ETV Bharat / state

6 বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড শুভ্রাংশু রায়

দল বিরোধী মন্তব্যের জন্য সাসপেন্ড শুভ্রাংশু রায়।

শুভ্রাংশু
author img

By

Published : May 24, 2019, 5:27 PM IST

Updated : May 24, 2019, 7:03 PM IST

কলকাতা, 24 মে : শুভ্রাংশু রায়কে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হল । আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা বলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "শুভ্রাংশু রায় তৃণমূলে থেকে নানা সময় দল বিরোধী মন্তব্য করে যাচ্ছেন । অন্য দলের প্রশংসা করে যাচ্ছেন । নিজের দলকে হেয় করছেন । সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের পর শুভ্রাংশু রায়কে ছ'বছরের জন্য সাসপেন্ড করা হল । তিনি যে ভাষায় কথা বলছেন তা দেখে মনে হচ্ছে তিনি দলের মধ্যে থেকেই জনসমক্ষে দলকে হেয় করছেন ।"

লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে হেরে যান দীনেশ ত্রিবেদী। বীজপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকে BJP। যা নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন শুভ্রাংশু রায় । যেখানে তিনি বলেন, "বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে দীনেশ ত্রিবেদীকে লিড দিতে না পারা, আমার ব্যর্থতা ।"

এছাড়া তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন, "যাকে আমি মমতাময়ী মা মনে করতাম সেই আমাকে গদ্দারের ছেলে বলেছে ।" পাশাপাশি তিনি এও জানান, তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে খুব শীঘ্রই জানাবেন । এছাড়া তিনি নির্বাচনে সাফল্যের জন্য মুকুল রায়ের প্রশংসাও করেন ।

এই সাংবাদিক বৈঠকের পরই তৃণমূল থেকে তাঁকে সাসপেন্ড করা হল ।

কলকাতা, 24 মে : শুভ্রাংশু রায়কে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হল । আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা বলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "শুভ্রাংশু রায় তৃণমূলে থেকে নানা সময় দল বিরোধী মন্তব্য করে যাচ্ছেন । অন্য দলের প্রশংসা করে যাচ্ছেন । নিজের দলকে হেয় করছেন । সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের পর শুভ্রাংশু রায়কে ছ'বছরের জন্য সাসপেন্ড করা হল । তিনি যে ভাষায় কথা বলছেন তা দেখে মনে হচ্ছে তিনি দলের মধ্যে থেকেই জনসমক্ষে দলকে হেয় করছেন ।"

লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে হেরে যান দীনেশ ত্রিবেদী। বীজপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকে BJP। যা নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন শুভ্রাংশু রায় । যেখানে তিনি বলেন, "বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে দীনেশ ত্রিবেদীকে লিড দিতে না পারা, আমার ব্যর্থতা ।"

এছাড়া তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন, "যাকে আমি মমতাময়ী মা মনে করতাম সেই আমাকে গদ্দারের ছেলে বলেছে ।" পাশাপাশি তিনি এও জানান, তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে খুব শীঘ্রই জানাবেন । এছাড়া তিনি নির্বাচনে সাফল্যের জন্য মুকুল রায়ের প্রশংসাও করেন ।

এই সাংবাদিক বৈঠকের পরই তৃণমূল থেকে তাঁকে সাসপেন্ড করা হল ।

sample description
Last Updated : May 24, 2019, 7:03 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.