ETV Bharat / state

বীরভূম-লিঙ্ক কাজে লাগিয়েই কেল্লাফতে রাজ্য গোয়েন্দাদের

পুলিশ ও দুষ্কৃতীদের গুলির লড়াই নিউটাউনের সাপুরজি আবাসনে ৷ ঘটনায় নিহত দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও যশপ্রীত জস্সি পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড বলে জানা গিয়েছে ৷ এই রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারে তারা যুক্ত ছিল বলে খবর ৷ কোটি কোটি টাকার আগ্নেয়াস্ত্র ডিলিং রুখে সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

নিউটাউনে শুট আউট
নিউটাউনে শুট আউট
author img

By

Published : Jun 9, 2021, 7:15 PM IST

Updated : Jun 9, 2021, 8:01 PM IST

কলকাতা, 9 জুন : নিউটাউনের সাপুরজি আবাসনের বি-ব্লকে এসটিএফ ও দুষ্কৃতীদের গুলির লড়াই ৷ বীরভূম থেকে সূত্র মারফৎ খবর পেয়েই নিউটাউনের সাপুরজি আবাসনে দুষ্কৃতীদের খোঁজে এসটিএফ ও পুলিশ যৌথ ভাবে তল্লাশি শুরু করে ৷ তখনই দুষ্কৃতীরা এসটিএফকে লক্ষ করে গুলি চালায় ৷ এরপরেই শুরু হয় পুলিশ-দুষ্কৃতী গুলির লড়াই ৷ ঘটনায় নিহত হয় দুই দুষ্কৃতী ৷ জখম হয়েছেন এক এসটিএফ অফিসার ৷

নিহত দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও যশপ্রীত জস্সি পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড বলে জানা গিয়েছে ৷ এই রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারে তারা যুক্ত ছিল বলে খবর ৷ কোটি কোটি টাকার আগ্নেয়াস্ত্র ডিলিং রুখে সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

গুলির লড়াইয়ে আহত হয়েছেন এসটিএফ অফিসার কার্তিক মোহন ঘোষ
গুলির লড়াইয়ে আহত হয়েছেন এসটিএফ অফিসার কার্তিক মোহন ঘোষ

প্রসঙ্গত, মাসখানেক আগে বীরভূম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা । এরপর ধৃতকে জেরা করেই জানতে পারা যায় তাঁদের সঙ্গে একাধিক অস্ত্র ব্যবসায়ীর যুক্ত থাকার ঘটনা । এরপরেই ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে কলকাতা পুলিশ ।

এরমধ্যেই পুলিশের কাছে সূত্র মারফৎ খবর আসে এ রাজ্যের বেশ কিছু অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে পঞ্জাবের একটি গ্যাংয়ের ডিলিং চলছে । মূলত এ রাজ্যে তারা কোটি কোটি টাকার আগ্নেয়াস্ত্র সরবরাহের বরাত পেতে চলেছে । এরপরেই বীরভূম, বিহার, ঝাড়খন্ড থেকে পাওয়া একাধিক লিংক থেকে গোয়েন্দারা জানতে পারেন পঞ্জাব থেকে আসা ওই আগ্নেয়াস্ত্র সরবরাহকারীরা এ রাজ্যে ঢুকেছে । খবর পাওয়া মাত্রই পঞ্জাব পুলিশের সঙ্গে এ বিষয়ে একাধিক কথা বার্তা বলেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

পুলিশ ও দুষ্কৃতীদের গুলির লড়াইয়ের পর নিউটাউন চিত্র


কথাবার্তার মাধ্যমে রাজ্যের গোয়েন্দারা জানতে পারেন, বিধাননগর সিটি পুলিশের নিউটাউনের সাপুরজি আবাসনে বি-ব্লকের একটি ফ্ল্যাটে লুকিয়ে রয়েছে দুষ্কৃতীরা । এরপরেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাতে ঘটনাস্থলে আসেন এডিজি (এসটিএফ) বিনিত গোয়েল, বিধাননগর সিটি পুলিশের নগরপাল সুপ্রতীম সরকার ও আইজি (এসটিএফ) রাজেশ যাদব সহ রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা ৷ এরপরেই শুরু হয় গুলির লড়াই ৷ যার জেরে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর ৷

