ETV Bharat / state

বউবাজারে বাড়িতে ফাটল, পুনর্বাসন দেবে মেট্রো - ইস্ট-ওয়েস্ট মেট্রো

আজ সকালে স্থানীয় কিছু বাড়ির ভেতরের দেওয়ালে ফাটল দেখতে পান বাসিন্দারা ৷ ঘটনাস্থানে উপস্থিত ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ৷ কোনওরকম দুর্ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷

চলছে মেট্রোর কাজ, বউবাজারের বেশ কয়েকটি বাড়িতে ফাটল
author img

By

Published : Sep 1, 2019, 5:23 PM IST

Updated : Sep 1, 2019, 10:37 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বউবাজারের বেশ কয়েকটি বাড়িতে ধরল ফাটল ৷ অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ বউবাজারের দুর্গা পাথুরি লেনের ঘটনা ৷ ঘটনাস্থান পরিদর্শনে যান কলকাতার মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতা পৌর কমিশনার খলিল আহমেদ ।

several-houses-in-bowbazar-were-cracked-for-work-on-the-east-west-metro
বউবাজারের বেশ কয়েকটি বাড়িতে ফাটল

এলাকাবাসীর অভিযোগ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য মাটির তলায় যে সুড়ঙ্গ তৈরির কাজ চলছে তার জন্যই এই ফাটল ৷ প্রায় 5-6টি বাড়িতে ফাটল তৈরি হয়েছে ৷

ফিরহাদ হাকিম জানান, পৌরনিগম এবিষয়ে কাজ করবে ৷ মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে । এক্সপার্ট কমিটির সিদ্ধান্ত নেওয়া হবে । মেট্রো রেলের আধিকারিক মানস নস্কর জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতি করবে কলকাতা মেট্রো রেল । ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য যদি কোনও বাড়ি ভেঙে পড়ে তাহলে সম্পূর্ণ নতুন বাড়ি তৈরি করে দেবে মেট্রো কর্তৃপক্ষ ।

দেখুন ভিডিয়ো

আজ সকালে স্থানীয় কিছু বাড়ির দেওয়ালে ফাটল দেখতে পান বাসিন্দারা ৷ ঘটনাস্থানে যায় ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ৷ মোট 14টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এর মধ্যে 6টি বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত ৷ পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে 84 জনকে সরানো হয়েছে ৷ আজ সকাল পর্যন্ত মোট 240 জনকে এলাকা থেকে সরানো হয়েছে ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বউবাজারের বেশ কয়েকটি বাড়িতে ধরল ফাটল ৷ অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ বউবাজারের দুর্গা পাথুরি লেনের ঘটনা ৷ ঘটনাস্থান পরিদর্শনে যান কলকাতার মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতা পৌর কমিশনার খলিল আহমেদ ।

several-houses-in-bowbazar-were-cracked-for-work-on-the-east-west-metro
বউবাজারের বেশ কয়েকটি বাড়িতে ফাটল

এলাকাবাসীর অভিযোগ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য মাটির তলায় যে সুড়ঙ্গ তৈরির কাজ চলছে তার জন্যই এই ফাটল ৷ প্রায় 5-6টি বাড়িতে ফাটল তৈরি হয়েছে ৷

ফিরহাদ হাকিম জানান, পৌরনিগম এবিষয়ে কাজ করবে ৷ মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে । এক্সপার্ট কমিটির সিদ্ধান্ত নেওয়া হবে । মেট্রো রেলের আধিকারিক মানস নস্কর জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতি করবে কলকাতা মেট্রো রেল । ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য যদি কোনও বাড়ি ভেঙে পড়ে তাহলে সম্পূর্ণ নতুন বাড়ি তৈরি করে দেবে মেট্রো কর্তৃপক্ষ ।

দেখুন ভিডিয়ো

আজ সকালে স্থানীয় কিছু বাড়ির দেওয়ালে ফাটল দেখতে পান বাসিন্দারা ৷ ঘটনাস্থানে যায় ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ৷ মোট 14টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এর মধ্যে 6টি বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত ৷ পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে 84 জনকে সরানো হয়েছে ৷ আজ সকাল পর্যন্ত মোট 240 জনকে এলাকা থেকে সরানো হয়েছে ৷

Intro:ইস্ট ওয়েস্ট মেট্রো কাজের জন্য বউ বাজারে বেশকিছু বাড়িতে ফাটল তৈরি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ‌। আজ সকালে স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়ির ভেতরে বেশ কিছু দেয়ালে ফাটল দেখতে পান। ঘটনাটি ঘটেছে বউ বাজার এলাকার দুর্গা পাথুরী লেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয় মানুষ নিজেদের বাড়ি ছাড়ছেন। ঘটনাস্থলে উপস্থিত ডিজাস্টার ম্যানেজমেন্ট। মোতায়েন রয়েছে পুলিশ ‌। দুর্ঘটনা এড়াতে এলাকায় ঘিরে রেখেছে।Body:স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য মাটির তলায় যে সুড়ঙ্গ তৈরির কাজ চলছে সেই কাজের জন্যই এই ফাটল। 5 থেকে 6 টি বাড়িতে ফাটল তৈরি হয়েছে।ঘটনাস্থলে পরিদর্শনে গেলেন পুরো নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। যদিও এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ এখনো কিছুই জানাননি। ঘটনাস্থলে পরিদর্শনে যান কলকাতা পুর কমিশনার খালিল আহম্মেদ।Conclusion:
Last Updated : Sep 1, 2019, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.