ETV Bharat / state

Coal Scam Tollywood Connection: কয়লা পাচারের টাকায় টলিউডে সিনেমা, ইডির নজরে একাধিক অভিনেতা-অভিনেত্রী - গরু পাচার

কয়লা পাচারের (Coal Smuggling Scam) টাকায় টলিউডে সিনেমা ও মিউজিক ভিডিয়ো তৈরি হয়েছে বলে অভিযোগ ৷ এই ঘটনায় ইডির নজরে রয়েছে একাধিক অভিনেতা ও অভিনেত্রী ৷ প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাদও করতে পারে ইডি (ED) ৷

Coal Scam Tollywood Connection
Coal Scam Tollywood Connection
author img

By

Published : Feb 18, 2023, 6:07 PM IST

Updated : Feb 18, 2023, 6:18 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: কয়লা পাচারের কালো টাকা ছড়িয়ে পড়েছে টলিউডেও (Tollywood) ৷ সম্প্রতি এমনই তথ্য হাতে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ৷ ইডি সূত্রে খবর, কয়লা পাচারের টাকায় ইতিমধ্যে টলিউডে দু’টি সিনেমাও তৈরি হয়েছে ৷ যার একটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে ৷ দ্বিতীয়টি মুক্তির অপেক্ষায় রয়েছে ৷ টলিউডের বেশ কয়েকজনের নামও জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ সেই তালিকায় দু’জন অভিনেত্রীর নাম উঠে এসেছে ৷ যাঁরা বঙ্গ রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়েছেন অতীতে ৷

ইডি সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে আরও দুই অভিনেত্রী সম্পর্কে তথ্য এসেছে তাঁদের কাছে ৷ এঁরাও গত কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত৷ নাম উঠে এসেছে এক অভিনেতার ৷ যিনি কয়লা পাচারের টাকায় সিনেমা করেছেন বলে অভিযোগ ৷ রাজনীতির অলিন্দে তাঁর অবস্থাও বেশ ভালো ৷ আর রয়েছেন দক্ষিণ কলকাতার এক প্রভাবশালীর নাম, যাঁর আবার চলচ্চিত্র জগতে সাবলীল চলাফেরা রয়েছে ৷ তিনি এক মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় ৷

এতদিন কয়লা পাচারের টাকা রিয়েল এস্টেট বা শেল কোম্পানিগুলির মাধ্যমে ব্যবহারের অভিযোগ উঠেছে বারবার ৷ এবার সিনেমাতেও ওই টাকা ব্যবহারের অভিযোগ সামনে এল ৷ ইডি সূত্রে খবর, কয়লা পাচারের টাকায় সিনেমা ছাড়াও তৈরি হয়েছে মিউজিক ভিডিয়ো ৷ মূলত, কালো টাকা সাদা করার জন্য এই কৌশল নেওয়া হয়েছে ৷ তাই শুধু অভিনেতা-অভিনেত্রী নন, প্রযোজক সংস্থার নামও উঠে আসছে বলে ইডির একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, টলিউডে গরু পাচারের (Cattle Smuggling Scam) টাকা ব্যবহারের অভিযোগ আগেই উঠেছিল ৷ এই নিয়ে অভিনেতা তথা সাংসদ দেবকে (TMC MP Dev) ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ আর এবার কয়লা পাচারের সঙ্গেও জড়িয়ে গেল টলিউডের নাম ৷ ইডি সূত্রে খবর, যে নামগুলি উঠে এসেছে, তাঁদের সম্বন্ধে বিস্তারিত খোঁজখবর শুরু হয়েছে ৷ প্রয়োজনে তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে ৷

কয়লা পাচার কাণ্ড নিয়ে অনেকদিন ধরেই তদন্ত করছে সিবিআই ও ইডি ৷ বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন ৷ ফলে প্রশ্ন উঠছে, হঠাৎ কোথা থেকে এই তথ্য উঠে এল ? ইডি সূত্রে খবর, চলতি মাসেই বালিগঞ্জে গুজরাজ গ্রুপ নামে একটি সংস্থায় দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযানের পর মোট 1 কোটি 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় । এছাড়াও তদন্তকারীদের নজরে রয়েছে শরৎ বোস রোডের চক্রবেড়িয়ার কাছে একটি অভিজাত গেস্ট হাউস ।

অভিযোগ, কয়লা পাচারের টাকায় কেনা হয়েছিল এই অভিজাত গেস্ট হাউসটি । ইতিমধ্যেই দু’জন ব্যবসায়ীকে দিল্লির ইডির সদর দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ও ইডির দাবি তাঁদের থেকেই তদন্তকারীরা জানতে পেরেছেন টলিউডের কয়লা পাচারের টাকা বিনিয়োগ করা হয়েছিল

