ETV Bharat / state

ব্যস্ত সময়ে স্টেশনে হঠাৎ ধোঁয়া দেখে আতঙ্কে যাত্রীরা, সাময়িক ব্যাহত মেট্রো পরিষেবা - Metro service disrupted

Metro service disrupted: বুধবার বেলা সাড়ে 12টা নাগাদ ব্যস্ত সময়ে হঠাৎ ধোঁয়া দেখে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে ৷ এর ফলে সাময়িক সময়ের জন্য ব্যাহত হয় মেট্রো পরিষেবা ৷

Metro service disrupted
ব্যাহত মেট্রো পরিষেবা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 3:41 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: ব্যস্ত দিনে আবারও মেট্রোয় বিভ্রাট । আজ শ্যামবাজার মেট্রো স্টেশনে ডাউন লাইনের মেট্রোর একটি কোচ থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় । এর ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে । প্লাটফর্মে যাঁরা ট্রেনের অপেক্ষায় ছিলেন, তাঁরা দ্রুত স্টেশনের বাইরে বেরিয়ে আসেন । এই ঘটনায় কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যাহত হলেও দ্রুত পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয় ৷

বুধবার গন্তব্যে যাওয়ার সময় আবারও যান্ত্রিক ত্রুটির জন্য যন্ত্রণা পোহাতে হল মেট্রোর নিত্যযাত্রীদের । বেলা 12.30 নাগাদ শ্যামবাজার মেট্রো স্টেশনে হঠাৎই ডাউন লাইনের একটি রেক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । ঘটনাটি নজরে আসার পরই মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় । দ্রুত সমস্যার নিষ্পত্তির জন্য তখনই কাজ শুরু হয় । সবকিছু খতিয়ে দেখার পর আধিকারিকরা রেকটিকে খালি করে দিতে বলেন যাত্রীদের ।

এরপর রেকটিকে খালি করে কারশেডে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয় । এই পুরো প্রক্রিয়ায় ডাউন ও আপ লাইনে কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যাহত হয় ৷ পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে । তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয় ।

ধোঁয়া দেখা গেলেও কোনও জায়গা থেকে আগুন বা আগুনের ফুলকি কিছুই বেরোতে দেখা যায়নি । সপ্তাহের ব্যস্ত দিনে নর্থ-সাউথ মেট্রো লাইনে এই সমস্যার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে । হয়রানির শিকার হন যাত্রীরা ৷ তবে মেট্রো কর্তৃপক্ষ এই সমস্যা দ্রুত মিটিয়ে ফের পরিষেবা স্বাভাবিক করে । প্লাটফর্মে থাকা যাত্রীদের উদ্দেশে বারেবারে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে ঘোষণা করা হতে থাকে ।

এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি ।

আরও পড়ুন:

  1. সাতসকালে ফের মেট্রোর সামনে ঝাঁপ! রবীন্দ্র সদন স্টেশনে পরিষেবা ব্যাহত
  2. ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা
  3. 24 ডিসেম্বর কবি সুভাষ-রুবি মোড় মেট্রোর সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী

কলকাতা, 13 ডিসেম্বর: ব্যস্ত দিনে আবারও মেট্রোয় বিভ্রাট । আজ শ্যামবাজার মেট্রো স্টেশনে ডাউন লাইনের মেট্রোর একটি কোচ থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় । এর ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে । প্লাটফর্মে যাঁরা ট্রেনের অপেক্ষায় ছিলেন, তাঁরা দ্রুত স্টেশনের বাইরে বেরিয়ে আসেন । এই ঘটনায় কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যাহত হলেও দ্রুত পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয় ৷

বুধবার গন্তব্যে যাওয়ার সময় আবারও যান্ত্রিক ত্রুটির জন্য যন্ত্রণা পোহাতে হল মেট্রোর নিত্যযাত্রীদের । বেলা 12.30 নাগাদ শ্যামবাজার মেট্রো স্টেশনে হঠাৎই ডাউন লাইনের একটি রেক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । ঘটনাটি নজরে আসার পরই মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় । দ্রুত সমস্যার নিষ্পত্তির জন্য তখনই কাজ শুরু হয় । সবকিছু খতিয়ে দেখার পর আধিকারিকরা রেকটিকে খালি করে দিতে বলেন যাত্রীদের ।

এরপর রেকটিকে খালি করে কারশেডে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয় । এই পুরো প্রক্রিয়ায় ডাউন ও আপ লাইনে কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যাহত হয় ৷ পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে । তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয় ।

ধোঁয়া দেখা গেলেও কোনও জায়গা থেকে আগুন বা আগুনের ফুলকি কিছুই বেরোতে দেখা যায়নি । সপ্তাহের ব্যস্ত দিনে নর্থ-সাউথ মেট্রো লাইনে এই সমস্যার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে । হয়রানির শিকার হন যাত্রীরা ৷ তবে মেট্রো কর্তৃপক্ষ এই সমস্যা দ্রুত মিটিয়ে ফের পরিষেবা স্বাভাবিক করে । প্লাটফর্মে থাকা যাত্রীদের উদ্দেশে বারেবারে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে ঘোষণা করা হতে থাকে ।

এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি ।

আরও পড়ুন:

  1. সাতসকালে ফের মেট্রোর সামনে ঝাঁপ! রবীন্দ্র সদন স্টেশনে পরিষেবা ব্যাহত
  2. ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা
  3. 24 ডিসেম্বর কবি সুভাষ-রুবি মোড় মেট্রোর সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.