ETV Bharat / state

ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ধৃত 6 - মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজি

ইন্দ্রনীল সেনের কসবার বাড়ির সামনে বোমাবাজির পরই শহরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় । গ্রেপ্তার করা হয় ছ'জনকে।

bomberding near minister indranil sen's house
bomberding near minister indranil sen's house
author img

By

Published : Jan 28, 2021, 10:27 AM IST

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ছ'জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । গতকাল রাতে তাঁর কসবার বাড়ির সামনে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক এসে বোমাবাজি করে ৷ এরপরই ওই যুবকদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় ।

ধৃতরা হল অশোক বৈদ্য, গৌতম মণ্ডল, সনু সাউ, ভোলা পাসওয়ান, রাহুল রায়, দিনু যাদব ও রাহুল রায় । ছ'জনের থেকে উদ্ধার হয়েছে তিনটি মোটরবাইক । ঘটনার দিন ব্যবহৃত তিনটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে ।

মন্ত্রীর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ধৃত

এছাড়াও বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে । কলকাতা পুলিশের ডিসি(এসএসডি) রশিদ মুনির খান বলেন, "কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর সারারাত ধরে পর্ণশ্রী, পূর্ব যাদবপুর থানা, বেহালা, আলিপুর এবং কসবা থানা সহ একাধিক এলাকায় তল্লাশি চালানো হয় । এরপরই এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ।" তবে এর সঙ্গে আরও অনেকেই জড়িত বলে পুলিশের অনুমান ।

আরও পড়ুন : শনিবার ঠাকুরনগরে শাহের সভা, 2 লাখ জমায়েতের টার্গেট বিজেপির

ধৃতদের আজ আদালতে পেশ করা হবে ৷ অভিযুক্তদের নিজেদের হেপাজতে নিয়ে জেরা করে এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করতে চায় পুলিশ ৷

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ছ'জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । গতকাল রাতে তাঁর কসবার বাড়ির সামনে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক এসে বোমাবাজি করে ৷ এরপরই ওই যুবকদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় ।

ধৃতরা হল অশোক বৈদ্য, গৌতম মণ্ডল, সনু সাউ, ভোলা পাসওয়ান, রাহুল রায়, দিনু যাদব ও রাহুল রায় । ছ'জনের থেকে উদ্ধার হয়েছে তিনটি মোটরবাইক । ঘটনার দিন ব্যবহৃত তিনটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে ।

মন্ত্রীর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ধৃত

এছাড়াও বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে । কলকাতা পুলিশের ডিসি(এসএসডি) রশিদ মুনির খান বলেন, "কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর সারারাত ধরে পর্ণশ্রী, পূর্ব যাদবপুর থানা, বেহালা, আলিপুর এবং কসবা থানা সহ একাধিক এলাকায় তল্লাশি চালানো হয় । এরপরই এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ।" তবে এর সঙ্গে আরও অনেকেই জড়িত বলে পুলিশের অনুমান ।

আরও পড়ুন : শনিবার ঠাকুরনগরে শাহের সভা, 2 লাখ জমায়েতের টার্গেট বিজেপির

ধৃতদের আজ আদালতে পেশ করা হবে ৷ অভিযুক্তদের নিজেদের হেপাজতে নিয়ে জেরা করে এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করতে চায় পুলিশ ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.