ETV Bharat / state

Sex Workers Children: দুর্গাপুজোর মিউজিক ভিডিয়োতে যৌনকর্মীদের ছেলে-মেয়েরা - সোনাগাছির যৌন কর্মী

নেতা-অভিনেতাদের অনেক মিউজিক ভিডিয়োতে দেখা যায় ৷ বিশেষত দুর্গাপুজোর সময় বেশিরভাগ ছবি বা মিউজিক ভিডিয়োগুলি মুক্তি পায় ৷ কিন্তু এবার সোনাগাছির যৌনকর্মীর ছেলে-মেয়েদের দেখা যাবে মিউজিক ভিডিয়োতে (Durga Puja Music Video) ৷ এই প্রজেক্টে নাচ থেকে গানের দায়িত্বও সামলেছেন তাঁরা (Sex Workers Children) ৷

Sex workers Children worked in Durga Puja music video
Sex workers Children worked in Durga Puja music video
author img

By

Published : Sep 25, 2022, 9:50 PM IST

Updated : Sep 25, 2022, 10:55 PM IST

কলকাতা, 25 সেপ্টম্বর: সোনাগাছির যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি । তাদের সাংস্কৃতিক শাখা কোমলগান্ধার । এই কোমলগান্ধারের তিন সদস্য জায়গা করে নিলেন বাংলার অন্যতম প্রোডাকশন হাউস এসকে মুভিজের (Eskay Movies) মিউজিক ভিডিয়োতে ।

ইতিমধ্যে গানটি এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মুক্তি পেয়েছে । দুর্গাপুজোর সূচনা বা আগমনীর আবাহন উপলক্ষ্যে 'ওগো মহামায়া' শীর্ষক গানটি গেয়েছেন লহনা দাস । পরিচালনা করেছেন প্রীতম দেব । লেখক দিব্যদ্যুতি বিশ্বাস। কোরিওগ্রাফি করেছেন দুর্বারের সদস্য অভিজিৎ ঘোষ । দুর্বারের একাধিক সদস্যের এই গানে ভূমিকা রয়েছে (Durga Puja Music Video) ।

Sex workers Children worked in Durga Puja music video
মিউজিক ভিডিয়োতে নাচ থেকে গানের দায়িত্বও সামলেছেন তাঁরা

কোরিওগ্রাফার অভিজিৎ ঘোষ বলেন, "যৌনকর্মীদের ছেলে-মেয়েদের (Sex Workers Children) মধ্যে ট্যালেন্ট আছে । আমাদের সুযোগ দেওয়া হোক । এই গানে আমাদের সুযোগ দেওয়াতে আমরা খুশি । আগামীতে এরকম বড় সুযোগ পাওয়ার আশায় রয়েছি ।" দুর্বারের আর এক সদস্য প্রিয়া ঘোষ বলেন, "ভিডিয়োতে আমাদের ফুল হিসাবে ব্যবহার করেছেন । আমাদের কালচারটা সুন্দর করে তুলে ধরেছেন । এটাই ভালো লাগা ।"

এই গানের গায়িকা-সুরকার লহনা দাস বলেন, "গানের মাধ্যমে আমরা বনেদিয়ানা দেখাতে চেয়েছি । মায়ের এক নতুন আগমন সামনে আনা হয়েছে । নারী শক্তিকে বোঝানো হয়েছে । দুর্বার বা কোমলগান্ধারকে এই গানের অংশ হিসাবে নেওয়ার মাধ্যমে মা দুর্গার তথা নারী শক্তির অন্য রূপকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ।"

সোনাগাছির যৌন কর্মীর ছেলে-মেয়েদের মিউজিক ভিডিয়ো

আরও পড়ুন: মুক্তি পেলে মিমির নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান'

