ETV Bharat / state

Sitaram Yechury: বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা সীতারামের - বিজেপি ও তৃণমূলকে আক্রমণ সীতারামের

কলকাতায় দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury in Kolkata) ৷

ETV Bharat
Sitaram Yechury
author img

By

Published : Oct 17, 2022, 9:47 PM IST

কলকাতা, 17 অক্টোবর: দলের 103 তম প্রতি্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) । তাঁর অভিযোগ, গত দশ-এগারো বছরের শাসনকালে তৃণমূল সরকার রাজ্যে কোনও উন্নয়নের কাজ করেনি (Sitaram Yechuri attacks TMC) ৷

সোমবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে 'আজকের ভারত, আজকের কাজ' শীর্ষক আলোচনায় সীতারাম ইয়েচুরি বলেন,"বিমান দা'র (বিমান বসু) সঙ্গে নিউজ চ্যানেল দেখছিলাম । যোগ্য চাকরি প্রার্থীদের বিক্ষোভের খবর দেখছিলাম । এরাজ্যে দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় সংস্থার অপপ্রয়োগের কথাও বলা হচ্ছে । আসলে এটা অপপ্রয়োগ নয় । বরং, গত আট বছরে মোদি সরকার কিছুই করেনি । তখন অপপ্রয়োগ হয়েছে । এখন হচ্ছে না বলেই মনে করি । আসলে তৃণমূল এ রাজ্যে বিজেপি তথা আরএসএসের ক্ষমতায়ানে সহায়তা করেছে । এর বিরুদ্ধেই লড়তে হবে । বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে জনমত গড়ে তুলে তাদের ক্ষমতা থেকে সরাতে হবে । না হলে বিপদ বাড়বেই ।"

আরও পড়ুন: সৌরভকে নিয়ে আন্দোলন না করে মোদি বন্দনায় ব্যস্ত মুখ্যমন্ত্রী, কটাক্ষ অধীর চৌধুরীর

বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা সীতারামের

সীতারামের আরও বক্তব্য, "আরএসএসের মদতে বিজেপি সরকার সংবিধানের স্তম্ভগুলির উপর হামলা চালাচ্ছে । পুঁজিবাদীদের সঙ্গে সাম্প্রদায়িকদের আঁতাত তৈরি হয়েছে ৷ নির্বাচনী বন্ডের 90 শতাংশ যাচ্ছে বিজেপির ভাণ্ডারে । ফলে, হেরে গেলেও বিজেপি ঘোড়া কেনাবেচা করে সরকার গড়ছে । গোয়া-সহ একাধিক রাজ্য তার উদহারণ । আমার আপনার ট্যাক্সের টাকায় খয়রাতি করা হচ্ছে খুশি করতে । অথচ, বেকারত্ব বাড়ছে । জিনিস পত্রের দাম বেড়েছে । বহু লোক চাকরির খোঁজ বন্ধ করে দিয়েছে । ক্ষুধা সূচকের আমরা পিছিয়ে যাচ্ছি । গ্লোবাল ইনডেক্সের কোনটাতেই ভারতের হাল ভালো নয় । তাই, বিজেপিকে ক্ষমতাকে দূর করতে হবে । যা সম্ভব । একই সঙ্গে বামপন্থীদের মজবুত হতে হবে । জনগণকে একজোট করে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বামপন্থী এগিয়ে আসতে হবে । অনেকেই ভাবেন মোদির বিরুদ্ধে কোনও বিকল্প নেই । এরকমটা 2004 সালে বাজপেয়ী আমলেও মনে হয়েছিল । কিন্তু, তাঁর পতন হয়েছে । বিভিন্ন রাজ্যকে ভাবনা চিন্তা করতে হবে, কীভাবে এই ক্ষতিকারক রাজনৈতিক দলকে ক্ষমতাচ্যুত করা যায় ।"

কলকাতা, 17 অক্টোবর: দলের 103 তম প্রতি্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) । তাঁর অভিযোগ, গত দশ-এগারো বছরের শাসনকালে তৃণমূল সরকার রাজ্যে কোনও উন্নয়নের কাজ করেনি (Sitaram Yechuri attacks TMC) ৷

সোমবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে 'আজকের ভারত, আজকের কাজ' শীর্ষক আলোচনায় সীতারাম ইয়েচুরি বলেন,"বিমান দা'র (বিমান বসু) সঙ্গে নিউজ চ্যানেল দেখছিলাম । যোগ্য চাকরি প্রার্থীদের বিক্ষোভের খবর দেখছিলাম । এরাজ্যে দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় সংস্থার অপপ্রয়োগের কথাও বলা হচ্ছে । আসলে এটা অপপ্রয়োগ নয় । বরং, গত আট বছরে মোদি সরকার কিছুই করেনি । তখন অপপ্রয়োগ হয়েছে । এখন হচ্ছে না বলেই মনে করি । আসলে তৃণমূল এ রাজ্যে বিজেপি তথা আরএসএসের ক্ষমতায়ানে সহায়তা করেছে । এর বিরুদ্ধেই লড়তে হবে । বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে জনমত গড়ে তুলে তাদের ক্ষমতা থেকে সরাতে হবে । না হলে বিপদ বাড়বেই ।"

আরও পড়ুন: সৌরভকে নিয়ে আন্দোলন না করে মোদি বন্দনায় ব্যস্ত মুখ্যমন্ত্রী, কটাক্ষ অধীর চৌধুরীর

বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা সীতারামের

সীতারামের আরও বক্তব্য, "আরএসএসের মদতে বিজেপি সরকার সংবিধানের স্তম্ভগুলির উপর হামলা চালাচ্ছে । পুঁজিবাদীদের সঙ্গে সাম্প্রদায়িকদের আঁতাত তৈরি হয়েছে ৷ নির্বাচনী বন্ডের 90 শতাংশ যাচ্ছে বিজেপির ভাণ্ডারে । ফলে, হেরে গেলেও বিজেপি ঘোড়া কেনাবেচা করে সরকার গড়ছে । গোয়া-সহ একাধিক রাজ্য তার উদহারণ । আমার আপনার ট্যাক্সের টাকায় খয়রাতি করা হচ্ছে খুশি করতে । অথচ, বেকারত্ব বাড়ছে । জিনিস পত্রের দাম বেড়েছে । বহু লোক চাকরির খোঁজ বন্ধ করে দিয়েছে । ক্ষুধা সূচকের আমরা পিছিয়ে যাচ্ছি । গ্লোবাল ইনডেক্সের কোনটাতেই ভারতের হাল ভালো নয় । তাই, বিজেপিকে ক্ষমতাকে দূর করতে হবে । যা সম্ভব । একই সঙ্গে বামপন্থীদের মজবুত হতে হবে । জনগণকে একজোট করে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বামপন্থী এগিয়ে আসতে হবে । অনেকেই ভাবেন মোদির বিরুদ্ধে কোনও বিকল্প নেই । এরকমটা 2004 সালে বাজপেয়ী আমলেও মনে হয়েছিল । কিন্তু, তাঁর পতন হয়েছে । বিভিন্ন রাজ্যকে ভাবনা চিন্তা করতে হবে, কীভাবে এই ক্ষতিকারক রাজনৈতিক দলকে ক্ষমতাচ্যুত করা যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.