ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত হয়ে প্রয়াত শ্যামল চক্রবর্তী - CITU state former president passes away

23 জুলাই রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর 25 তারিখ তাঁকে ভরতি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ।

shyamal-chakraborty
শ্যামল চক্রবর্তী
author img

By

Published : Aug 6, 2020, 2:32 PM IST

Updated : Aug 6, 2020, 7:53 PM IST

কলকাতা, 6 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তীর । আজ দুপুর 1টা 45 মিনিট নাগাদ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 76 বছর । ফুসফুসের সমস্য়ায় বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন এই বাম নেতা । মাঝে মধ্য়েই এ জন্য় হাসপাতালে ভরতি হতে হত তাঁকে ।

গত 25 জুলাই ফুসফুসের সমস্য়া নিয়েই হাসপাতালে ভরতি হয়েছিলেন । তার পর হাসপাতালেই কোরানায় আক্রান্ত হন তিনি । শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে 21 জুলাই তাঁর সোয়াব টেস্ট হয় । 23 জুলাইয়ের রিপোর্ট পজ়িটিভ আসার পর 29 তারিখ দ্বিতীয় রিপোর্টও পজ়িটিভ আসে ।

হাসপাতালে ভরতি হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । গত সোমবার থেকে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় । গতকাল মেয়ে ঊষসীকে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তখনও অবস্থা সংকটজনক ছিল । ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে । গত দু'দিন ধরে শারীরিক অবস্থা অতি সংকটজনক ছিল ।

আরও পড়ুন : ''শ্রমজীবী মানুষের জন্য সংগ্রাম করেছেন, লড়াকু নেতা ছিলেন''

পরে রাতে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে । প্রবল শ্বাস কষ্ট শুরু হয় । চিকিৎসকরা ভেন্টিলেশনের কার্যকারিতা বাড়িয়ে দেয় । আজ বেলায় পর পর দু'বার হৃদরোগে আক্রান্ত হয় । প্রথমবার কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও প্রাক্তন এই CITU সম্পাদককে আর সামলানো যায়নি । দুপুর 1টা 45 মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

শেষযাত্রায় শ্যামল চক্রবর্তী...

স্ত্রী'র মৃত্যু হয়েছে বহুদিন আগে । মেয়ে ঊষসীর সঙ্গে CIT রোডের আবাসনে থাকতেন তিনি । এক সময়ের দাপুটে এই বাম নেতার শরীর বর্তমানে ভালো ছিল না । দলের সদর দপ্তরে আসাও ইদানিং অনেকটা কমিয়ে দিয়েছিলেন । অধিকাংশ সময় বাড়িতেই থাকতেন । রাজসভার প্রাক্তন সাংসদ তথা রাজ্য়ের প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ।

আরও পড়ুন : রাজনৈতিক জগতের বড় ক্ষতি : মমতা

হাসপাতালের তরফে জানানো হয়েছে, "খুবই আশঙ্কাজনক অবস্থায় এখানে ভরতি হন । 3 তারিখ থেকে ভেন্টিলেশনে ছিলেন । বয়সজনিত কারণেই ভরতি হয়েছিলেন প্রথমে । কিডনির সমস্যা ছিল ওঁর । শিরদাঁড়ার সমস্যায় ভুগছিলেন । তারপর কোরোনা আক্রান্ত হন । শেষে আজ কার্ডিয়াক অ্যারেস্টও হয়, সেখান থেকে আর ফিরিয়ে আনা গেল না । আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।"

কলকাতা, 6 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তীর । আজ দুপুর 1টা 45 মিনিট নাগাদ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 76 বছর । ফুসফুসের সমস্য়ায় বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন এই বাম নেতা । মাঝে মধ্য়েই এ জন্য় হাসপাতালে ভরতি হতে হত তাঁকে ।

গত 25 জুলাই ফুসফুসের সমস্য়া নিয়েই হাসপাতালে ভরতি হয়েছিলেন । তার পর হাসপাতালেই কোরানায় আক্রান্ত হন তিনি । শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে 21 জুলাই তাঁর সোয়াব টেস্ট হয় । 23 জুলাইয়ের রিপোর্ট পজ়িটিভ আসার পর 29 তারিখ দ্বিতীয় রিপোর্টও পজ়িটিভ আসে ।

হাসপাতালে ভরতি হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । গত সোমবার থেকে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় । গতকাল মেয়ে ঊষসীকে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তখনও অবস্থা সংকটজনক ছিল । ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে । গত দু'দিন ধরে শারীরিক অবস্থা অতি সংকটজনক ছিল ।

আরও পড়ুন : ''শ্রমজীবী মানুষের জন্য সংগ্রাম করেছেন, লড়াকু নেতা ছিলেন''

পরে রাতে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে । প্রবল শ্বাস কষ্ট শুরু হয় । চিকিৎসকরা ভেন্টিলেশনের কার্যকারিতা বাড়িয়ে দেয় । আজ বেলায় পর পর দু'বার হৃদরোগে আক্রান্ত হয় । প্রথমবার কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও প্রাক্তন এই CITU সম্পাদককে আর সামলানো যায়নি । দুপুর 1টা 45 মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

শেষযাত্রায় শ্যামল চক্রবর্তী...

স্ত্রী'র মৃত্যু হয়েছে বহুদিন আগে । মেয়ে ঊষসীর সঙ্গে CIT রোডের আবাসনে থাকতেন তিনি । এক সময়ের দাপুটে এই বাম নেতার শরীর বর্তমানে ভালো ছিল না । দলের সদর দপ্তরে আসাও ইদানিং অনেকটা কমিয়ে দিয়েছিলেন । অধিকাংশ সময় বাড়িতেই থাকতেন । রাজসভার প্রাক্তন সাংসদ তথা রাজ্য়ের প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ।

আরও পড়ুন : রাজনৈতিক জগতের বড় ক্ষতি : মমতা

হাসপাতালের তরফে জানানো হয়েছে, "খুবই আশঙ্কাজনক অবস্থায় এখানে ভরতি হন । 3 তারিখ থেকে ভেন্টিলেশনে ছিলেন । বয়সজনিত কারণেই ভরতি হয়েছিলেন প্রথমে । কিডনির সমস্যা ছিল ওঁর । শিরদাঁড়ার সমস্যায় ভুগছিলেন । তারপর কোরোনা আক্রান্ত হন । শেষে আজ কার্ডিয়াক অ্যারেস্টও হয়, সেখান থেকে আর ফিরিয়ে আনা গেল না । আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।"

Last Updated : Aug 6, 2020, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.