রীরা এজেন্ট মারফতও টিকিট কাটতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ।

কোরোনা মোকাবিলায় লকডাউনের আগেই যাত্রী পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল । দীর্ঘ সময় বন্ধ থাকার পর চলতি মাসের শুরুতে প্রথমে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন পরে রাজধানী থেকে বিভিন্ন শহরের উদ্দেশে কয়েকটি স্পেশাল ট্রেন চালু হয় । এরপর আরও 200 টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল । ধাপে ধাপে শুরু হচ্ছে ট্রেন পরিষেবা । তাই যাত্রীদের টিকিট কাটার সুবিধা করে দিতে ভারতীয় রেল আজ থেকে রিজ়ার্ভ টিকিট কাটার জন্য খুলছে বেশ কয়েকটি বুকিং কাউন্টার । যাত্রীদের চাহিদা ও পরিস্থিতি বুঝে জ়োনাল রেলওয়ে অফিসগুলিকে রিজ়ার্ভেশন কাউন্টার খোলার নির্দেশ দেওয়া হয়েছে । কোন কাউন্টার কোথায় ও কখন খুলবে, সেই সংক্রান্ত তথ্য আগে থেকেই যাত্রীদের দিতে হবে । টিকিট কাটার সময় সামাজিক দূরত্ব, পরিছন্নতা এবং স্বাস্থ্যবিধিগুলি বজায় রাখতে হবে । যাতে সংক্রমণ কোনওভাবেই ছড়িয়ে না পড়ে ।

রিজ়ার্ভ কাউন্টারের পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে আজ থেকে কমন সার্ভিস সেন্টার ও এজেন্টদের মারফতও টিকিট কাটা যাবে । তবে শ্রমিক স্পেশাল ট্রেনগুলির ক্ষেত্রে নিয়ম অপরিবর্তিত থাকছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.