কলকাতা, 5 জুলাই : কংগ্রেসে কার্যত 'ব্রাত্য' হয়ে ঘাসফুলে নাম লেখালেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় । আজ তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র । আর দাদার এই কীর্তি মোটেই মন থেকে মেনে নিতে পারছেন না প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ।
অভিজিৎ তৃণমূলে যাওয়ার পর পরই শর্মিষ্ঠা টুইটারে বড় বড় করে লিখেছেন, "স্যাড !!!" । তবে ঠিক কী কারণে তিনি দুঃখিত, তা নিয়ে কিছু বলতে চাননি শর্মিষ্ঠা । অবশ্য অভিজিতের তৃণমূলে যাওয়া, আর তার পরপরই এই টুইট... দু'টিকে দুইয়ে দুইয়ে চার করলে স্পষ্টই বোঝা যাচ্ছে, আদ্যোপ্রান্ত কংগ্রেসি ঘরানার মুখোপাধ্যায় পরিবারের ছেলের ঘাসফুলে নাম লেখানোয় মন খারাপ প্রণব-কন্যার ।
দাদা-বোনের সম্পর্কের এই চিড় আগেই ধরেছিল । গতবছরের শেষের দিকে প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী ‘দ্যা প্রেসিডেনশিয়াল মেমোয়ার্স’ নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিলেন পুত্র-কন্যা । আত্মজীবনী প্রকাশ বন্ধ রাখতে চাইছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় । শর্মিষ্ঠা আবার চাইছিলেন, প্রকাশনার কাজ চলতে থাকুক ।
-
SAD!!!
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) July 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">SAD!!!
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) July 5, 2021SAD!!!
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) July 5, 2021
সেই সময়েও টুইটারে রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছিল দাদা-বোনের । শর্মিষ্ঠা অভিযোগ করেছিলেন, "সস্তা প্রচার" পাওয়ার জন্য বাবার বই প্রকাশের ক্ষেত্রে "অহেতুক বাধা" তৈরি করছেন অভিজিৎ ।