কলকাতা, 31 অক্টোবর: রাষ্ট্রের পরিচালনায় হ্যাকারদের বিরুদ্ধে বিরোধী সাংসদদের আইফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ উঠেছে ৷ মহুয়া মৈত্র, রাঘব চাড্ডা, শশী থারুর, প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতো বিরোধী সাংসদদের পাশাপাশি আইফোনে নজিরদারির সতর্কবার্তা পেয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। বিষয়টি নিয়ে এদিন মৌলিক অধিকার হরণের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন সীতারাম ইয়েচুরি।
-
"Your assumption to the office of the Prime Minister was under oath to uphold the Constitution of India. Instead, there is a gross destruction of democracy and democratic rights of citizens. This is unacceptable."https://t.co/4X1ITaWPhh pic.twitter.com/mD2o7kkXKd
— Sitaram Yechury (@SitaramYechury) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">"Your assumption to the office of the Prime Minister was under oath to uphold the Constitution of India. Instead, there is a gross destruction of democracy and democratic rights of citizens. This is unacceptable."https://t.co/4X1ITaWPhh pic.twitter.com/mD2o7kkXKd
— Sitaram Yechury (@SitaramYechury) October 31, 2023"Your assumption to the office of the Prime Minister was under oath to uphold the Constitution of India. Instead, there is a gross destruction of democracy and democratic rights of citizens. This is unacceptable."https://t.co/4X1ITaWPhh pic.twitter.com/mD2o7kkXKd
— Sitaram Yechury (@SitaramYechury) October 31, 2023
এই চিঠির প্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রীর থেকে জবাবি উত্তরও আশা করেন বলে জানিয়েছেন ইয়েচুরি ৷ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সিপিএম সাধারণ সম্পাদক বলেছেন, "আমি একটি সতর্কবার্তা যুক্ত করছি এই চিঠির সঙ্গে । যা আমি গতকাল রাতে পেয়েছি । এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, 'অ্যাপল বিশ্বাস করে যে আপনি রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের নজরে আছেন ৷ আপনার অ্যাপল আইডি-এর সঙ্গে সম্পর্কিত আইফোনের উপর দূর থেকে নজরদারি চালানো হচ্ছে ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে ৷' এটি ভারতের সংবিধান দ্বারা সমস্ত নাগরিকদের জন্য যে মৌলিক অধিকারগুলি নিশ্চিত করা হয়েছে তার গুরুতর লঙ্ঘনের নিদর্শন।"
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সীতারাম ইয়েচুরি আরও বলেছেন, "একটি নজরদারি রাষ্ট্র গণতন্ত্রের পরিপন্থী । আমার কাজ একটি খোলা বইয়ের মত এবং লুকানোর কিছুই নেই। তাই, এই ধরনের নজরদারি এবং আমি যে যন্ত্রগুলি ব্যবহার করি সেগুলিতে বাইরে থেকে অনুপ্রবেশের চেষ্টা করার অর্থ হতে পারে যে, আমার ডিভাইসে কিছু তথ্য বাইরে থেকে রোপণ করা এবং তারপরে এই ধরনের সাজানো উপাদানের উপর ভিত্তি করে আমাকে দোষী সাব্যস্ত করা।" বর্তমান কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে ইয়েচুরির দাবি,"মোদি নেতৃত্বাধীন এই সরকারের সময়কালে কেন্দ্রীয় সংস্থাগুলির চরম অপব্যবহার দেখে, এমন সম্ভাবনা খুবই বাস্তব মনে হয়।"
আরও পড়ুন: বিরোধী সাংসদদের আইফোনের তথ্য চুরি ! তদন্তের নির্দেশ কেন্দ্রের, তথ্য চাইল অ্যাপলের থেকেও
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সীতারাম ইয়েচুরির বক্তব্য,"ভারতের সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে আপনি প্রধানমন্ত্রীর পদে দায়িত্বভার নিয়েছিলেন। উলটে এই সময়কালে গণতন্ত্র ও নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের চরম বিনাশ ঘটছে । এটা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আপনার উত্তর প্রত্যাশা করি ৷"