ETV Bharat / state

Shashi slams Suvendu: '100 দিনের কাজ নিয়ে শুভেন্দু'র দাবি ভিত্তিহীন', কেন্দ্রের দেওয়া তথ্য দিয়ে আক্রমণ তৃণমূলের - 100 দিনের কাজ

100 দিনের কাজ (MGNREGA) নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছিলেন শুভেন্দু অধিকারী । এবার কেন্দ্রের দেওয়া তথ্যকে হাতিয়ার করেই বিরোধীতা দলনেতাকে পালটা দিল তৃণমূল । এদিন বিজেপি-শাসিত রাজ্যগুলির অবস্থার কথা তুলে শুভেন্দু'কে কার্যত একহাত নিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja slams Suvendu Adhikari) ।

Shashi Panja slams Suvendu Adhikari over his MGNREGA remarks
Shashi Panja slams Suvendu Adhikari over his MGNREGA remarks
author img

By

Published : Dec 22, 2022, 6:38 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: 100 দিনের কাজে (MGNREGA) রাজ্যের দুর্নীতির শিকড় কতটা গভীরে, তা বোঝাতে সোশাল মিডিয়ায় মনরেগার জব কার্ড হোল্ডারদের একটা তালিকা প্রকাশ্যে আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই তালিকায় তিনি দেখান, রাজ্যে প্রায় 28.5 লক্ষ জব কার্ড আঁধার দ্বারা অথেন্টিকেটেড নয় (Shashi Panja slams Suvendu Adhikari) ।

এক্ষেত্রে বিরোধী দলনেতার অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গে মিথ্যা তথ্য দিয়ে ভুয়ো তথ্য ব্যবহার করে কেন্দ্রীয় সরকারের অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছে । তাঁর অভিযোগ, জাল জব কার্ড ইস্যু করার ক্ষেত্রে গোটা দেশে এক নম্বর হল পশ্চিমবঙ্গ । ইতিমধ্যেই রাজ্যে প্রায় 4 লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে (Suvendu Adhikari MGNREGA remarks) ।

বিরোধী দলনেতার দেওয়া তালিকার ভিত্তিতে এবার পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেস । রাজ্যের শাসকদলের তরফ থেকে শুভেন্দু অধিকারীর মিথ্যাচার প্রকাশ্যে আনতে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে । রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এর জবাব দিয়ে লিখেছেন, 'রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু মিথ্যাচার এবং তথ্যের বিকৃতিতে সিদ্ধহস্ত । তিনি যে অভিযোগ তুলেছেন, তার প্রকৃত সত্য কিন্তু অন্য । তথ্য বলছে, বিজেপি শাসিত রাজ্যগুলিও এই সংখ্যায় পশ্চিমবঙ্গের থেকে কোনও অংশে পিছিয়ে নেই । বরং বিজেপি শাসিত উত্তরপ্রদেশের থেকে এক্ষেত্রে রাজ্য এগিয়ে ।'

শশী পাঁজা দিয়ে বলেন, "এই মুহূর্তে উত্তরপ্রদেশে বাতিল হওয়া জাল জব কার্ডের সংখ্যা 13 লক্ষ 87 হাজার । মধ্যপ্রদেশে এই সংখ্যাটা 7 লক্ষ 18 হাজার । আর বাংলায় সেই সংখ্যাটাই 6 লাখ 23 হাজার । অর্থাৎ জাল জব কার্ড বাতিলের ক্ষেত্রে এই রাজ্যকে শুভেন্দু অধিকারী পয়লা নম্বরে রয়েছে বললেও বাস্তবে রাজ্য রয়েছে 7 নম্বরে ।"

আরও পড়ুন: ডেট-মাস বদল হবে, কিন্তু সালটা বদল হবে না, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

এবার আসা যাক আঁধার অথেন্টিকেশন না-হওয়া জব কার্ডের সংখ্যায় । শশী পাঁজা অভিযোগ করেছেন, এই ক্ষেত্রেও রাজ্যকে টেক্কা দিয়েছে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যগুলি । রাজ্যের শিল্পমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, আঁধার অথেন্টিকেশন ছাড়া রয়েছে এমন জব কার্ডের সংখ্যা বিচার করলে গোটা দেশে পশ্চিমবঙ্গের অবস্থান 11 নম্বরে । এক্ষেত্রে উত্তরপ্রদেশ আছে দু'নম্বরে, মধ্যপ্রদেশ তৃতীয় স্থানে, মহারাষ্ট্র এবং গুজরাতের অবস্থান যথাক্রমে 7 এবং 9। এই মুহূর্তে এই ধরনের জব কার্ডের সংখ্যা উত্তরপ্রদেশে রয়েছে 80 লক্ষের উপরে । একইভাবে মধ্যপ্রদেশে এই সংখ্যাটা 79 লক্ষ । মহারাষ্ট্রে 1 কোটি 47 লক্ষ, গুজরাতে 35 লক্ষ । সেখানে পশ্চিমবঙ্গে এই ধরনের জব কার্ড রয়েছে মাত্র 27 লক্ষ ।

আরও পড়ুন: দেখতে গোলগাল-নাদুসনুদুস, নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে 'নিরুদ্দেশ ক্যাম্পেন' তৃণমূলের আইটি সেলের

