ETV Bharat / state

SFI on Student Union Elections: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআই’র প্রচার কর্মসূচি - সৃজন ভট্টাচার্য

গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রচার কর্মসূচি নিয়েছে এসএফআই (SFI Program to Demand of Student Union Elections) ৷

sfi-program-to-demand-of-student-union-elections
SFI Program to Demand of Student Union Elections
author img

By

Published : Nov 7, 2022, 10:06 PM IST

কলকাতা, 7 নভেম্বর: রাজ্যের অধিকাংশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (Student Union Elections) হয়নি প্রায় 6 বছর। ফলে নতুন ছাত্র সংসদ গঠন করা যাচ্ছে না, এমনই অভিযোগ করল এসএফআই ৷ নানান সময় নানান রকম যুক্তি ও অজুহাত দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলি দখল করে রেখেছে বলে অভিযোগ করে বাম ছাত্র সংগঠনটি ৷ তাই, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্বচ্ছ নির্বাচন চেয়ে প্রচার শুরু করবে এসএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি (SFI Program to Demand of Student Union Elections) ৷

রবিবার এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাংগঠনিক সভায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ নভেম্বর থেকে জানুয়ারি টানা তিন মাস বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসএফআই-এর তরফে বিভিন্ন বিভাগে গিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে প্রচার করা হবে বলে জানিয়েছেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) ৷

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআই’র প্রচার কর্মসূচি

সাধারণত, জানুয়ারি মাস নাগাদ রাজ্যের অধিকাংশ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হত ৷ 2016 সালের জানুয়ারিতে রাজ্যের 513টি কলেজ এবং প্রায় 12টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মেয়াদ শেষ হয়েছে ৷ মেয়াদ ফুরোলেও কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে তৃণমূল ছাত্র পরিষদ জবরদখল করে রয়েছে বলে অভিযোগ এসএফআই এর ৷ ছাত্র সংসদের নামের লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন সৃজন ভট্টাচার্য ৷

আরও পড়ুন: 'এক ভাষা, এক ধর্ম চাপিয়ে দিতে চাইছে বিজেপি', প্রতিবাদে এসএফআই

নজরুল মঞ্চে কেকের মৃত্যুর ঘটনা প্রসঙ্গ টেনে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অথচ তৃণমূল ছাত্র পরিষদ জবরদখল করে রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলি ৷ নয়-ছয় করা হচ্ছে টাকা পয়সা ৷ যার অন্যতম উদাহরণ নজরুল মঞ্চে কেকের মৃত্যু ৷ এই ধরনের বেখাপ্পা ইউনিয়নের বিরুদ্ধে রাজ্যের সর্বত্রই প্রচার চলবে 3 মাস ৷ গণতান্ত্রিক পদ্ধতি মেনে দ্রুত নির্বাচনের দাবি করা হবে ৷ যেখানে বেআইনি কাজ করবে তৃণমূল ছাত্র পরিষদ, সেখানে পাল্টা জবাব দেওয়া হবে ৷’’

কলকাতা, 7 নভেম্বর: রাজ্যের অধিকাংশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (Student Union Elections) হয়নি প্রায় 6 বছর। ফলে নতুন ছাত্র সংসদ গঠন করা যাচ্ছে না, এমনই অভিযোগ করল এসএফআই ৷ নানান সময় নানান রকম যুক্তি ও অজুহাত দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলি দখল করে রেখেছে বলে অভিযোগ করে বাম ছাত্র সংগঠনটি ৷ তাই, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্বচ্ছ নির্বাচন চেয়ে প্রচার শুরু করবে এসএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি (SFI Program to Demand of Student Union Elections) ৷

রবিবার এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাংগঠনিক সভায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ নভেম্বর থেকে জানুয়ারি টানা তিন মাস বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসএফআই-এর তরফে বিভিন্ন বিভাগে গিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে প্রচার করা হবে বলে জানিয়েছেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) ৷

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআই’র প্রচার কর্মসূচি

সাধারণত, জানুয়ারি মাস নাগাদ রাজ্যের অধিকাংশ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হত ৷ 2016 সালের জানুয়ারিতে রাজ্যের 513টি কলেজ এবং প্রায় 12টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মেয়াদ শেষ হয়েছে ৷ মেয়াদ ফুরোলেও কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে তৃণমূল ছাত্র পরিষদ জবরদখল করে রয়েছে বলে অভিযোগ এসএফআই এর ৷ ছাত্র সংসদের নামের লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন সৃজন ভট্টাচার্য ৷

আরও পড়ুন: 'এক ভাষা, এক ধর্ম চাপিয়ে দিতে চাইছে বিজেপি', প্রতিবাদে এসএফআই

নজরুল মঞ্চে কেকের মৃত্যুর ঘটনা প্রসঙ্গ টেনে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অথচ তৃণমূল ছাত্র পরিষদ জবরদখল করে রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলি ৷ নয়-ছয় করা হচ্ছে টাকা পয়সা ৷ যার অন্যতম উদাহরণ নজরুল মঞ্চে কেকের মৃত্যু ৷ এই ধরনের বেখাপ্পা ইউনিয়নের বিরুদ্ধে রাজ্যের সর্বত্রই প্রচার চলবে 3 মাস ৷ গণতান্ত্রিক পদ্ধতি মেনে দ্রুত নির্বাচনের দাবি করা হবে ৷ যেখানে বেআইনি কাজ করবে তৃণমূল ছাত্র পরিষদ, সেখানে পাল্টা জবাব দেওয়া হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.