ETV Bharat / state

Chingrighata Road Accident: চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা বেপরোয়া গাড়ির, পুলিশকর্মী-সহ আহত 7 - সল্টলেকের চিংড়িঘাটা

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়ি ধাক্কা মারল গাড়ি এবং পথচারীদের ৷ আর তাতে আহত হয়েছেন 7 জন (Several People Injured in Road Accident) ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ বৃহস্পতিবার ওই পথ দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকের চিংড়িঘাটা এলাকায় (Chingrighata Road Accident) ।

Chingrighata Road Accident
চিংড়িঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনা
author img

By

Published : Dec 8, 2022, 3:52 PM IST

Updated : Dec 8, 2022, 4:21 PM IST

সল্টলেক, 8 ডিসেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ি এবং পথচারীকে ধাক্কা চার চাকার বৃহস্পতির সকালে চিংড়িঘাটায় আহত 7 ৷ জানা গিয়েছে, নিকোপার্কের দিক থেকে একজন সওয়ারি নিয়ে একটি লাল রঙের একটি প্রাইভেট গাড়ি বাইপাসের দিকে আসছিল ৷ চিংড়িঘাটা এলাকায় আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বেশ কয়েকটি গাড়িকে পরপর ধাক্কা মারে (Road Accident in Chingrighata) ৷ গাড়িগুলিকে ধাক্কা দেওয়ার পাশাপাশি গাড়িটির বেপরোয়া গতির শিকার হন পথচারীরাও ৷ প্রাণ না-হারালেও দুর্ঘটনায় পুলিশ কর্মী-সহ 7 জন আহত হয়েছেন (Several People Injured in Road Accident) ৷

চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা বেপরোয়া গাড়ির, পুলিশকর্মী-সহ আহত 7

আরও পড়ুন: চেঙ্গালপাট্টুতে পথ দুর্ঘটনায় মৃত 6 তীর্থযাত্রী

আহতদের উদ্ধার করে স্থানীয় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় বিধাননগর-দক্ষিণ থানার পুলিশ ৷ দুর্ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন ৷ গাড়িটিকে ইতিমধ্যেই আটক করেছে বিধাননগর-দক্ষিণ থানার (Bidhannagar South Police Station) পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে গাড়ির চালককেও ৷

সল্টলেক, 8 ডিসেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ি এবং পথচারীকে ধাক্কা চার চাকার বৃহস্পতির সকালে চিংড়িঘাটায় আহত 7 ৷ জানা গিয়েছে, নিকোপার্কের দিক থেকে একজন সওয়ারি নিয়ে একটি লাল রঙের একটি প্রাইভেট গাড়ি বাইপাসের দিকে আসছিল ৷ চিংড়িঘাটা এলাকায় আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বেশ কয়েকটি গাড়িকে পরপর ধাক্কা মারে (Road Accident in Chingrighata) ৷ গাড়িগুলিকে ধাক্কা দেওয়ার পাশাপাশি গাড়িটির বেপরোয়া গতির শিকার হন পথচারীরাও ৷ প্রাণ না-হারালেও দুর্ঘটনায় পুলিশ কর্মী-সহ 7 জন আহত হয়েছেন (Several People Injured in Road Accident) ৷

চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা বেপরোয়া গাড়ির, পুলিশকর্মী-সহ আহত 7

আরও পড়ুন: চেঙ্গালপাট্টুতে পথ দুর্ঘটনায় মৃত 6 তীর্থযাত্রী

আহতদের উদ্ধার করে স্থানীয় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় বিধাননগর-দক্ষিণ থানার পুলিশ ৷ দুর্ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন ৷ গাড়িটিকে ইতিমধ্যেই আটক করেছে বিধাননগর-দক্ষিণ থানার (Bidhannagar South Police Station) পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে গাড়ির চালককেও ৷

Last Updated : Dec 8, 2022, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.