ETV Bharat / state

Local Train Cancelled: হাওড়া শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, বাড়বে ভোগান্তি - ট্রেন বাতিল

চলতি মাসে লাইন সংস্কারের কাজের জন্য হাওড়া শাখায় (Maintenance Work in Howrah Division) ব্যাহত হবে ট্রেন চলাচল ৷ বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন (Local Train Cancelled) ৷ এর ফলে নিত্যযাত্রীদের হয়রানি বাড়বে ৷

several Local Train will be Cancelled due to Maintenance Work in Howrah Division
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 11, 2023, 5:06 PM IST

কলকাতা, 11 মার্চ: হাওড়া শাখার বেলমুড়ি ও ছেড়াগ্রামের মধ্যে রেললাইনে মেরামতির কাজ করা হবে (Maintenance Work in Howrah Division) ৷ তার জন্য আগামী 12, 16 ও 19 মার্চ সংশ্লিষ্ট শাখায় বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ করা হবে ৷ সংশ্লিষ্ট তিনদিনের প্রত্যেক দিনই 180 মিনিট করে 'পাওয়ার ব্লক' নেওয়া হয়েছে ৷ অর্থাৎ, ওই 180 মিনিট সংশ্লিষ্ট শাখার নির্দিষ্ট অংশে বিদ্যুতের সংযোগ থাকবে না ৷ যার জেরে ট্রেন চলাচলও সাময়িক বন্ধ রাখা হবে ৷ রেলের তরফে জানানো হয়েছে, আগামী 12, 16 এবং 19 মার্চ, প্রত্যেক দিন এই 'পাওয়ার ব্লক'-এর জন্য দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷ একাধিক ইএমইউ লোকাল ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে (Local Train Cancelled) ৷

এই রুটে আগামী 12, 16 ও 19 মার্চ যে লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-

বর্ধমান থেকে: 36836 এবং 36840 নম্বরের ট্রেন ৷

মশাগ্রাম থেকে: 36086 নম্বরের ট্রেন ৷

হাওড়া থেকে: 36825, 36829 এবং 36085 নম্বরের ট্রেন ৷

অন্যদিকে, 11 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশের ইন্দারা স্টেশনে ইয়ার্ড সংস্কারের কাজ চলবে ৷ একইসঙ্গে, সংস্কারের কাজ চলবে ইন্দারা-কিরিহারাপুর শাখাতেও ৷ এর ফলে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা হবে। এক নজরে দেখে নিন সেই ট্রেনগুলির তালিকা ৷

several Local Train will be Cancelled due to Maintenance Work in Howrah Division
ট্রেন বাতিল এবং রুট পরিবর্তন সংক্রান্ত তালিকা

ডাইভারশন (ঘুরপথে ট্রেন চলাচল):

15050 গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরুর দিন 15.03.2023, 18.03.2023, 22.03.2023, 25.03.2023 এবং 29.03.2023) ৷ সংশ্লিষ্ট দিনগুলিতে এই ট্রেনটি ভাতনি-সিওয়ান-ছাপড়া হয়ে গন্তব্যে পৌঁছবে ৷

15049 কলকাতা-গোরক্ষপুর এক্সপ্রেস (যাত্রার দিন 26.03.2023 এবং 29.03.2023) এই ট্রেনটির পরিবর্তিত রুট হল ছাপড়া-সিওয়ান-ভাতনি ৷

শর্ট টার্মিনেশন বা শর্ট অরিজিনেশন (যাত্রাপথ সঙ্কোচন এবং যাত্রা শুরু ও শেষ করার স্থানবদল):

13137 কলকাতা-আজমগড় এক্সপ্রেস (যাত্রা শুরু করার দিন 13.03.2023, 20.03.2023 এবং 27.03.2023) ৷ সংশ্লিষ্ট দিনগুলিতে দূরপাল্লার এই ট্রেনটির অন্তিম গন্তব্য হবে আজমগড়ের পরিবর্তে ছাপড়া ৷

13138 আজমগড়-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরু করার দিন 420.3320.3320. 2023) ৷ সংশ্লিষ্ট দিনগুলিতে এই ট্রেনটি আজমগড়ের পরিবর্তে ছাপড়া থেকে যাত্রা শুরু করবে ৷

ট্রেনের সময়বদল:

15050 গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরু করার দিন 11.03.2023, 15.03.2023, 18.03.2023, 22.03.2023, 25.03.2023 এবং 29.03.2023) সংশ্লিষ্ট দিনগুলিতে এই ট্রেনটি নির্ধারিত সময়ের 120 মিনিট আগে গোরক্ষপুর থেকে ছাড়বে ৷

