ETV Bharat / state

মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু, কালই যাচ্ছেন দিল্লি - Shuvendu Adhikary resigns

আগামীকালই তিনি দিল্লি যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। BJP-তে যোগদান করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

Shuvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Nov 27, 2020, 1:37 PM IST

Updated : Nov 27, 2020, 3:50 PM IST

কলকাতা, 27 নভেম্বর : মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী । তিনি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন । এদিকে আগামীকালই তিনি দিল্লি যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। BJP-তে যোগদান করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

Shuvendu
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি

এই বিষয়ে রাজ্যপাল একটি টুইট করেন । তিনি লেখেন , "আজ দুপুর 1 টা 05 মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাঠানো পদত্যাগপত্র আমাকে ফরওয়ার্ড করা হয়েছে । বিষয়টি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে । "

  • Today at 1:05 pm a resignation letter of Mr. Suvendu Adhikari from office as minister addressed to Hon’ble Chief Minister has been forwarded to me.
    The issue will be addressed from constitutional perspective. pic.twitter.com/cxjF68uomH

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দূরত্ব তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর । গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত ব্যানার, পোস্টার দেখা গেছে । তার নিচে লেখা- "আমরা দাদার অনুগামী" । তিনিও দলের পতাকা ছাড়াই একাধিক জায়গায় সভা করেছেন । এমনকী , নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষে সকালে তিনি সভা করার পর বিকেলে তৃণমূলের তরফে পৃথক সভা করা হয় । "খেজুরি দিবস" উপলক্ষে খেজুরিতে অরাজনৈতিক ব্যানারে মিছিল করেন তিনি । এরপর থেকেই তাঁর তৃণমূলে থাকা নিয়ে আরও জল্পনা বাড়তে শুরু করে । ক্ষোভের বরফ গলাতে শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় । সমস্ত জল্পনা-কল্পনা উস্কে দিয়ে গতকাল HRBC-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু । HRBC চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নতুন চেয়ারম্যান করা হয় । অন্যদিকে , আজ হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকেও ইস্তফা দেন তিনি ।

Shuvendu
ফিরহাদ হাকিমকে পাঠানো ইস্তফাপত্র

প্রসঙ্গত, শুভেন্দুর সঙ্গে দলের বৈঠক চলাকালীন কল‍্যাণ একের পর এক শুভেন্দুর সম্পর্কে তীর্যক মন্তব্য করেছিলেন । শুভেন্দু চেয়ারম্যানের পদ ছাড়ার পরই কল্যাণকে সেই পদ দেওয়া হয় । তারপর থেকেই রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছিল । তবে কি এবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন তিনি? সমস্ত জল্পনার অবসান করে আজ তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন ।

কলকাতা, 27 নভেম্বর : মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী । তিনি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন । এদিকে আগামীকালই তিনি দিল্লি যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। BJP-তে যোগদান করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

Shuvendu
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি

এই বিষয়ে রাজ্যপাল একটি টুইট করেন । তিনি লেখেন , "আজ দুপুর 1 টা 05 মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাঠানো পদত্যাগপত্র আমাকে ফরওয়ার্ড করা হয়েছে । বিষয়টি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে । "

  • Today at 1:05 pm a resignation letter of Mr. Suvendu Adhikari from office as minister addressed to Hon’ble Chief Minister has been forwarded to me.
    The issue will be addressed from constitutional perspective. pic.twitter.com/cxjF68uomH

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দূরত্ব তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর । গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত ব্যানার, পোস্টার দেখা গেছে । তার নিচে লেখা- "আমরা দাদার অনুগামী" । তিনিও দলের পতাকা ছাড়াই একাধিক জায়গায় সভা করেছেন । এমনকী , নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষে সকালে তিনি সভা করার পর বিকেলে তৃণমূলের তরফে পৃথক সভা করা হয় । "খেজুরি দিবস" উপলক্ষে খেজুরিতে অরাজনৈতিক ব্যানারে মিছিল করেন তিনি । এরপর থেকেই তাঁর তৃণমূলে থাকা নিয়ে আরও জল্পনা বাড়তে শুরু করে । ক্ষোভের বরফ গলাতে শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় । সমস্ত জল্পনা-কল্পনা উস্কে দিয়ে গতকাল HRBC-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু । HRBC চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নতুন চেয়ারম্যান করা হয় । অন্যদিকে , আজ হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকেও ইস্তফা দেন তিনি ।

Shuvendu
ফিরহাদ হাকিমকে পাঠানো ইস্তফাপত্র

প্রসঙ্গত, শুভেন্দুর সঙ্গে দলের বৈঠক চলাকালীন কল‍্যাণ একের পর এক শুভেন্দুর সম্পর্কে তীর্যক মন্তব্য করেছিলেন । শুভেন্দু চেয়ারম্যানের পদ ছাড়ার পরই কল্যাণকে সেই পদ দেওয়া হয় । তারপর থেকেই রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছিল । তবে কি এবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন তিনি? সমস্ত জল্পনার অবসান করে আজ তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন ।

Last Updated : Nov 27, 2020, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.