ETV Bharat / state

Sheikh Hasina Government: সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় হাসিনা সরকার বদ্ধপরিকর, দাবি মন্ত্রীর

বাংলাদেশের (Bangladesh) হিন্দু ও অন্য় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে শেখ হাসিনা সরকার (Sheikh Hasina Government) বদ্ধপরিকর ৷ শনিবার কলকাতায় এসে একথা বললেন সেদেশের তথ্য মন্ত্রী মহম্মদ হাসান মেহমুদ (Muhammad Hasan Mahmud) ৷

Sheikh Hasina Government committed to safety and security of religious minorities of Bangladesh
Sheikh Hasina Government: সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় হাসিনা সরকার বদ্ধপরিকর, দাবি মন্ত্রীর
author img

By

Published : Oct 29, 2022, 8:27 PM IST

কলকাতা, 29 অক্টোবর: শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীই নন, বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর শেখ হাসিনা সরকার (Sheikh Hasina Government) ৷ শনিবার একথা বলেন পড়শি দেশের তথ্য মন্ত্রী মহম্মদ হাসান মেহমুদ (Muhammad Hasan Mahmud) ৷ তাঁর বক্তব্য, গত বছরের ভয়ংকর অভিজ্ঞতার পর এবছর বাংলাদেশে শারদোৎসব পালন নিয়ে অনেক উৎকণ্ঠা ছিল ৷ কিন্তু, সরকার, প্রশাসন ও উদ্যোক্তাদের তৎপরতায় দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে মিটেছে ৷ এর থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের বর্তমান সরকার তার প্রতিশ্রুতি পালনে কতটা দৃঢ়প্রতিজ্ঞ ৷

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র উৎসব (Bangladesh Film Festival) উপলক্ষে বর্তমানে কলকাতায় রয়েছেন মেহমুদ ৷ তিনি বলেন, আগামী দিনে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন খাতে বইবে, তা অনেকটাই নির্ভর করছে তিস্তা চুক্তির উপর ৷ চুক্তি অনুসারে, এই নদীর জল ভারত ও বাংলাদেশ, দুই দেশের মানুষেরই ব্যবহার করার কথা ৷

আরও পড়ুন: ব্রিটেনের সমাধিক্ষেত্রে পালিত হল নিবেদিতার জন্মজয়ন্তী

বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি সম্পর্কে মেহমুদ বলেন, "হিন্দুদের এবং সেইসঙ্গে বাংলাদেশের সমস্ত সংখ্য়ালঘু মানুষের অধিকার রক্ষা করার বিষয়ে শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷ আমাদের দেশে সম্প্রতি যেভাবে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো পালিত হয়েছে, তা সরকারের এই দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবেরই সাক্ষী ৷" কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সংশ্লিষ্ট সাংবাদিক সম্মেলনে মেহমুদ আরও বলেন, "গত বছরের তুলনায় এবছর আমাদের দেশে অনেক বেশি সংখ্য়ায় দুর্গাপুজো হয়েছে ৷ সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 33 হাজার ৷ 2021 সালের তুলনায় অন্তত 700 পুজো বেশি হয়েছে ৷"

মেহমুদের যুক্তি, "কেন বাংলাদেশে দুর্গাপুজো হয় ? কারণ, এই দেশটি নিরাপদ এবং সুরক্ষিত ৷ আওয়ামি লিগের একেবারে শীর্ষস্তর থেকে স্থানীয় নেতা-কর্মীদের কাছে নির্দিষ্ট নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ দুর্গাপুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে সকলকে চোখ, কান খোলা রাখতে বলা হয়েছিল ৷ গত বছরের অঘটনের কথা মাথায় রেখে আরও বেশি সচেতন ছিল বাংলাদেশের সরকার ৷"

কলকাতা, 29 অক্টোবর: শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীই নন, বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর শেখ হাসিনা সরকার (Sheikh Hasina Government) ৷ শনিবার একথা বলেন পড়শি দেশের তথ্য মন্ত্রী মহম্মদ হাসান মেহমুদ (Muhammad Hasan Mahmud) ৷ তাঁর বক্তব্য, গত বছরের ভয়ংকর অভিজ্ঞতার পর এবছর বাংলাদেশে শারদোৎসব পালন নিয়ে অনেক উৎকণ্ঠা ছিল ৷ কিন্তু, সরকার, প্রশাসন ও উদ্যোক্তাদের তৎপরতায় দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে মিটেছে ৷ এর থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের বর্তমান সরকার তার প্রতিশ্রুতি পালনে কতটা দৃঢ়প্রতিজ্ঞ ৷

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র উৎসব (Bangladesh Film Festival) উপলক্ষে বর্তমানে কলকাতায় রয়েছেন মেহমুদ ৷ তিনি বলেন, আগামী দিনে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন খাতে বইবে, তা অনেকটাই নির্ভর করছে তিস্তা চুক্তির উপর ৷ চুক্তি অনুসারে, এই নদীর জল ভারত ও বাংলাদেশ, দুই দেশের মানুষেরই ব্যবহার করার কথা ৷

আরও পড়ুন: ব্রিটেনের সমাধিক্ষেত্রে পালিত হল নিবেদিতার জন্মজয়ন্তী

বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি সম্পর্কে মেহমুদ বলেন, "হিন্দুদের এবং সেইসঙ্গে বাংলাদেশের সমস্ত সংখ্য়ালঘু মানুষের অধিকার রক্ষা করার বিষয়ে শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷ আমাদের দেশে সম্প্রতি যেভাবে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো পালিত হয়েছে, তা সরকারের এই দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবেরই সাক্ষী ৷" কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সংশ্লিষ্ট সাংবাদিক সম্মেলনে মেহমুদ আরও বলেন, "গত বছরের তুলনায় এবছর আমাদের দেশে অনেক বেশি সংখ্য়ায় দুর্গাপুজো হয়েছে ৷ সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 33 হাজার ৷ 2021 সালের তুলনায় অন্তত 700 পুজো বেশি হয়েছে ৷"

মেহমুদের যুক্তি, "কেন বাংলাদেশে দুর্গাপুজো হয় ? কারণ, এই দেশটি নিরাপদ এবং সুরক্ষিত ৷ আওয়ামি লিগের একেবারে শীর্ষস্তর থেকে স্থানীয় নেতা-কর্মীদের কাছে নির্দিষ্ট নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ দুর্গাপুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে সকলকে চোখ, কান খোলা রাখতে বলা হয়েছিল ৷ গত বছরের অঘটনের কথা মাথায় রেখে আরও বেশি সচেতন ছিল বাংলাদেশের সরকার ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.