কলকাতা, 23 নভেম্বর : মঙ্গলবার ভরসন্ধ্যায় মেয়ো রোডে এক পথ দুর্ঘটনায় (Road Accident) আহত হলেন 7 জন (Seven injured) ।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সন্তোষপুর থেকে বিবাদীবাগগামী একটি মিনিবাস মেয়ো রোডে (Mayo Road) দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাইক, স্কুটি এবং অন্যান্য গাড়িকে আচমকাই পিছন দিক থেকে এসে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আহত হন সাত জন ৷ তাঁদের চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয় ৷ চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷
আরও পড়ুন : Dubrajpur TMC Clash : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র দুবরাজপুর, চলল গুলি-বোমা
খবর পেয়ে ঘটনাস্থলে যান ময়দান থানার পুলিশ এবং সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্টরা। বাসটিকে আটক করে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে ও কন্ডাক্টরের খোংজ মেলেনি ৷ তাদের খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ।