কলকাতা, 6 অগস্ট: ছাত্রদের কাছে আরএসএস ও বিজেপির বিপদ বোঝাতে বাড়তি উদ্যোগ নিচ্ছে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি । 11 অগস্ট ক্ষুদিরাম বসুর শহিদ দিবসে রাজ্যজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 'নাথুরামের ভারত বনাম ক্ষুদিরামের ভারত' বিষয়ের উপর সভা করতে চলেছে এই ছাত্র সংগঠন । 12 থেকে 15 অগস্ট রাজ্যজুড়ে সমস্ত লোকাল কমিটিকে যুক্ত করে ভারতের জাতীয় পতাকা ও এসএফআই'র পতাকা-সহ অনুষ্ঠিত হবে 'আজাদি ব়্যালি' । এই মিছিলে থাকবে মনীষীদের ছবি ও বক্তব্য সম্বলিত পোস্টার প্ল্যাকার্ডও । একই সঙ্গে অগস্ট ও সেপ্টেম্বর জুড়ে জেলায় জেলায় চোরমুক্ত ইউনিয়ন গড়তে এবং অবিলম্বে স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পথে নামবে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ।
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "2024 সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিকে হারানোর প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রথমে সংগঠনের কর্মীদের কাছে, তারপর বৃহত্তর ছাত্রসমাজের কাছে পৌঁছচ্ছে এসএফআই । এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসএফআই-এর 1600'র মতো ইউনিট ও 414টি লোকাল কমিটি রয়েছে । প্রতিটি ইউনিট ও লোকাল কমিটিতে আলোচনা সভা করে 'ইন্ডিয়া' গড়ে ওঠার প্রেক্ষিত, দেশে বিজেপিকে পরাস্ত করা এবং এ রাজ্যে বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করার প্রয়োজনীয়তা নিয়ে চর্চা করবে ছাত্রকর্মীরা । এসএফআইয়ের প্রাক্তন ছাত্রনেতা সুভাষ চক্রবর্তী (মৃত্যু 3 অগস্ট 2009) ও শ্যামল চক্রবর্তী (মৃত্যু 6 অগস্ট 2020) প্রয়াণ দিবস উপলক্ষ্যে 3 ও 6 অগস্টের অনুষ্ঠান থেকে এই কর্মসূচিগুলির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।"
আরও পড়ুন: পঞ্চায়েতে সিপিএম-এর প্রতীকে লড়ছে পাঁচশোর বেশি এসএফআই সদস্য
তিনি আরও জানান, 11 অগস্ট ক্ষুদিরাম বসুর শহিদ দিবসে রাজ্যজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'নাথুরামের ভারত বনাম ক্ষুদিরামের ভারত' বিষয়ের উপর সভা করবে এসএফআই । এছাড়াও 12 থেকে 15 অগস্ট রাজ্যজুড়ে সমস্ত লোকাল কমিটিকে যুক্ত করে 'আজাদি ব়্যালি' অনুষ্ঠিত হবে ৷ সেখানে থাকবে ভারতের জাতীয় পতাকা-সহ এসএফআই-এর পতাকা । থাকবে মনীষীদের ছবি ও বক্তব্য সম্বলিত পোস্টার প্ল্যাকার্ডও । 6 ও 9 অগস্ট হিরোশিমা-নাগাসাকি দিবসে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির আহ্বান রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনার ইত্যাদি সংগঠিত হবে রাজ্যজুড়ে বলেও জানান সৃজন ভট্টাচার্য ।