ETV Bharat / state

Doctors turn in Covid Positive Dental College : ডেন্টাল কলেজে করোনার বাড়বাড়ন্ত, প্রিন্সিপাল-সহ আক্রান্ত 20 চিকিৎসক - ডেন্টাল কলেজে করোনা

ডেন্টাল কলেজে করোনা সংক্রমণ অব্যাহত ৷ প্রিন্সিপাল ও চিকিৎসক-সহ আক্রান্ত পড়ুয়ারা (Covid turn in Dental College) ৷ এই ঘটনায় চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে ৷ চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কা করছেন তাঁরা ৷

Doctors turn in Covid Positive Dental College
ডেন্টাল কলেজে করোনার জোরালো থাবা
author img

By

Published : Dec 31, 2021, 7:24 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর : কোভিডের চওড়া থাবা কলকাতার ডেন্টাল হাসপাতালে । শিয়ালদায় ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালে গত দুই দিনে মোট 20 জন করোনা আক্রান্ত হয়েছেন (Several doctor are Covid Positive in Dr R Ahmed Dental College and Hospital)। এমনকি সেই তালিকায় কলেজের প্রিন্সিপাল ডাঃ তপন গিরিও রয়েছেন ।

হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি কলেজের ছাত্ররাও করোনা আক্রান্ত হয়েছে ৷ স্বাভাবিকভাবেই পুরো কলেজজুড়েই একটা আতঙ্ক ছড়িয়েছে ৷ প্রশাসনিক স্তরের পর এবার ডাক্তার ও জুনিয়র ডাক্তারদের আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো চিন্তায় বিশেষজ্ঞরা ৷ এরকম চলতে থাকলে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ কঠিন হয়ে পড়বে বলেই আশঙ্কা করছেন তাঁরা ৷

আক্রান্ত জুনিয়র ডাক্তারদের মধ্যে অনেকেই হস্টেলে থাকেন । ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেশি । যদিও এই ব্যাপারে কলেজের কেউ মুখ খোলেননি ৷ একাধিকবার ফোন করা হলেও প্রিন্সিপাল তপন গিরি ফোন ধরেননি ৷ যদিও অসুস্থতার কারণে হয়তো তিনি ফোন ধরতে পারেননি বলে মনে করা হচ্ছে ।

করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে হাসপাতালে সংক্রমণ হলেও তা এত দ্রুত ছড়িয়ে পড়েনি ৷ করোনার প্রথম ঢেউয়ে এই ডেন্টাল হাসপাতালকে কোভিড হাসপাতাল করা হয়েছিল ৷ এবার সেখানেই চিকিৎসকদের মধ্যে এত বেশি সংখ্যায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল জুড়ে ৷

আরও পড়ুন : Omicron Scare : শিয়রে করোনার তৃতীয় ঢেউ, বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুত হতে নির্দেশ স্বাস্থ্য ভবনের

কলকাতা, 31 ডিসেম্বর : কোভিডের চওড়া থাবা কলকাতার ডেন্টাল হাসপাতালে । শিয়ালদায় ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালে গত দুই দিনে মোট 20 জন করোনা আক্রান্ত হয়েছেন (Several doctor are Covid Positive in Dr R Ahmed Dental College and Hospital)। এমনকি সেই তালিকায় কলেজের প্রিন্সিপাল ডাঃ তপন গিরিও রয়েছেন ।

হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি কলেজের ছাত্ররাও করোনা আক্রান্ত হয়েছে ৷ স্বাভাবিকভাবেই পুরো কলেজজুড়েই একটা আতঙ্ক ছড়িয়েছে ৷ প্রশাসনিক স্তরের পর এবার ডাক্তার ও জুনিয়র ডাক্তারদের আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো চিন্তায় বিশেষজ্ঞরা ৷ এরকম চলতে থাকলে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ কঠিন হয়ে পড়বে বলেই আশঙ্কা করছেন তাঁরা ৷

আক্রান্ত জুনিয়র ডাক্তারদের মধ্যে অনেকেই হস্টেলে থাকেন । ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেশি । যদিও এই ব্যাপারে কলেজের কেউ মুখ খোলেননি ৷ একাধিকবার ফোন করা হলেও প্রিন্সিপাল তপন গিরি ফোন ধরেননি ৷ যদিও অসুস্থতার কারণে হয়তো তিনি ফোন ধরতে পারেননি বলে মনে করা হচ্ছে ।

করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে হাসপাতালে সংক্রমণ হলেও তা এত দ্রুত ছড়িয়ে পড়েনি ৷ করোনার প্রথম ঢেউয়ে এই ডেন্টাল হাসপাতালকে কোভিড হাসপাতাল করা হয়েছিল ৷ এবার সেখানেই চিকিৎসকদের মধ্যে এত বেশি সংখ্যায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল জুড়ে ৷

আরও পড়ুন : Omicron Scare : শিয়রে করোনার তৃতীয় ঢেউ, বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুত হতে নির্দেশ স্বাস্থ্য ভবনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.