কলকাতা, 3 এপ্রিল: শক্তিগড়ে রাজু ঝা খুনের তদন্তে এবার ব্যবহার করা গাড়ির মালিকানা নিয়ে তদন্তে বিশেষ তদন্তকারী দল বা 'সিট' । ফলে গাড়ি বিক্রি করে দেওয়ার পরেও গাড়ির মালিকানা পরিবর্তন না করে পুলিশি প্রশ্নের মুখে পড়েছেন পাটুলির বাসিন্দা বৃদ্ধা শাশ্বতী চক্রবর্তীর ছেলে সোহম চক্রবর্তী । ইতিমধ্যেই গাড়ির প্রথম মালিক সোহম চক্রবর্তীর কাছ থেকে যাবতীয় নথি সংগ্রহ করেছে তদন্তকারী দল ।
জানা গিয়েছে, কয়লা মাফিয়া রাজু ঝা খুনে ব্যবহৃত নীল রঙের গাড়িটি বৃদ্ধা শাশ্বতী চক্রবর্তী গত সেপ্টেম্বরে একটি অনলাইন গাড়ি কেনাবেচা সংস্থাকে বিক্রি করে দেন । সোহম চক্রবর্তীর মা শাশ্বতী দেবী 2017 সালে গাড়িটি কিনেছিলেন । পাঁচ বছর এই গাড়িটি ব্যবহারের পর 2022 সালের সেপ্টেম্বরে একটি অনলাইন গাড়ি কেনাবেচা সংস্থাকে বিক্রি করে দেন গাড়িটি । দাম বাবদ 10 হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা সংস্থা থেকে পেয়েও যান । তবে সংস্থার তরফে জানানো হয়েছিল যে, গাড়িটি তাদের সংস্থার তরফ থেকে যেই ব্যক্তি কিনবেন অর্থাৎ নতুন ক্রেতার নামে গাড়িটি নথিভুক্ত করতে খানিকটা সময় লাগবে । ঘটনার পর সোহম জানিয়েছেন, পূর্ব বর্ধমান পুলিশের তদন্তকারী বিশেষ দলকে সবরকম সাহায্য করেছেন তিনি । গাড়ি বিক্রির যাবতীয় নথিপত্রও তুলে দিয়েছেন পুলিশের হাতে ।
আরও পড়ুন: রাজু ঝা হত্যাকাণ্ডে এফআইআর দায়ের আব্দুল লতিফের গাড়ির চালকের
পূর্ব বর্ধমানের পুলিশের একটি বিশেষ দল এই ঘটনার তদন্ত শুরু করেছে । তদন্তকারীদের নেতৃত্বে রয়েছেন আইপিএস কামনাশিস সেন । পূর্ব বর্ধমান পুলিশ সূত্রে খবর, সোহম চক্রবর্তীর তরফ থেকে পাওয়া যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং যেই সংস্থাকে তাঁরা গাড়িটি বিক্রি করেছিলেন সেই সংস্থার আধিকারিকদের সঙ্গেও কথা বলা হচ্ছে । তবে প্রশ্ন উঠেছে, কেন মালিকানা হস্তান্তরের বিষয়ে এত সময় নিল সংস্থাটি ? পাশাপাশি যে দুষ্কৃতীরা ওই গাড়িতে চড়ে ঘটনাটি ঘটিয়েছে তাদের সম্পর্কে কোনও তথ্য কি জানতেন ওই সংস্থার কর্ণধার ? তদন্ত নেমে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গেও কথা বলেছেন তদন্তকারী আধিকারিকরা ।
রাজু ঝা খুনে ব্যবহৃত নীল বোলেনো গাড়ি থেকে 2টি 7 মিমি পিস্তল ও 12 রাউন্ড গুলি উদ্ধার করেছেন তদন্তকারীরা । সোমবার এই তথ্য প্রকাশ করেছে পুলিশ । এদিন গাড়িটিকে শক্তিগড় থানায় পরীক্ষা করা হয়েছে । তখনই বন্দুক ও কার্তুজ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে । মাত্র 25 সেকেন্ডে চারদিক থেকে ঘিরে ধরে রাজু ঝাকে খুন করেছে 3 আততায়ী । গত শনিবার সন্ধ্যায় শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে আততায়ীদের গুলিতে খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা । ঘটনার সময় একটি ফরচুনার গাড়িতে ছিলেন তিনি ।