ETV Bharat / state

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা সিমোন মারাণ্ডি

করোনা সংক্রমণ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও রিপোর্ট এসেছিল নেগেটিভ ৷ হাসপাতালে ভর্তি থাকাকালীনই মৃত্যু হয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীন রাজনীতিক সিমোন মারাণ্ডির ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনীতি মহলে ৷

সিমোন মারাণ্ডি
সিমোন মারাণ্ডি
author img

By

Published : Apr 14, 2021, 1:39 PM IST

কলকাতা, 14 এপ্রিল: মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন প্রাক্তন সাংসদ সিমোন মারাণ্ডি ৷ রিপোর্ট নেগেটিভ এলেও শেষরক্ষা হল না ৷ সোমবার রাতে 73 বছর বয়সি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ এই রাজনীতিকের মৃত্যু হল সংশ্লিষ্ট হাসপাতালে ৷

মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 14 মার্চ করেনা সংক্রমণ নিয়ে সিমোন মারান্ডিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কয়েক দিন আগে তাঁর করেনার রিপোর্ট নেগেটিভও এসেছিল। তবে, শেষ রক্ষা করা গেল না। সোমবার রাত 12 টা 40 নাগাদ তাঁর মৃত্যু হয়। সেপসিসের কারণে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে, দীর্ঘ বছর ধরে হার্ট এবং কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন সিমোন মারান্ডি। তিনি ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন। ঝাড়খণ্ড থেকে কলকাতার হাসপাতালে তাঁকে আনা হয়েছিল। কয়েকদিন চিকিৎসার পর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন : কোভিডে কি বাতিল বোর্ড পরীক্ষা ? শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে মোদি

প্রসঙ্গত, 1947 এর 25 ডিসেম্বর বিহারের সাহেবগঞ্জ জেলার ডুমারিয়াতে (বর্তমানে ঝাড়খণ্ডে) সিমোন মারাণ্ডির জন্ম হয়েছিল। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী হিসাবে বিহারের রাজমহল লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে ঝাড়খন্ডের একজন বিধায়ক হিসাবেও তিনি নির্বাচিত হয়েছিলেন।

কলকাতা, 14 এপ্রিল: মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন প্রাক্তন সাংসদ সিমোন মারাণ্ডি ৷ রিপোর্ট নেগেটিভ এলেও শেষরক্ষা হল না ৷ সোমবার রাতে 73 বছর বয়সি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ এই রাজনীতিকের মৃত্যু হল সংশ্লিষ্ট হাসপাতালে ৷

মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 14 মার্চ করেনা সংক্রমণ নিয়ে সিমোন মারান্ডিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কয়েক দিন আগে তাঁর করেনার রিপোর্ট নেগেটিভও এসেছিল। তবে, শেষ রক্ষা করা গেল না। সোমবার রাত 12 টা 40 নাগাদ তাঁর মৃত্যু হয়। সেপসিসের কারণে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে, দীর্ঘ বছর ধরে হার্ট এবং কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন সিমোন মারান্ডি। তিনি ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন। ঝাড়খণ্ড থেকে কলকাতার হাসপাতালে তাঁকে আনা হয়েছিল। কয়েকদিন চিকিৎসার পর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন : কোভিডে কি বাতিল বোর্ড পরীক্ষা ? শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে মোদি

প্রসঙ্গত, 1947 এর 25 ডিসেম্বর বিহারের সাহেবগঞ্জ জেলার ডুমারিয়াতে (বর্তমানে ঝাড়খণ্ডে) সিমোন মারাণ্ডির জন্ম হয়েছিল। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী হিসাবে বিহারের রাজমহল লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে ঝাড়খন্ডের একজন বিধায়ক হিসাবেও তিনি নির্বাচিত হয়েছিলেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.