ETV Bharat / state

BJP-তে যাবেন শুভেন্দু ? জানেন না শিশির ! - মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী BJP-তে যাচ্ছেন কি না সেই সম্পর্কে তাঁর কিছু জানা নেই । বললেন শিশির অধিকারী ৷

Sisir Adhikari
শিশির অধিকারী
author img

By

Published : Nov 27, 2020, 2:57 PM IST

Updated : Nov 27, 2020, 3:05 PM IST

কলকাতা, 27 নভেম্বর: মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী । আর এবার BJP-তে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে । যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাইলেন না শুভেন্দুর বাবা শিশির অধিকারী । এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ইটিভি ভারতকে তিনি বলেন, "ও সব সংবাদমাধ‍্যম বলছে । আমি জানি না ।"


মন্ত্রিত্ব ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, "অনেকগুলো পদে ছিলেন শুভেন্দু । বেশি পদে থাকা ভালো নয় । সেই কারণেই ছেড়েছে ।"


সূত্রের খবর, শুভেন্দু দলবদল করলেও অধিকারী পরিবারের আর কেউ এই মুহূর্তে দলবদল করছেন না । শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারী আপাতত তৃণমূলেই থাকছেন বলে জানা যাচ্ছে ।

দলের সঙ্গে কয়েকদিন ধরেই দূরত্ব তৈরি হচ্ছিল শুভেন্দু অধিকারীর । গতকাল HRBC-র চেয়ারম্যান পদ ছাড়েন তিনি । আর আজ সকালে সরকারি নিরাপত্তা ছাড়েন । কিছুক্ষণ পরই মন্ত্রিত্ব পদ ছাড়েন ।

কলকাতা, 27 নভেম্বর: মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী । আর এবার BJP-তে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে । যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাইলেন না শুভেন্দুর বাবা শিশির অধিকারী । এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ইটিভি ভারতকে তিনি বলেন, "ও সব সংবাদমাধ‍্যম বলছে । আমি জানি না ।"


মন্ত্রিত্ব ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, "অনেকগুলো পদে ছিলেন শুভেন্দু । বেশি পদে থাকা ভালো নয় । সেই কারণেই ছেড়েছে ।"


সূত্রের খবর, শুভেন্দু দলবদল করলেও অধিকারী পরিবারের আর কেউ এই মুহূর্তে দলবদল করছেন না । শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারী আপাতত তৃণমূলেই থাকছেন বলে জানা যাচ্ছে ।

দলের সঙ্গে কয়েকদিন ধরেই দূরত্ব তৈরি হচ্ছিল শুভেন্দু অধিকারীর । গতকাল HRBC-র চেয়ারম্যান পদ ছাড়েন তিনি । আর আজ সকালে সরকারি নিরাপত্তা ছাড়েন । কিছুক্ষণ পরই মন্ত্রিত্ব পদ ছাড়েন ।

Last Updated : Nov 27, 2020, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.