ETV Bharat / state

Covid cases Spike in kolkata hospitals : দুই মেডিক্যাল কলেজে চিকিৎসক সহ শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালের সত্তর জন করোনা আক্রান্তের মধ্যে রয়েছেন অধ্যক্ষ এবং চিকিৎসকরা ৷ দশজন হাসপাতালে চিকিৎসাধীন । বাকিরা বাড়িতে রয়েছেন (several doctors including health workers infected with corona in kolkata hospitals) ।

Calcutta National Medical College & Hospital
Calcutta National Medical College & Hospital
author img

By

Published : Jan 2, 2022, 11:01 PM IST

কলকাতা, 2 জানুয়ারি : করোনার থাবা এবার কলকাতার হাসপাতালগুলিতে ৷ কলকাতা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে 70 জন করোনা আক্রান্ত বলে খবর । শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজেও 37 জন করোনা আক্রান্ত ৷ এই আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স সবাই রয়েছেন (Covid cases Spike in kolkata hospitals) ৷

জানা গিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালের সত্তর জন করোনা আক্রান্তের মধ্যে রয়েছেন অধ্যক্ষ এবং চিকিৎসকরা (70 people infected with corona in Calcutta National Medical College & Hospital) ৷ দশজন হাসপাতালে চিকিৎসাধীন । বাকিরা বাড়িতে রয়েছেন । হাসপাতালের পরিষেবা চালু রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । কলকাতার ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালে করোনার থাবা বিরাটভাবে পড়েছে । রবিবার 37 জন আক্রান্ত হয়েছেন বলে খবর । এর মধ্যে রয়েছেন অধ্যক্ষ নিজে রয়েছেন ।

ইতিমধ্যে ডেন্টাল হাসপাতালের হোস্টেল খালি হয়ে গিয়েছে । যারা রোগীর চিকিৎসা করছেন তাঁদের বেশিরভাগ করোনা আক্রান্ত হচ্ছেন বলে খবর । এদিকে রাজ্য সরকার সোমবার থেকে আংশিক কোভিড বিধিনিষেধের পথে হাঁটছে । করোনার আগ্রাসন রুখতে এই পদক্ষেপ ছাড়া অন্য পথ খোলা ছিল না বলে মনে করছেন চিকিৎসকরা (several doctors including health workers infected with corona in kolkata hospitals) ।

আরও পড়ুন: Corona Update in Bengal : কোভিড বিধিনিষেধ ঘোষণার দিনই দৈনিক আক্রান্ত 6 হাজার পার

রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছে ছয় হাজারে ৷ কোভিডের প্রথম দুই ঢেউয়ে কার্যত ভগবানের রূপে ধরা দিয়েছিলেন চিকিৎসকরা ৷ দিনরাত পরিশ্রম করে রোগীদের সারিয়ে তুলেছেন ৷ এই কাজ করতে গিয়ে বহু চিকিৎসক প্রাণ হারিয়েছেন ৷ কিন্তু কোভিডের তৃতীয় ঢেউ যখন শিয়রে তখন কলকাতার বিভিন্ন হাসপাতালে একসঙ্গে এতজনের করোনা আক্রান্ত হওয়ার খবর রীতিমতো উদ্বেগের ৷ চিকিৎসকরাই যদি করোনা আক্রান্ত হন, তাহলে রোগীরা চিকিৎসা পাবেন কি করে ? হাসপাতালের পরিষেবা কীভাবে চলবে ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে ৷

কলকাতা, 2 জানুয়ারি : করোনার থাবা এবার কলকাতার হাসপাতালগুলিতে ৷ কলকাতা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে 70 জন করোনা আক্রান্ত বলে খবর । শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজেও 37 জন করোনা আক্রান্ত ৷ এই আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স সবাই রয়েছেন (Covid cases Spike in kolkata hospitals) ৷

জানা গিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালের সত্তর জন করোনা আক্রান্তের মধ্যে রয়েছেন অধ্যক্ষ এবং চিকিৎসকরা (70 people infected with corona in Calcutta National Medical College & Hospital) ৷ দশজন হাসপাতালে চিকিৎসাধীন । বাকিরা বাড়িতে রয়েছেন । হাসপাতালের পরিষেবা চালু রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । কলকাতার ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালে করোনার থাবা বিরাটভাবে পড়েছে । রবিবার 37 জন আক্রান্ত হয়েছেন বলে খবর । এর মধ্যে রয়েছেন অধ্যক্ষ নিজে রয়েছেন ।

ইতিমধ্যে ডেন্টাল হাসপাতালের হোস্টেল খালি হয়ে গিয়েছে । যারা রোগীর চিকিৎসা করছেন তাঁদের বেশিরভাগ করোনা আক্রান্ত হচ্ছেন বলে খবর । এদিকে রাজ্য সরকার সোমবার থেকে আংশিক কোভিড বিধিনিষেধের পথে হাঁটছে । করোনার আগ্রাসন রুখতে এই পদক্ষেপ ছাড়া অন্য পথ খোলা ছিল না বলে মনে করছেন চিকিৎসকরা (several doctors including health workers infected with corona in kolkata hospitals) ।

আরও পড়ুন: Corona Update in Bengal : কোভিড বিধিনিষেধ ঘোষণার দিনই দৈনিক আক্রান্ত 6 হাজার পার

রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছে ছয় হাজারে ৷ কোভিডের প্রথম দুই ঢেউয়ে কার্যত ভগবানের রূপে ধরা দিয়েছিলেন চিকিৎসকরা ৷ দিনরাত পরিশ্রম করে রোগীদের সারিয়ে তুলেছেন ৷ এই কাজ করতে গিয়ে বহু চিকিৎসক প্রাণ হারিয়েছেন ৷ কিন্তু কোভিডের তৃতীয় ঢেউ যখন শিয়রে তখন কলকাতার বিভিন্ন হাসপাতালে একসঙ্গে এতজনের করোনা আক্রান্ত হওয়ার খবর রীতিমতো উদ্বেগের ৷ চিকিৎসকরাই যদি করোনা আক্রান্ত হন, তাহলে রোগীরা চিকিৎসা পাবেন কি করে ? হাসপাতালের পরিষেবা কীভাবে চলবে ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.