এদিন মন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপি নেতারা রাজ্যকে বদনাম করতে এই ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছেন । অথচ কেন্দ্রের দেওয়া তথ্যই বলছে যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেই রাজ্যগুলির থেকে বাংলার 100 দিনের কাজে পারফরম্যান্স অনেক ভালো । অথচ রাজ্যকে বঞ্চিত করতে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার ।

কলকাতা, 22 ডিসেম্বর: 100 দিনের কাজে (MGNREGA) রাজ্যের দুর্নীতির শিকড় কতটা গভীরে, তা বোঝাতে সোশাল মিডিয়ায় মনরেগার জব কার্ড হোল্ডারদের একটা তালিকা প্রকাশ্যে আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই তালিকায় তিনি দেখান, রাজ্যে প্রায় 28.5 লক্ষ জব কার্ড আঁধার দ্বারা অথেন্টিকেটেড নয় (Shashi Panja slams Suvendu Adhikari) ।

এক্ষেত্রে বিরোধী দলনেতার অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গে মিথ্যা তথ্য দিয়ে ভুয়ো তথ্য ব্যবহার করে কেন্দ্রীয় সরকারের অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছে । তাঁর অভিযোগ, জাল জব কার্ড ইস্যু করার ক্ষেত্রে গোটা দেশে এক নম্বর হল পশ্চিমবঙ্গ । ইতিমধ্যেই রাজ্যে প্রায় 4 লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে (Suvendu Adhikari MGNREGA remarks) ।

বিরোধী দলনেতার দেওয়া তালিকার ভিত্তিতে এবার পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেস । রাজ্যের শাসকদলের তরফ থেকে শুভেন্দু অধিকারীর মিথ্যাচার প্রকাশ্যে আনতে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে । রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এর জবাব দিয়ে লিখেছেন, 'রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু মিথ্যাচার এবং তথ্যের বিকৃতিতে সিদ্ধহস্ত । তিনি যে অভিযোগ তুলেছেন, তার প্রকৃত সত্য কিন্তু অন্য । তথ্য বলছে, বিজেপি শাসিত রাজ্যগুলিও এই সংখ্যায় পশ্চিমবঙ্গের থেকে কোনও অংশে পিছিয়ে নেই । বরং বিজেপি শাসিত উত্তরপ্রদেশের থেকে এক্ষেত্রে রাজ্য এগিয়ে ।'

শশী পাঁজা দিয়ে বলেন, "এই মুহূর্তে উত্তরপ্রদেশে বাতিল হওয়া জাল জব কার্ডের সংখ্যা 13 লক্ষ 87 হাজার । মধ্যপ্রদেশে এই সংখ্যাটা 7 লক্ষ 18 হাজার । আর বাংলায় সেই সংখ্যাটাই 6 লাখ 23 হাজার । অর্থাৎ জাল জব কার্ড বাতিলের ক্ষেত্রে এই রাজ্যকে শুভেন্দু অধিকারী পয়লা নম্বরে রয়েছে বললেও বাস্তবে রাজ্য রয়েছে 7 নম্বরে ।"

আরও পড়ুন: ডেট-মাস বদল হবে, কিন্তু সালটা বদল হবে না, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

এবার আসা যাক আঁধার অথেন্টিকেশন না-হওয়া জব কার্ডের সংখ্যায় । শশী পাঁজা অভিযোগ করেছেন, এই ক্ষেত্রেও রাজ্যকে টেক্কা দিয়েছে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যগুলি । রাজ্যের শিল্পমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, আঁধার অথেন্টিকেশন ছাড়া রয়েছে এমন জব কার্ডের সংখ্যা বিচার করলে গোটা দেশে পশ্চিমবঙ্গের অবস্থান 11 নম্বরে । এক্ষেত্রে উত্তরপ্রদেশ আছে দু'নম্বরে, মধ্যপ্রদেশ তৃতীয় স্থানে, মহারাষ্ট্র এবং গুজরাতের অবস্থান যথাক্রমে 7 এবং 9। এই মুহূর্তে এই ধরনের জব কার্ডের সংখ্যা উত্তরপ্রদেশে রয়েছে 80 লক্ষের উপরে । একইভাবে মধ্যপ্রদেশে এই সংখ্যাটা 79 লক্ষ । মহারাষ্ট্রে 1 কোটি 47 লক্ষ, গুজরাতে 35 লক্ষ । সেখানে পশ্চিমবঙ্গে এই ধরনের জব কার্ড রয়েছে মাত্র 27 লক্ষ ।

আরও পড়ুন: দেখতে গোলগাল-নাদুসনুদুস, নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে 'নিরুদ্দেশ ক্যাম্পেন' তৃণমূলের আইটি সেলের

এদিন মন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপি নেতারা রাজ্যকে বদনাম করতে এই ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছেন । অথচ কেন্দ্রের দেওয়া তথ্যই বলছে যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেই রাজ্যগুলির থেকে বাংলার 100 দিনের কাজে পারফরম্যান্স অনেক ভালো । অথচ রাজ্যকে বঞ্চিত করতে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.