ETV Bharat / state

আগামীকাল বিকেলে 155-165 কিলোমিটার বেগে রাজ্যে আছড়ে পড়বে আমফান - শক্তি বাড়াচ্ছে আমফান

আগামীকাল সন্ধের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে আমফান । হাওয়ার গতিবেগ থাকবে 155 থেকে 165 কিলোমিটার পর্যন্ত । এর জেরে পূর্ব মেদিনীপুরের দিঘায় সতর্কবার্তা জারি করা হয়েছে । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ।

ছবি
ছবি
author img

By

Published : May 19, 2020, 11:01 AM IST

Updated : May 19, 2020, 2:13 PM IST

কলকাতা, 19 মে : ধেয়ে আসছে আমফান । আপাতত পশ্চিম- মধ্য ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এটি । শক্তি বাড়াচ্ছে ক্রমশ । গত ছ'ঘণ্টা ধরে উত্তর, উত্তর- পূর্ব দিকে অগ্রসর হয়েছে । গতিবেগ ছিল ঘণ্টায় 14 কিলোমিটার । বর্তমানে পারাদ্বীপ থেকে 520 কিলোমিটার দক্ষিণে রয়েছে এটি । দিঘা থেকে 670 কিলোমিটার দূরে দক্ষিণ ও দক্ষিণ -পশ্চিম দিকে অবস্থান করছে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে দক্ষিণ ও দক্ষিণ- পশ্চিম দিকে 800 কিলোমিটার দূরে অবস্থান করছে ।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ছ'ঘণ্টায় সামান্য দুর্বল হতে পারে আমফান । সুপার সাইক্লোনিক স্টর্ম থেকে শক্তি হারিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । তারপর এটি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে এবং দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে । এর দাপট থাকবে সুন্দরবনেও ।

আগামীকাল বিকেল থেকে সন্ধের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে আমফান । ওই সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে 155 থেকে 165 কিলোমিটার পর্যন্ত । হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 180 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে । এর জেরে পূর্ব মেদিনীপুরের দিঘায় সতর্কবার্তা জারি করা হয়েছে । এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায়ও সর্তকতা জারি করা হয়েছে । উপকূলবর্তী সব এলাকায়ই চলছে মাইকিং । মৎস্যজীবীদের সরিয়ে আনা হয়েছে । উপকূলের বাড়িগুলি থেকেও বেশ কিছু পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । বিপর্যয় মোকাবিলায় তৈরি রয়েছে NDRF ।

আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের এই সাতটি জেলায় ঝড়- বৃষ্টি শুরু হয়ে যাবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার বইতে পারে । আগামীকাল সকাল থেকে হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাবে উপকূলবর্তী জেলাগুলিতে । ঘণ্টায় 100 কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া । এবং সন্ধের পর যা বেড়ে দাঁড়াতে পারে 195 কিলোমিটার প্রতি ঘণ্টায় । বাকি কলকাতা, হাওড়া, হুগলিতে 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে । দক্ষিণবঙ্গের এই সাতটি জেলার পাশাপাশি আমফানের জেরে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জেলাতেও । আগামীকাল থেকেই সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

আমফান বুধবার স্থলভাগে প্রবেশ করলেও, বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হতে পারে । মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

পারাদ্বীপের কাছে অবস্থান করায় আজ সকাল থেকে ওড়িশা উপকূলে ঝড়- বৃষ্টি শুরু হয়েছে । অন্যদিকে, কলকাতার আকাশ সকাল থেকে মেঘলা । আজ দুপুরের পর থেকে কলকাতায় ঝড়-বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90 শতাংশ ও সর্বনিম্ন 38 শতাংশ ছিল । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 19 মে : ধেয়ে আসছে আমফান । আপাতত পশ্চিম- মধ্য ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এটি । শক্তি বাড়াচ্ছে ক্রমশ । গত ছ'ঘণ্টা ধরে উত্তর, উত্তর- পূর্ব দিকে অগ্রসর হয়েছে । গতিবেগ ছিল ঘণ্টায় 14 কিলোমিটার । বর্তমানে পারাদ্বীপ থেকে 520 কিলোমিটার দক্ষিণে রয়েছে এটি । দিঘা থেকে 670 কিলোমিটার দূরে দক্ষিণ ও দক্ষিণ -পশ্চিম দিকে অবস্থান করছে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে দক্ষিণ ও দক্ষিণ- পশ্চিম দিকে 800 কিলোমিটার দূরে অবস্থান করছে ।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ছ'ঘণ্টায় সামান্য দুর্বল হতে পারে আমফান । সুপার সাইক্লোনিক স্টর্ম থেকে শক্তি হারিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । তারপর এটি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে এবং দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে । এর দাপট থাকবে সুন্দরবনেও ।

আগামীকাল বিকেল থেকে সন্ধের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে আমফান । ওই সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে 155 থেকে 165 কিলোমিটার পর্যন্ত । হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 180 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে । এর জেরে পূর্ব মেদিনীপুরের দিঘায় সতর্কবার্তা জারি করা হয়েছে । এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায়ও সর্তকতা জারি করা হয়েছে । উপকূলবর্তী সব এলাকায়ই চলছে মাইকিং । মৎস্যজীবীদের সরিয়ে আনা হয়েছে । উপকূলের বাড়িগুলি থেকেও বেশ কিছু পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । বিপর্যয় মোকাবিলায় তৈরি রয়েছে NDRF ।

আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের এই সাতটি জেলায় ঝড়- বৃষ্টি শুরু হয়ে যাবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার বইতে পারে । আগামীকাল সকাল থেকে হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাবে উপকূলবর্তী জেলাগুলিতে । ঘণ্টায় 100 কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া । এবং সন্ধের পর যা বেড়ে দাঁড়াতে পারে 195 কিলোমিটার প্রতি ঘণ্টায় । বাকি কলকাতা, হাওড়া, হুগলিতে 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে । দক্ষিণবঙ্গের এই সাতটি জেলার পাশাপাশি আমফানের জেরে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জেলাতেও । আগামীকাল থেকেই সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

আমফান বুধবার স্থলভাগে প্রবেশ করলেও, বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হতে পারে । মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

পারাদ্বীপের কাছে অবস্থান করায় আজ সকাল থেকে ওড়িশা উপকূলে ঝড়- বৃষ্টি শুরু হয়েছে । অন্যদিকে, কলকাতার আকাশ সকাল থেকে মেঘলা । আজ দুপুরের পর থেকে কলকাতায় ঝড়-বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90 শতাংশ ও সর্বনিম্ন 38 শতাংশ ছিল । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

Last Updated : May 19, 2020, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.