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, 2014 সাল থেকে কয়লা পাচারের কোটি কোটি টাকা শুধু যে টলিউডের এবং মিউজিক ভিডিয়োতে বিনিয়োগ করা হয়েছিল তেমনটা নয়, বরং কোটি কোটি কালো টাকা সাদা করার জন্য একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাতেও বিনিয়োগ করা হয়েছিল । সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার 2 আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ইডি সূত্রে ।

আরও পড়ুন: দোষী প্রমাণিত হলে আত্মহত্যা করব, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের

কলকাতা, 18 ফেব্রুয়ারি: কয়লা পাচারের কালো টাকা ছড়িয়ে পড়েছে টলিউডেও (Tollywood) ৷ সম্প্রতি এমনই তথ্য হাতে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ৷ ইডি সূত্রে খবর, কয়লা পাচারের টাকায় ইতিমধ্যে টলিউডে দু’টি সিনেমাও তৈরি হয়েছে ৷ যার একটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে ৷ দ্বিতীয়টি মুক্তির অপেক্ষায় রয়েছে ৷ টলিউডের বেশ কয়েকজনের নামও জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ সেই তালিকায় দু’জন অভিনেত্রীর নাম উঠে এসেছে ৷ যাঁরা বঙ্গ রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়েছেন অতীতে ৷

ইডি সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে আরও দুই অভিনেত্রী সম্পর্কে তথ্য এসেছে তাঁদের কাছে ৷ এঁরাও গত কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত৷ নাম উঠে এসেছে এক অভিনেতার ৷ যিনি কয়লা পাচারের টাকায় সিনেমা করেছেন বলে অভিযোগ ৷ রাজনীতির অলিন্দে তাঁর অবস্থাও বেশ ভালো ৷ আর রয়েছেন দক্ষিণ কলকাতার এক প্রভাবশালীর নাম, যাঁর আবার চলচ্চিত্র জগতে সাবলীল চলাফেরা রয়েছে ৷ তিনি এক মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় ৷

এতদিন কয়লা পাচারের টাকা রিয়েল এস্টেট বা শেল কোম্পানিগুলির মাধ্যমে ব্যবহারের অভিযোগ উঠেছে বারবার ৷ এবার সিনেমাতেও ওই টাকা ব্যবহারের অভিযোগ সামনে এল ৷ ইডি সূত্রে খবর, কয়লা পাচারের টাকায় সিনেমা ছাড়াও তৈরি হয়েছে মিউজিক ভিডিয়ো ৷ মূলত, কালো টাকা সাদা করার জন্য এই কৌশল নেওয়া হয়েছে ৷ তাই শুধু অভিনেতা-অভিনেত্রী নন, প্রযোজক সংস্থার নামও উঠে আসছে বলে ইডির একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, টলিউডে গরু পাচারের (Cattle Smuggling Scam) টাকা ব্যবহারের অভিযোগ আগেই উঠেছিল ৷ এই নিয়ে অভিনেতা তথা সাংসদ দেবকে (TMC MP Dev) ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ আর এবার কয়লা পাচারের সঙ্গেও জড়িয়ে গেল টলিউডের নাম ৷ ইডি সূত্রে খবর, যে নামগুলি উঠে এসেছে, তাঁদের সম্বন্ধে বিস্তারিত খোঁজখবর শুরু হয়েছে ৷ প্রয়োজনে তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে ৷

কয়লা পাচার কাণ্ড নিয়ে অনেকদিন ধরেই তদন্ত করছে সিবিআই ও ইডি ৷ বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন ৷ ফলে প্রশ্ন উঠছে, হঠাৎ কোথা থেকে এই তথ্য উঠে এল ? ইডি সূত্রে খবর, চলতি মাসেই বালিগঞ্জে গুজরাজ গ্রুপ নামে একটি সংস্থায় দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযানের পর মোট 1 কোটি 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় । এছাড়াও তদন্তকারীদের নজরে রয়েছে শরৎ বোস রোডের চক্রবেড়িয়ার কাছে একটি অভিজাত গেস্ট হাউস ।

অভিযোগ, কয়লা পাচারের টাকায় কেনা হয়েছিল এই অভিজাত গেস্ট হাউসটি । ইতিমধ্যেই দু’জন ব্যবসায়ীকে দিল্লির ইডির সদর দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ও ইডির দাবি তাঁদের থেকেই তদন্তকারীরা জানতে পেরেছেন টলিউডের কয়লা পাচারের টাকা বিনিয়োগ করা হয়েছিল

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, 2014 সাল থেকে কয়লা পাচারের কোটি কোটি টাকা শুধু যে টলিউডের এবং মিউজিক ভিডিয়োতে বিনিয়োগ করা হয়েছিল তেমনটা নয়, বরং কোটি কোটি কালো টাকা সাদা করার জন্য একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাতেও বিনিয়োগ করা হয়েছিল । সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার 2 আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ইডি সূত্রে ।

আরও পড়ুন: দোষী প্রমাণিত হলে আত্মহত্যা করব, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের

Last Updated : Feb 18, 2023, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.