কলকাতা, 8 অগাস্ট : এবার তৃণমূলে যোগ দিলেন সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু । আজ তপসিয়ার তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি । চন্দ্রশেখরবাবুর পাশাপাশি আজ বাঁকুড়া জেলার 550 জন কংগ্রেস নেতা-কর্মীও যোগ দেন তৃণমূলে ।
কখনও শিশুদের মুখে অন্ন তুলে দেওয়া । কখনও বা গরিব ছেলে-মেয়েদের বই, জামা কাপড় কিনে দেওয়া । আবার কখনও অসহায় মানুষের পাশে দাঁড়ানো । দিনভর এই কাজগুলিই করে থাকেন আসানসোলের চন্দ্রশেখর কুণ্ডু । ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্য ইতিমধ্যেই একটি স্কুল তৈরি করে ফেলেছেন তিনি । তার সামাজিক কর্মকাণ্ড শুধুমাত্র আসানসোলের মধ্যে সীমিত নেই, বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়া-সহ অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে তার এই সামাজিক কাজের ব্যপ্তি ।
গতবছর সেভ ফুড আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি । তিন লাখ প্লেট খাবার বাঁচিয়ে নজির তৈরি করেছিলেন । 'ফুডম্যান' হিসেবে পরিচিতিও পেয়েছেন তিনি বিভিন্ন মহলে । আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মরত স্বচ্ছ ভাবমূর্তির এই বিশিষ্ট সমাজসেবী যোগ দেওয়ায় শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল ।
চন্দ্রশেখর কুণ্ডু জানান, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছি ৷'' আসানসোলের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও শক্তি বৃদ্ধি করল রাজ্যের শাসকদল । আজ বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা ও চেয়ারম্যান শুভাশিস বসুর নেতৃত্বে তৃণমূলে যোগ দেন 550 কংগ্রেস কর্মী ।