বেহালা, 24 ফেব্রুয়ারি: পলিটেকনিক কলেজ ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় এবার সিট গঠন করল লালবাজার । ইতিমধ্যেই এই স্পেশাল তদন্তকারী দলের সদস্যরা হাওড়ার উলুবেড়িয়া থানার পুলিশ কর্মী এবং দমদম জিআরপির সঙ্গে কথা বলছে বলে লালবাজার সূত্রের খবর । গত 14 ফেব্রুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় বেহালার পলিটেকনিক কলেজের ছাত্র হার্দিক দাস । এরপর পরিবারের সদস্যরা স্থানীয় বেহালা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন (Behala Student Mysterious Death)। তদন্তে নেমে পুলিশ দমদম জিআরপির সঙ্গে কথা বলে একটি বিশেষ ভিডিয়ো ফুটেজ পায় । সেই ফুটেজে হার্দিক দাস নামে ওই ছাত্রকে অপর এক ব্যক্তির সঙ্গে দমদম স্টেশনে দেখা যায় । পরিবারের সদস্যদের তদন্তকারীরা দেখান এবং কোন ব্যক্তির সঙ্গে হার্দিক সেদিন দমদম স্টেশনে গিয়েছিল তাও জানতে চান তাঁরা ।
তবে সিসিটিভি ফুটেজে হার্দিকের সঙ্গে দেখতে পাওয়া ওই ব্যক্তিকে সনাক্ত করতে পারেনি পরিবারের সদস্যরা । এরপর হার্দিকের পরিবারের তরফ থেকে স্থানীয় বেহালা থানায় একটি অপহরণের মামলা রুজু করা হয় । জানা যায় এরপর থেকেই হার্দিকের মোবাইল বন্ধ ছিল । আর তারপরই রহস্যজনকভাবে হাওড়ার উলুবেড়িয়া থেকে হার্দিকের দেহ উদ্ধার হয় । ঘটনায় প্রশ্ন উঠছে যে, শেষবারের মতো দমদম স্টেশনে দেখা গেলেও কীভাবে উলুবেড়িয়ায় পৌঁছলো হার্দিক ? তাঁর মৃত্যুই বা কীভাবে হল ? এই সমস্ত বিষয় জানার জন্য এবার লালবাজারে তরফে গঠন করা হল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (Special Investigation Team-SIT) বা সিট । তদন্তে নেমেই সিটের তদন্তকারী আধিকারিকরা স্থানীয় বেহালা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে কথা বলেন ।
আরও পড়ুন : লিভ-ইন পার্টনারের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার মহিলা
তদন্তের ক্ষেত্রে লালবাজারের সিটের গোয়েন্দারা বৃহস্পতিবার বেহালায় হার্দিকের বাড়িতেও যান । সেখানে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পারেন যে হার্দিকের লোকো পাইলট হওয়ার স্বপ্ন ছিল । তার জন্য মাঝে মধ্যেই তিনি স্টেশনে গিয়ে ট্রেনের ছবি তুলতেন । ফলে মনে করা হচ্ছে ট্রেন ও স্টেশনের ছবি তুলতেই হয়ত তিনি বিধাননগর রেলস্টেশনে গিয়েছিলেন । কিন্তু তারপর কীভাবে তিনি হাওড়ার উলুবেড়িয়ায় চলে এলেন সেই ব্যাপারে কোনও তথ্য নেই পরিবারের কাছে । তদন্তে নেমে পুলিশ তাঁর এলাকার বন্ধুবান্ধবদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছে ।
হাওড়ার উলুবেড়িয়ায় একটি নদী থেকে হার্দিকের দেহ উদ্ধারের পর হাওড়া পুলিশের তরফে প্রথমে সকল জেলা পুলিশ ও কমিশনারেটে জানায় যে একটি অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ উদ্ধার হয়েছে । এরপরেই কলকাতা পুলিশের বেহালা থানা হার্দিকের বাড়িতে খবর দিলে তাঁরাই এসে ছেলের দেহ শনাক্ত করেন । শেষমেশ সিট গঠনের সিদ্ধান্ত নিল লালবাজার ।
আরও পড়ুন : বরানগরে আইএসআই ক্যান্টিনে যুবকের রহস্যমৃত্যু, পলাতক রুম মেট