আরও পড়ুন : নিউটাউনে এসটিএফ-দুষ্কৃতী গুলির লড়াই, হত 2

কলকাতা, 9 জুন : নিউটাউনের সাপুরজি আবাসনের বি-ব্লকে এসটিএফ ও দুষ্কৃতীদের গুলির লড়াই ৷ বীরভূম থেকে সূত্র মারফৎ খবর পেয়েই নিউটাউনের সাপুরজি আবাসনে দুষ্কৃতীদের খোঁজে এসটিএফ ও পুলিশ যৌথ ভাবে তল্লাশি শুরু করে ৷ তখনই দুষ্কৃতীরা এসটিএফকে লক্ষ করে গুলি চালায় ৷ এরপরেই শুরু হয় পুলিশ-দুষ্কৃতী গুলির লড়াই ৷ ঘটনায় নিহত হয় দুই দুষ্কৃতী ৷ জখম হয়েছেন এক এসটিএফ অফিসার ৷

নিহত দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও যশপ্রীত জস্সি পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড বলে জানা গিয়েছে ৷ এই রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারে তারা যুক্ত ছিল বলে খবর ৷ কোটি কোটি টাকার আগ্নেয়াস্ত্র ডিলিং রুখে সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

গুলির লড়াইয়ে আহত হয়েছেন এসটিএফ অফিসার কার্তিক মোহন ঘোষ
গুলির লড়াইয়ে আহত হয়েছেন এসটিএফ অফিসার কার্তিক মোহন ঘোষ

প্রসঙ্গত, মাসখানেক আগে বীরভূম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা । এরপর ধৃতকে জেরা করেই জানতে পারা যায় তাঁদের সঙ্গে একাধিক অস্ত্র ব্যবসায়ীর যুক্ত থাকার ঘটনা । এরপরেই ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে কলকাতা পুলিশ ।

এরমধ্যেই পুলিশের কাছে সূত্র মারফৎ খবর আসে এ রাজ্যের বেশ কিছু অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে পঞ্জাবের একটি গ্যাংয়ের ডিলিং চলছে । মূলত এ রাজ্যে তারা কোটি কোটি টাকার আগ্নেয়াস্ত্র সরবরাহের বরাত পেতে চলেছে । এরপরেই বীরভূম, বিহার, ঝাড়খন্ড থেকে পাওয়া একাধিক লিংক থেকে গোয়েন্দারা জানতে পারেন পঞ্জাব থেকে আসা ওই আগ্নেয়াস্ত্র সরবরাহকারীরা এ রাজ্যে ঢুকেছে । খবর পাওয়া মাত্রই পঞ্জাব পুলিশের সঙ্গে এ বিষয়ে একাধিক কথা বার্তা বলেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

পুলিশ ও দুষ্কৃতীদের গুলির লড়াইয়ের পর নিউটাউন চিত্র


কথাবার্তার মাধ্যমে রাজ্যের গোয়েন্দারা জানতে পারেন, বিধাননগর সিটি পুলিশের নিউটাউনের সাপুরজি আবাসনে বি-ব্লকের একটি ফ্ল্যাটে লুকিয়ে রয়েছে দুষ্কৃতীরা । এরপরেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাতে ঘটনাস্থলে আসেন এডিজি (এসটিএফ) বিনিত গোয়েল, বিধাননগর সিটি পুলিশের নগরপাল সুপ্রতীম সরকার ও আইজি (এসটিএফ) রাজেশ যাদব সহ রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা ৷ এরপরেই শুরু হয় গুলির লড়াই ৷ যার জেরে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর ৷

আরও পড়ুন : নিউটাউনে এসটিএফ-দুষ্কৃতী গুলির লড়াই, হত 2

Last Updated : Jun 9, 2021, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.