ETV Bharat / state

SFI Protests New Presidency Code: প্রেসি'তে প্রেম-রাজনীতি বন্ধের প্রতিবাদ, আপাতত চালু হচ্ছে না আদর্শ আচরণবধি - প্রেসিডেন্সির আদর্শ আচরণবধি

আদর্শ আচরণবিধি এখনই চালু হচ্ছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ৷ এই আচরণবিধি নিয়ে ছাত্ররা যে দাবি জানিয়েছেন, তা রিভিউ কমিটিতে পাঠালেন বিশ্ববিদ্যালয়ের ডিন ৷

SFI Protests New Presidency Code
SFI Protests New Presidency Code
author img

By

Published : Jun 26, 2023, 6:05 PM IST

কলকাতা, 26 জুন: আদর্শ আচরণবিধিতে একাধিক নির্দেশের সঙ্গে রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রেম বন্ধের নির্দেশিকা ৷ আর তাই নিয়ে ইতিমধ্যে তপ্ত হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । এই ঘটনার বিরোধিতায় সরব বর্তমান থেকে প্রাক্তনী । এই নিয়ে আন্দোলনেও নেমেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিট । তারা এই নজিরবিহীন আদর্শ আচরণবিধি নিয়ে ইতিমধ্যে গুগল ফর্মের মাধ্যমে বর্তমান ও প্রাক্তনদের মতামত সংগ্রহ করেছে । সেই নথি এ দিন মেইল করে বিশ্ববিদ্যালয়ের ডিনের হাতে তুলে দিয়েছে তারা । যার ফলে আপাতত এই আচরণবিধি প্রেসিডেন্সিতে চালু হচ্ছে না ৷

প্রেসিডেন্সির মতো মুক্তমনাদের খোলা প্রাঙ্গণে এমন নির্দেশিকা শিক্ষানুরাগী মানুষের কাছে খানিক আশ্চর্যের বলেই অভিমত অনেকের । প্রেম বন্ধের নির্দেশ শুধু নয়, আরও বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে এই আদর্শ আচরণবিধিতে ৷ যেমন তাতে রয়েছে, ক্যাম্পাসের ভিতর ছাত্র-রাজনীতি না করা, স্লোগান না দেওয়া বা কোনও ধরনের আন্দোলন না করার মতো নির্দেশ ৷ এমন নির্দেশ এই বিশ্ববিদ্যালয়ের পরম্পরা ও ঐতিহ্যের পরিপন্থী বলে মনে করে ছাত্র মহল । আর এই সমস্ত বিষয়গুলি আদর্শ আচরণবিধি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে প্রথম দিন থেকেই মাঠে নেমেছে এসএফআই ।

এ দিন ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে আদর্শ আচরণবিধি সম্পর্কে সাধারণ ছাত্রছাত্রীদের মতামত (যা গুগল ফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল) ডিন অফ স্টুডেন্টসকে জানানো হয় । এই বিষয়ে সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয় । দীর্ঘ আলোচনা হয় ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রেসিডেন্সি কর্তৃপক্ষের ।

আরও পড়ুন: প্রেসি'তে নিষিদ্ধ প্রেম ! কর্তৃপক্ষের 'আজব' নিয়মে ফুঁসছেন প্রাক্তনীরাও

এসএফআই-এর তরফে জানানো হয়েছে, তাদের সঙ্গে আলোচনা খানিক ফলপ্রসূ হয়েছে । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন তাদের জানিয়েছেন, তাদের দাবি রিভিউ কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হবে । আর সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রেসিডেন্সিতে আদর্শ আচরণবিধি জারি করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি । তবে এই নিয়ে সদুত্তর না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে এসএফআই ।

উল্লেখ্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চেয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালাচ্ছে ছাত্র সংগঠনগুলি । সেখানে নয়া আদর্শ আচরণবিধিতে সেই ছাত্র রাজনীতির উপরই কোপ বসানো হয়েছে । পাশাপশি ক্যাম্পাসের অভ্যন্তরে পরিচয়পত্র দেখা বা নজরদারি ছাত্রছাত্রীদের স্বাধীন চলাফেরার ক্ষেত্রে পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন বর্তমান ছাত্রছাত্রীরা ৷

কলকাতা, 26 জুন: আদর্শ আচরণবিধিতে একাধিক নির্দেশের সঙ্গে রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রেম বন্ধের নির্দেশিকা ৷ আর তাই নিয়ে ইতিমধ্যে তপ্ত হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । এই ঘটনার বিরোধিতায় সরব বর্তমান থেকে প্রাক্তনী । এই নিয়ে আন্দোলনেও নেমেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিট । তারা এই নজিরবিহীন আদর্শ আচরণবিধি নিয়ে ইতিমধ্যে গুগল ফর্মের মাধ্যমে বর্তমান ও প্রাক্তনদের মতামত সংগ্রহ করেছে । সেই নথি এ দিন মেইল করে বিশ্ববিদ্যালয়ের ডিনের হাতে তুলে দিয়েছে তারা । যার ফলে আপাতত এই আচরণবিধি প্রেসিডেন্সিতে চালু হচ্ছে না ৷

প্রেসিডেন্সির মতো মুক্তমনাদের খোলা প্রাঙ্গণে এমন নির্দেশিকা শিক্ষানুরাগী মানুষের কাছে খানিক আশ্চর্যের বলেই অভিমত অনেকের । প্রেম বন্ধের নির্দেশ শুধু নয়, আরও বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে এই আদর্শ আচরণবিধিতে ৷ যেমন তাতে রয়েছে, ক্যাম্পাসের ভিতর ছাত্র-রাজনীতি না করা, স্লোগান না দেওয়া বা কোনও ধরনের আন্দোলন না করার মতো নির্দেশ ৷ এমন নির্দেশ এই বিশ্ববিদ্যালয়ের পরম্পরা ও ঐতিহ্যের পরিপন্থী বলে মনে করে ছাত্র মহল । আর এই সমস্ত বিষয়গুলি আদর্শ আচরণবিধি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে প্রথম দিন থেকেই মাঠে নেমেছে এসএফআই ।

এ দিন ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে আদর্শ আচরণবিধি সম্পর্কে সাধারণ ছাত্রছাত্রীদের মতামত (যা গুগল ফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল) ডিন অফ স্টুডেন্টসকে জানানো হয় । এই বিষয়ে সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয় । দীর্ঘ আলোচনা হয় ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রেসিডেন্সি কর্তৃপক্ষের ।

আরও পড়ুন: প্রেসি'তে নিষিদ্ধ প্রেম ! কর্তৃপক্ষের 'আজব' নিয়মে ফুঁসছেন প্রাক্তনীরাও

এসএফআই-এর তরফে জানানো হয়েছে, তাদের সঙ্গে আলোচনা খানিক ফলপ্রসূ হয়েছে । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন তাদের জানিয়েছেন, তাদের দাবি রিভিউ কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হবে । আর সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রেসিডেন্সিতে আদর্শ আচরণবিধি জারি করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি । তবে এই নিয়ে সদুত্তর না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে এসএফআই ।

উল্লেখ্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চেয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালাচ্ছে ছাত্র সংগঠনগুলি । সেখানে নয়া আদর্শ আচরণবিধিতে সেই ছাত্র রাজনীতির উপরই কোপ বসানো হয়েছে । পাশাপশি ক্যাম্পাসের অভ্যন্তরে পরিচয়পত্র দেখা বা নজরদারি ছাত্রছাত্রীদের স্বাধীন চলাফেরার ক্ষেত্রে পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন বর্তমান ছাত্রছাত্রীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.