আরও পড়ুন: খড়গপুর শাখায় উন্নয়নমূলক কাজের জন্য বাতিল একাধিক ট্রেন

সব মিলিয়ে মার্চ মাসজুড়ে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন হয় বাতিল করা হবে, আর তা না হলে তাদের নির্ধারিত যাত্রাপথ ও সময়সূচি বদলে দেওয়া হবে ৷ এর ফলে ঘোর বিপাকে পড়বেন নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরা ৷ তার জন্য আগেভাগেই যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ ৷ যাত্রীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছে তারা ৷

কলকাতা, 11 মার্চ: হাওড়া শাখার বেলমুড়ি ও ছেড়াগ্রামের মধ্যে রেললাইনে মেরামতির কাজ করা হবে (Maintenance Work in Howrah Division) ৷ তার জন্য আগামী 12, 16 ও 19 মার্চ সংশ্লিষ্ট শাখায় বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ করা হবে ৷ সংশ্লিষ্ট তিনদিনের প্রত্যেক দিনই 180 মিনিট করে 'পাওয়ার ব্লক' নেওয়া হয়েছে ৷ অর্থাৎ, ওই 180 মিনিট সংশ্লিষ্ট শাখার নির্দিষ্ট অংশে বিদ্যুতের সংযোগ থাকবে না ৷ যার জেরে ট্রেন চলাচলও সাময়িক বন্ধ রাখা হবে ৷ রেলের তরফে জানানো হয়েছে, আগামী 12, 16 এবং 19 মার্চ, প্রত্যেক দিন এই 'পাওয়ার ব্লক'-এর জন্য দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷ একাধিক ইএমইউ লোকাল ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে (Local Train Cancelled) ৷

এই রুটে আগামী 12, 16 ও 19 মার্চ যে লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-

বর্ধমান থেকে: 36836 এবং 36840 নম্বরের ট্রেন ৷

মশাগ্রাম থেকে: 36086 নম্বরের ট্রেন ৷

হাওড়া থেকে: 36825, 36829 এবং 36085 নম্বরের ট্রেন ৷

অন্যদিকে, 11 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশের ইন্দারা স্টেশনে ইয়ার্ড সংস্কারের কাজ চলবে ৷ একইসঙ্গে, সংস্কারের কাজ চলবে ইন্দারা-কিরিহারাপুর শাখাতেও ৷ এর ফলে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা হবে। এক নজরে দেখে নিন সেই ট্রেনগুলির তালিকা ৷

several Local Train will be Cancelled due to Maintenance Work in Howrah Division
ট্রেন বাতিল এবং রুট পরিবর্তন সংক্রান্ত তালিকা

ডাইভারশন (ঘুরপথে ট্রেন চলাচল):

15050 গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরুর দিন 15.03.2023, 18.03.2023, 22.03.2023, 25.03.2023 এবং 29.03.2023) ৷ সংশ্লিষ্ট দিনগুলিতে এই ট্রেনটি ভাতনি-সিওয়ান-ছাপড়া হয়ে গন্তব্যে পৌঁছবে ৷

15049 কলকাতা-গোরক্ষপুর এক্সপ্রেস (যাত্রার দিন 26.03.2023 এবং 29.03.2023) এই ট্রেনটির পরিবর্তিত রুট হল ছাপড়া-সিওয়ান-ভাতনি ৷

শর্ট টার্মিনেশন বা শর্ট অরিজিনেশন (যাত্রাপথ সঙ্কোচন এবং যাত্রা শুরু ও শেষ করার স্থানবদল):

13137 কলকাতা-আজমগড় এক্সপ্রেস (যাত্রা শুরু করার দিন 13.03.2023, 20.03.2023 এবং 27.03.2023) ৷ সংশ্লিষ্ট দিনগুলিতে দূরপাল্লার এই ট্রেনটির অন্তিম গন্তব্য হবে আজমগড়ের পরিবর্তে ছাপড়া ৷

13138 আজমগড়-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরু করার দিন 420.3320.3320. 2023) ৷ সংশ্লিষ্ট দিনগুলিতে এই ট্রেনটি আজমগড়ের পরিবর্তে ছাপড়া থেকে যাত্রা শুরু করবে ৷

ট্রেনের সময়বদল:

15050 গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরু করার দিন 11.03.2023, 15.03.2023, 18.03.2023, 22.03.2023, 25.03.2023 এবং 29.03.2023) সংশ্লিষ্ট দিনগুলিতে এই ট্রেনটি নির্ধারিত সময়ের 120 মিনিট আগে গোরক্ষপুর থেকে ছাড়বে ৷

আরও পড়ুন: খড়গপুর শাখায় উন্নয়নমূলক কাজের জন্য বাতিল একাধিক ট্রেন

সব মিলিয়ে মার্চ মাসজুড়ে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন হয় বাতিল করা হবে, আর তা না হলে তাদের নির্ধারিত যাত্রাপথ ও সময়সূচি বদলে দেওয়া হবে ৷ এর ফলে ঘোর বিপাকে পড়বেন নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরা ৷ তার জন্য আগেভাগেই যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ ৷ যাত্রীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.