ETV Bharat / state

লকডাউন : কোথাও আলপনা, কোথাও দেওয়াল লিখন; রাজ্যজুড়ে সচেতনতার বার্তা প্রশাসনের - Lockdown

ছবি
ছবি
author img

By

Published : Apr 7, 2020, 10:33 AM IST

Updated : Apr 8, 2020, 12:05 AM IST

23:44 April 07

কলকাতা, 7 এপ্রিল : লকডাউন আজ 14 দিনে পড়ল । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তদের অনেকে সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • মহানগরের ফুটপাথে এবার হানা দিল কোরোনা ভাইরাস ৷ ফুটপাথের বাসিন্দা এক মহিলার শরীরে মিলল COVID-19

23:41 April 07

  • চলতি মাসে যদি লকডাউন উঠে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলেও ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় 500 কোটি টাকার কাছাকাছি । শেষ তিন মাসের মজুত সবজি বিক্রি করে এবং আগামী তিন মাসের লোকসান কতটা ক্ষতি পূরণ করতে পারবে তা নিয়ে শঙ্কিত রাজ্যের কৃষকরা ।

23:39 April 07

  • আজ 14টি দাবি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে বামফ্রন্ট নেতৃত্ব ৷
  • বৈঠক শেষে বামফ্রন্ট সদস্যরা আশ্বস্ত বলে জানান চেয়ারম্যান বিমান বসু ৷

16:38 April 07

Lockdown
রান্নার গ্যাসের জন্য বাড়ছে লাইন
  • বাঁকুড়া মাচানতলাতে রান্নার গ্যাসের জন্য সামাজিক গুরুত্ব অগ্রাহ্য করেই দীর্ঘ লাইন ।

16:37 April 07

Lockdown
রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছবি
  • লকডাউনে মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়ে দেওয়াল লিখন শুরু করল রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত ।

16:37 April 07

Lockdown
চলছে মাস্ক বানানোর কাজ
  • কল্যাণী আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চলছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরীর কাজ ।

16:35 April 07

Lockdown
হলদিয়া বন্দরে কর্মীদের স্বাস্থ্যপরীক্ষা
  • হলদিয়া বন্দরে কাজে যোগ দেওয়ার আগে নিয়মিত শারীরিক পরীক্ষা করা হচ্ছে কর্মীদের ।

11:56 April 07

Lockdown
লকডাউনে ফাঁকা পথঘাট
  • লকডাউনে সুনসান কলকাতার একাধিক এলাকা ।

11:53 April 07

Lockdown
লকডাউনের সকালে BT রোড
  • ভ্যানের ওপর ফলের পসরা সাজিয়ে ফাকা BT রোডের ধারে খদ্দেরের আশায় ফেরিওয়ালা ।

10:34 April 07

Lockdown
কোরোনা সচেতনতায় ঝাড়গ্রাম পৌরসভা
  • ঝাড়গ্রাম পৌরসভার উদ্যোগে শহরের পাঁচ মাথার মোড়ে চলছে কোরোনা ভাইরাসের সচেতনতা বাড়ানোর কাজ  ।

10:34 April 07

  • সামাজিক দূরত্ব বজায় রাখতে গ্যাসের দোকানসহ বাজার এলাকাগুলিতে প্রচার চালালেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ।

10:20 April 07

Lockdown
চলছে জীবাণু-মুক্ত করার কাজ
  • দার্জিলিং সদর থানাকে জীবাণু-মুক্ত করতে বিশেষ স্প্রে অভিযান দমকলের ।

09:55 April 07

Lockdown
আজ সকালে ভাঙড়ের ছবি
  • স্বাস্থ্যকর্মী ও পুলিশ আধিকারিকদের সহায়তায় অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করলেন ভাঙড়ের সাংবাদিকরা ।

23:44 April 07

কলকাতা, 7 এপ্রিল : লকডাউন আজ 14 দিনে পড়ল । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তদের অনেকে সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • মহানগরের ফুটপাথে এবার হানা দিল কোরোনা ভাইরাস ৷ ফুটপাথের বাসিন্দা এক মহিলার শরীরে মিলল COVID-19

23:41 April 07

  • চলতি মাসে যদি লকডাউন উঠে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলেও ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় 500 কোটি টাকার কাছাকাছি । শেষ তিন মাসের মজুত সবজি বিক্রি করে এবং আগামী তিন মাসের লোকসান কতটা ক্ষতি পূরণ করতে পারবে তা নিয়ে শঙ্কিত রাজ্যের কৃষকরা ।

23:39 April 07

  • আজ 14টি দাবি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে বামফ্রন্ট নেতৃত্ব ৷
  • বৈঠক শেষে বামফ্রন্ট সদস্যরা আশ্বস্ত বলে জানান চেয়ারম্যান বিমান বসু ৷

16:38 April 07

Lockdown
রান্নার গ্যাসের জন্য বাড়ছে লাইন
  • বাঁকুড়া মাচানতলাতে রান্নার গ্যাসের জন্য সামাজিক গুরুত্ব অগ্রাহ্য করেই দীর্ঘ লাইন ।

16:37 April 07

Lockdown
রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছবি
  • লকডাউনে মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়ে দেওয়াল লিখন শুরু করল রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত ।

16:37 April 07

Lockdown
চলছে মাস্ক বানানোর কাজ
  • কল্যাণী আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চলছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরীর কাজ ।

16:35 April 07

Lockdown
হলদিয়া বন্দরে কর্মীদের স্বাস্থ্যপরীক্ষা
  • হলদিয়া বন্দরে কাজে যোগ দেওয়ার আগে নিয়মিত শারীরিক পরীক্ষা করা হচ্ছে কর্মীদের ।

11:56 April 07

Lockdown
লকডাউনে ফাঁকা পথঘাট
  • লকডাউনে সুনসান কলকাতার একাধিক এলাকা ।

11:53 April 07

Lockdown
লকডাউনের সকালে BT রোড
  • ভ্যানের ওপর ফলের পসরা সাজিয়ে ফাকা BT রোডের ধারে খদ্দেরের আশায় ফেরিওয়ালা ।

10:34 April 07

Lockdown
কোরোনা সচেতনতায় ঝাড়গ্রাম পৌরসভা
  • ঝাড়গ্রাম পৌরসভার উদ্যোগে শহরের পাঁচ মাথার মোড়ে চলছে কোরোনা ভাইরাসের সচেতনতা বাড়ানোর কাজ  ।

10:34 April 07

  • সামাজিক দূরত্ব বজায় রাখতে গ্যাসের দোকানসহ বাজার এলাকাগুলিতে প্রচার চালালেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ।

10:20 April 07

Lockdown
চলছে জীবাণু-মুক্ত করার কাজ
  • দার্জিলিং সদর থানাকে জীবাণু-মুক্ত করতে বিশেষ স্প্রে অভিযান দমকলের ।

09:55 April 07

Lockdown
আজ সকালে ভাঙড়ের ছবি
  • স্বাস্থ্যকর্মী ও পুলিশ আধিকারিকদের সহায়তায় অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করলেন ভাঙড়ের সাংবাদিকরা ।
Last Updated : Apr 8, 2020, 12:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.