গানের লেখক দিব্যদ্যুতি বিশ্বাস বলেন, "কোমলগান্ধারের অন্যতম সদস্য তথা তৃতীয় লিঙ্গের মানুষ লোকনাথ দাস আমাদেরকে সবদিক থেকে গাইড করেছেন । তাছাড়া কোমলগান্ধার সদস্যদের এখানে স্বর্গের অপ্সরা বা গন্ধর্ব রূপে তুলে ধরার চেষ্টা হয়েছে । দুর্গাপুজো মানেই যে বাঙালির পুজো, মহিলাদের পুজো, পুরুষদের পুজো এমনটা নয় । দুর্গাপুজো সকলের । আমরা জানি অর্জুনও এক সময় অর্ধনারীশ্বর বা রূপান্তরকামীর বেশ ধরেছিলেন । তাহলে কেন আমরা তৃতীয় লিঙ্গের মানুষ অথবা যৌনকর্মীদের কটু নজরে দেখব ।"

কলকাতা, 25 সেপ্টম্বর: সোনাগাছির যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি । তাদের সাংস্কৃতিক শাখা কোমলগান্ধার । এই কোমলগান্ধারের তিন সদস্য জায়গা করে নিলেন বাংলার অন্যতম প্রোডাকশন হাউস এসকে মুভিজের (Eskay Movies) মিউজিক ভিডিয়োতে ।

ইতিমধ্যে গানটি এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মুক্তি পেয়েছে । দুর্গাপুজোর সূচনা বা আগমনীর আবাহন উপলক্ষ্যে 'ওগো মহামায়া' শীর্ষক গানটি গেয়েছেন লহনা দাস । পরিচালনা করেছেন প্রীতম দেব । লেখক দিব্যদ্যুতি বিশ্বাস। কোরিওগ্রাফি করেছেন দুর্বারের সদস্য অভিজিৎ ঘোষ । দুর্বারের একাধিক সদস্যের এই গানে ভূমিকা রয়েছে (Durga Puja Music Video) ।

Sex workers Children worked in Durga Puja music video
মিউজিক ভিডিয়োতে নাচ থেকে গানের দায়িত্বও সামলেছেন তাঁরা

কোরিওগ্রাফার অভিজিৎ ঘোষ বলেন, "যৌনকর্মীদের ছেলে-মেয়েদের (Sex Workers Children) মধ্যে ট্যালেন্ট আছে । আমাদের সুযোগ দেওয়া হোক । এই গানে আমাদের সুযোগ দেওয়াতে আমরা খুশি । আগামীতে এরকম বড় সুযোগ পাওয়ার আশায় রয়েছি ।" দুর্বারের আর এক সদস্য প্রিয়া ঘোষ বলেন, "ভিডিয়োতে আমাদের ফুল হিসাবে ব্যবহার করেছেন । আমাদের কালচারটা সুন্দর করে তুলে ধরেছেন । এটাই ভালো লাগা ।"

এই গানের গায়িকা-সুরকার লহনা দাস বলেন, "গানের মাধ্যমে আমরা বনেদিয়ানা দেখাতে চেয়েছি । মায়ের এক নতুন আগমন সামনে আনা হয়েছে । নারী শক্তিকে বোঝানো হয়েছে । দুর্বার বা কোমলগান্ধারকে এই গানের অংশ হিসাবে নেওয়ার মাধ্যমে মা দুর্গার তথা নারী শক্তির অন্য রূপকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ।"

সোনাগাছির যৌন কর্মীর ছেলে-মেয়েদের মিউজিক ভিডিয়ো

আরও পড়ুন: মুক্তি পেলে মিমির নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান'

গানের লেখক দিব্যদ্যুতি বিশ্বাস বলেন, "কোমলগান্ধারের অন্যতম সদস্য তথা তৃতীয় লিঙ্গের মানুষ লোকনাথ দাস আমাদেরকে সবদিক থেকে গাইড করেছেন । তাছাড়া কোমলগান্ধার সদস্যদের এখানে স্বর্গের অপ্সরা বা গন্ধর্ব রূপে তুলে ধরার চেষ্টা হয়েছে । দুর্গাপুজো মানেই যে বাঙালির পুজো, মহিলাদের পুজো, পুরুষদের পুজো এমনটা নয় । দুর্গাপুজো সকলের । আমরা জানি অর্জুনও এক সময় অর্ধনারীশ্বর বা রূপান্তরকামীর বেশ ধরেছিলেন । তাহলে কেন আমরা তৃতীয় লিঙ্গের মানুষ অথবা যৌনকর্মীদের কটু নজরে দেখব ।"

Last Updated : Sep 25, 2022, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.