ETV Bharat / state

তৃণমূলে যোগ সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডুর

তপসিয়ার তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন চন্দ্রশেখর কুণ্ডু।

Chandrashekhar Kundu joins TMC
চন্দ্রশেখর কুণ্ডু
author img

By

Published : Aug 9, 2020, 4:38 AM IST

কলকাতা, 8 অগাস্ট : এবার তৃণমূলে যোগ দিলেন সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু । আজ তপসিয়ার তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি । চন্দ্রশেখরবাবুর পাশাপাশি আজ বাঁকুড়া জেলার 550 জন কংগ্রেস নেতা-কর্মীও যোগ দেন তৃণমূলে ।

কখনও শিশুদের মুখে অন্ন তুলে দেওয়া । কখনও বা গরিব ছেলে-মেয়েদের বই, জামা কাপড় কিনে দেওয়া । আবার কখনও অসহায় মানুষের পাশে দাঁড়ানো । দিনভর এই কাজগুলিই করে থাকেন আসানসোলের চন্দ্রশেখর কুণ্ডু । ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্য ইতিমধ্যেই একটি স্কুল তৈরি করে ফেলেছেন তিনি । তার সামাজিক কর্মকাণ্ড শুধুমাত্র আসানসোলের মধ্যে সীমিত নেই, বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়া-সহ অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে তার এই সামাজিক কাজের ব্যপ্তি ।

গতবছর সেভ ফুড আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি । তিন লাখ প্লেট খাবার বাঁচিয়ে নজির তৈরি করেছিলেন । 'ফুডম‍্যান' হিসেবে পরিচিতিও পেয়েছেন তিনি বিভিন্ন মহলে । আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মরত স্বচ্ছ ভাবমূর্তির এই বিশিষ্ট সমাজসেবী যোগ দেওয়ায় শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল ।

চন্দ্রশেখর কুণ্ডু জানান, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছি ৷'' আসানসোলের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও শক্তি বৃদ্ধি করল রাজ্যের শাসকদল । আজ বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা ও চেয়ারম্যান শুভাশিস বসুর নেতৃত্বে তৃণমূলে যোগ দেন 550 কংগ্রেস কর্মী ।

কলকাতা, 8 অগাস্ট : এবার তৃণমূলে যোগ দিলেন সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু । আজ তপসিয়ার তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি । চন্দ্রশেখরবাবুর পাশাপাশি আজ বাঁকুড়া জেলার 550 জন কংগ্রেস নেতা-কর্মীও যোগ দেন তৃণমূলে ।

কখনও শিশুদের মুখে অন্ন তুলে দেওয়া । কখনও বা গরিব ছেলে-মেয়েদের বই, জামা কাপড় কিনে দেওয়া । আবার কখনও অসহায় মানুষের পাশে দাঁড়ানো । দিনভর এই কাজগুলিই করে থাকেন আসানসোলের চন্দ্রশেখর কুণ্ডু । ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্য ইতিমধ্যেই একটি স্কুল তৈরি করে ফেলেছেন তিনি । তার সামাজিক কর্মকাণ্ড শুধুমাত্র আসানসোলের মধ্যে সীমিত নেই, বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়া-সহ অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে তার এই সামাজিক কাজের ব্যপ্তি ।

গতবছর সেভ ফুড আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি । তিন লাখ প্লেট খাবার বাঁচিয়ে নজির তৈরি করেছিলেন । 'ফুডম‍্যান' হিসেবে পরিচিতিও পেয়েছেন তিনি বিভিন্ন মহলে । আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মরত স্বচ্ছ ভাবমূর্তির এই বিশিষ্ট সমাজসেবী যোগ দেওয়ায় শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল ।

চন্দ্রশেখর কুণ্ডু জানান, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছি ৷'' আসানসোলের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও শক্তি বৃদ্ধি করল রাজ্যের শাসকদল । আজ বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা ও চেয়ারম্যান শুভাশিস বসুর নেতৃত্বে তৃণমূলে যোগ দেন 550 কংগ্রেস কর্মী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.