কলকাতা, 1 সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বউবাজারের বেশ কয়েকটি বাড়িতে ধরল ফাটল ৷ অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ বউবাজারের দুর্গা পাথুরি লেনের ঘটনা ৷ ঘটনাস্থান পরিদর্শনে যান কলকাতার মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতা পৌর কমিশনার খলিল আহমেদ ।
এলাকাবাসীর অভিযোগ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য মাটির তলায় যে সুড়ঙ্গ তৈরির কাজ চলছে তার জন্যই এই ফাটল ৷ প্রায় 5-6টি বাড়িতে ফাটল তৈরি হয়েছে ৷
ফিরহাদ হাকিম জানান, পৌরনিগম এবিষয়ে কাজ করবে ৷ মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে । এক্সপার্ট কমিটির সিদ্ধান্ত নেওয়া হবে । মেট্রো রেলের আধিকারিক মানস নস্কর জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতি করবে কলকাতা মেট্রো রেল । ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য যদি কোনও বাড়ি ভেঙে পড়ে তাহলে সম্পূর্ণ নতুন বাড়ি তৈরি করে দেবে মেট্রো কর্তৃপক্ষ ।
আজ সকালে স্থানীয় কিছু বাড়ির দেওয়ালে ফাটল দেখতে পান বাসিন্দারা ৷ ঘটনাস্থানে যায় ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ৷ মোট 14টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এর মধ্যে 6টি বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত ৷ পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে 84 জনকে সরানো হয়েছে ৷ আজ সকাল পর্যন্ত মোট 240 জনকে এলাকা থেকে সরানো হয়েছে ৷