কলকাতা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ চলছে । দফায় দফায় ট্রেন অবরোধ হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় । পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন শাখায় গতকাল থেকে ট্রেন অবরোধ করে বিক্ষোভ চলছে । এর জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা । আটকে রয়েছে একাধিক লোকাল, ও দূরপাল্লার ট্রেন । সাঁকরাই, নলপুরে, মৌরিগ্রাম ও বাকরানাওয়াজ সহ বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে । দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ এ খবর জানিয়েছেন ।
আজ সকালেও শিয়ালদা ডিভিশনে বারাসত-হাসনাবাদ লাইনে হারুয়া রোড স্টেশনের কাছে রেল লাইন অবরোধ করে বিক্ষোভকারীরা । প্রায় তিন ঘণ্টা ট্রেন অবরোধ করেন তারা । যার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা । অন্যদিকে সন্দালিয়া ও লেবুতলা স্টেশন-এর কাছেও চলে অবরোধ । সন্দালিয়া স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা । মালদা ডিভিশনের বিভিন্ন লেভেল ক্রসিং গেটের সামনের বিক্ষোভ দেখায় মানুষ । শিয়ালদা ডিভিশনের শিয়ালদা-লালগোলা মেন লাইনের সারগাছি স্টেশনেও বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা ।
বিক্ষোভের জেরে শনিবার বাতিল কয়েকটি ট্রেন
12847/12848 হাওড়া দিঘা AC এক্সপ্রেস
12222 হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস
120889 হাওড়া তিরুপতি হামসাফর এক্সপ্রেস
12860 হাওড়া CSMT গীতাঞ্জলি এক্সপ্রেস
22877 হাওড়া এরনাকুলাম অন্তোর্দয় এক্সপ্রেস
22897/22898 হাওড়া-কান্ডারি এক্সপ্রেস
12841 হাওড়া -করমন্ডল এক্সপ্রেস
12245 হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস
18645 হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
যে ট্রেনগুলির যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে
12245 যশবন্তপুর দুরন্ত
12847 দিঘা AC সুপার
18645 ইস্ট কোস্ট
12814 স্টিল এক্সপ্রেস
12074 ভুবনেশ্বর জনশতাব্দী
18029 কুরলা শালিমার এক্সপ্রেস
12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস
12842 করমন্ডল এক্সপ্রেস
যে ট্রেনগুলির সময়সূচির পরিবর্তন হয়েছে
12042 নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
12363 কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
15629 তাম্বারাম-শিলঘাট নগাঁও এক্সপ্রেস
53041 হাওড়া-জয়নগর প্যাসেঞ্জার
12509 ক্যান্টনমেন্ট-গুয়াহাটি এক্সপ্রেস
12222 হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস
মালদা ডিভিশনের যে ট্রেনগুলি বিলম্বে চলছে
13466 ডাউন মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
53028 মালদা টাউন আজিমগঞ্জ প্যাসেঞ্জার
53016 ধুলিয়ান গংগা কাটোয়া পাসেঞ্জার
53434 বড়হওয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার
53015 কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার (বাতিল)
53053 কাটোয়া প্যাসেঞ্জার
53433 আজিমগঞ্জ বড়ঞা প্যাসেঞ্জার
মালদা ডিভিশনের যে ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তিত হয়েছে
73151 শিয়ালদা জঙ্গিপুর রোড DMU আজিমগঞ্জ (যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে)
13421 নবদ্বীপ ধাম মালদা টাউন এক্সপ্রেস আজিমগঞ্জ রামপুরহাট গুমানি দিয়ে ঘোরানো হয়েছে।