ETV Bharat / state

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতুল মুখোপাধ্যায় - হৃদরোগ

হৃদরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় । সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে । আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।

ফাইল ফোটো
author img

By

Published : May 2, 2019, 10:15 PM IST

কলকাতা, 2 মে : হৃদরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় । তাঁর বয়স ৭৭ । সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । আজ সন্ধ্যায় তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে কার্ডিয়োলজি বিভাগে তাঁর চিকিৎসা চলছে ।

আজ সকালে বুকে যন্ত্রণা হওয়ায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । ওই বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছিল হার্ট অ্যাটাকের প্রায় দু'ঘন্টা পরে প্রতুলবাবুকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এজন্য এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করা সম্ভব হয়নি। ইনজেকশন দেওয়া হয় ।

ওই বেসরকারি হাসপাতালের তরফে ডাক্তার কিষানলাল প্রধান বলেছিলেন, "অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে আমাদের এখানে ভরতি হয়েছিলেন প্রতুল মুখোপাধ্যায়। হার্ট অ্যাটাকের পর গোল্ডেন আওয়ারের মধ্যে নিয়ে আসা হলে এনজিওপ্লাস্টি করা সম্ভব হতো। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। "

কলকাতা, 2 মে : হৃদরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় । তাঁর বয়স ৭৭ । সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । আজ সন্ধ্যায় তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে কার্ডিয়োলজি বিভাগে তাঁর চিকিৎসা চলছে ।

আজ সকালে বুকে যন্ত্রণা হওয়ায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । ওই বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছিল হার্ট অ্যাটাকের প্রায় দু'ঘন্টা পরে প্রতুলবাবুকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এজন্য এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করা সম্ভব হয়নি। ইনজেকশন দেওয়া হয় ।

ওই বেসরকারি হাসপাতালের তরফে ডাক্তার কিষানলাল প্রধান বলেছিলেন, "অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে আমাদের এখানে ভরতি হয়েছিলেন প্রতুল মুখোপাধ্যায়। হার্ট অ্যাটাকের পর গোল্ডেন আওয়ারের মধ্যে নিয়ে আসা হলে এনজিওপ্লাস্টি করা সম্ভব হতো। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। "

Intro:কলকাতা, ২ মে: সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় অসুস্থ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে ৭৭ বছর বয়সি এই শিল্পীর চিকিৎসা চলছে। সেখানকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Body:বুকে তীব্র ব্যথা হচ্ছিল। যার জেরে সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়। এই হাসপাতালের চিকিৎসক নীলরতন নাইয়া বলেন, "প্রতুল মুখোপাধ্যায়ের হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের ঘন্টা দুই দিন পরে তাঁকে আমাদের এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এই জন্য অ্যনজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি করা সম্ভব হয়নি। ইনজেকশন দেওয়া হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।"

সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালের সেক্রেটারি ডাক্তার কিশানলাল প্রধান বলেন, "অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছেন প্রতুল মুখোপাধ্যায়। হার্ট অ্যাটাকের পরে গোল্ডেন আওয়ারের মধ্যে নিয়ে আসা হলে, অ্যানজিওপ্লাস্টি করা সম্ভব হতো। কিন্তু এই সময়ের মধ্যে ওনাকে নিয়ে আসা হয়নি।" একই সঙ্গে তিনি বলেন, "এই জন্য প্রাথমিক চিকিৎসা হিসেবে ইনজেকশন দেওয়া হয়েছে। আপাতত ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এই শিল্পী। শারীরিক অবস্থার অবনতি না হলে, ২৪ ঘন্টা পরে অ্যানজিওগ্রাম করা হবে। তার পরে অ্যানজিওপ্লাস্টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"Conclusion:শিল্পীকে এই হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, শিল্পীর চিকিৎসা সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালেই চলছে।
_______
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.