ETV Bharat / state

Fire in West Port: ওয়েস্ট পোর্ট থানা ওলাকায় আগুনে ভষ্মীভূত ঝুপড়ি, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন - সাড়ে দশটা নাগাদ আগুন লাগে

শুক্রবার ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচের ময়লা ডিপোতে ৷ সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে বলে খবর ৷ আশপাশে প্রচুর ঝুপড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 7, 2023, 2:19 PM IST

Updated : Apr 7, 2023, 2:29 PM IST

ঝুপড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে

কলকাতা, 7 এপ্রিল: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেশ কিছু ঝুপড়ি ৷ জানা গিয়েছে, ওয়েস্ট পোর্ট থানার অন্তর্গত কলকাতা পৌরনিগমের আশি নম্বর ওয়ার্ডের ব্রুকলেন গোডাউন সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগে। সাতসকালেই এদিন আগুন দেখতে পান এলাকার মানুষ ৷ ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। পরে আরও দু'টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ৷ কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঝুপড়ি ৷ যদিও স্থানীয়দের দাবি, আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷

শুক্রবার ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচের ময়লা ডিপোতে ৷ সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে বলে খবর ৷ জানা গিয়েছে, আশপাশে ঘনবসতি এলাকা থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ এর পরই এলাকার লোকজন বালতি দিয়ে জল নেভানোর চেষ্টা করে ৷ পরবর্তী সময় দমকলকে খবর দিলে ঘটনাস্থলে আসে তিনটি ইঞ্জিন ৷ এরপরই আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।

এ বিষয়ে মহেশতলা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন্দর সিং জানান, আগুন দেখতে পেয়েই দমকলে খবর দেওয়া হয়েছিল ৷ দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তিনি বলেন, "80 নম্বর ওয়ার্ড আমার পাশের ওয়ার্ড ৷ ঝুপড়ি যা ছিল সমস্ত পুড়ে গিয়েছে ৷ কী থেকে আগুন লেগেছিল তা এখনই বলা সম্ভব নয় ৷ তবে আগুনে কোনও মানুষের ক্ষতি হয়নি ৷"

আরও পড়ুন: বড় মেয়ে-সহ সস্ত্রীক তৃণমূল নেতাকে কুপিয়ে 'খুন', অভিযুক্ত ছোট মেয়ের প্রেমিক

প্রসঙ্গত, সন্তোষপুর রেল স্টেশনে বৃহস্পতিবার বিধ্বংসী আগুন লাগে ৷ অভিযোগ ওঠে, রেলের জায়গা জবরদখল করে গজিয়ে ওঠা দোকান থেকে আগুন লেগেছিল । ওই দিন বিকেল 5টা নাগাদ স্টেশনে আগুন লাগে । সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছিল 15টি দোকান । পুড়ে গিয়েছিল অনেকগুলি বড় গাছও । ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শিয়ালদা-বজবজ শাখায় । জানা গিয়েছিল, স্টেশনে প্রায় 40টি দোকানের মধ্যে 15টি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছিল । এদিন ফের আগুনে পুড়ে কার্যত ছাই হয়ে গেল ঝুপড়ি ৷

ঝুপড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে

কলকাতা, 7 এপ্রিল: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেশ কিছু ঝুপড়ি ৷ জানা গিয়েছে, ওয়েস্ট পোর্ট থানার অন্তর্গত কলকাতা পৌরনিগমের আশি নম্বর ওয়ার্ডের ব্রুকলেন গোডাউন সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগে। সাতসকালেই এদিন আগুন দেখতে পান এলাকার মানুষ ৷ ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। পরে আরও দু'টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ৷ কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঝুপড়ি ৷ যদিও স্থানীয়দের দাবি, আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷

শুক্রবার ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচের ময়লা ডিপোতে ৷ সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে বলে খবর ৷ জানা গিয়েছে, আশপাশে ঘনবসতি এলাকা থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ এর পরই এলাকার লোকজন বালতি দিয়ে জল নেভানোর চেষ্টা করে ৷ পরবর্তী সময় দমকলকে খবর দিলে ঘটনাস্থলে আসে তিনটি ইঞ্জিন ৷ এরপরই আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।

এ বিষয়ে মহেশতলা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন্দর সিং জানান, আগুন দেখতে পেয়েই দমকলে খবর দেওয়া হয়েছিল ৷ দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তিনি বলেন, "80 নম্বর ওয়ার্ড আমার পাশের ওয়ার্ড ৷ ঝুপড়ি যা ছিল সমস্ত পুড়ে গিয়েছে ৷ কী থেকে আগুন লেগেছিল তা এখনই বলা সম্ভব নয় ৷ তবে আগুনে কোনও মানুষের ক্ষতি হয়নি ৷"

আরও পড়ুন: বড় মেয়ে-সহ সস্ত্রীক তৃণমূল নেতাকে কুপিয়ে 'খুন', অভিযুক্ত ছোট মেয়ের প্রেমিক

প্রসঙ্গত, সন্তোষপুর রেল স্টেশনে বৃহস্পতিবার বিধ্বংসী আগুন লাগে ৷ অভিযোগ ওঠে, রেলের জায়গা জবরদখল করে গজিয়ে ওঠা দোকান থেকে আগুন লেগেছিল । ওই দিন বিকেল 5টা নাগাদ স্টেশনে আগুন লাগে । সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছিল 15টি দোকান । পুড়ে গিয়েছিল অনেকগুলি বড় গাছও । ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শিয়ালদা-বজবজ শাখায় । জানা গিয়েছিল, স্টেশনে প্রায় 40টি দোকানের মধ্যে 15টি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছিল । এদিন ফের আগুনে পুড়ে কার্যত ছাই হয়ে গেল ঝুপড়ি ৷

Last Updated : Apr 7, 2023, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.