ETV Bharat / state

Judges Down with Viral Fever: ভাইরাল জ্বরে আক্রান্ত চিফ জাস্টিস-সহ হাইকোর্টের 7 জন বিচারপতি - TS Sivagnanam

Calcutta High Court Judges Down with Viral Fever: ভাইরাল জ্বরে আক্রান্ত হলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ৷ সেই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আরও 5 বিচারপতি জ্বরে ভুগছেন ৷ গতকাল অধিকাংশ বিচারপতি আদালতে আসতে পারেননি ৷ তবে, কয়েকজন বিচারপতি জ্বর নিয়েই এজলাসে এসেছেন ৷

Judges Down with Viral Fever ETV BHARAT
Judges Down with Viral Fever
author img

By

Published : Aug 9, 2023, 5:10 PM IST

কলকাতা, 9 অগস্ট: মঙ্গলবার থেকে ভাইরাল জ্বরে কাবু প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম-সহ সাতজন বিচারপতি ৷ ভাইরাল জ্বরে আক্রান্তের তালিকায় রয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও ৷ বিচারপতিদের পাশাপাশি, একাধিক আইনজীবীও জ্বরের কারণে আদালতে অনুপস্থিত রয়েছেন ৷ ফলে নিয়োগ দুর্নীতি, পঞ্চায়েত-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের শুনানি নিয়ে চিন্তিত মামলাকারীরা ৷ উল্লেখ্য, গতকাল প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে হাজির থাকতে পারেননি ৷ তিনি ভার্চুয়াল শুনানি করেছিলেন মঙ্গলবার ৷ তবে বুধবার তিনি আসেন ৷

শুধু ভাইরাল জ্বর নয় ৷ কনজাংটিভাইটিস বা জয়বাংলার সমস্যাও দেখা দিয়েছে ৷ কনজাংটিভাইটিসের কারণে বেশ কয়েকজন বিচারপতি এজলাসে বসতেই পারেননি মঙ্গলবার ৷ আর বুধবার বিচারপতিরা আদালতে এসেছেন ৷ তাঁরা প্রথম অর্ধে শুনানির কাজ করেছেন ৷ কিন্তু, শারীরিকভাবে কষ্ট হওয়ায় দ্বিতীয়ার্ধে অধিকাংশ বিচারপতি এজলাসে বসতে পারবে না বলেও খবর ৷ এদিকে নিয়োগ দুর্নীতি ও পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে অংসখ্য মামলা জমে আছে ৷ ফলে আশংকা করা হচ্ছে, সেই মামলাগুলির শুনানির ক্ষেত্রেও সাময়িক ব্যাঘাত ঘটবে ৷

হাইকোর্ট সূত্রে খবর, মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভাইরাল জ্বরের কারণে না-এলেও বুধবার তিনি এসেছেন ৷ গতকাল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম একটি মামলার শুনানি চলাকালীন কথপোকথনে ভাইরাল জ্বরের কথা জানান ৷ তিনি বলেন, "আদালতের বেশ কিছু বিচারপতি 'ওয়াইল্ড ফিভার' আক্রান্ত ৷ কেন হচ্ছে জানি না ৷" তবে, জ্বর নিয়েই নিজের চেম্বার থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে গিয়েছেন প্রধান বিচারপতি ৷

আরও পড়ুন: বেহালায় পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

হাইকোর্ট সূত্রে খবর,বিচারপতি তীর্থঙ্কর ঘোষও গতকাল জ্বরের কারণে আসতে পারেননি ৷ আজ তিনি আদালতে এসেছেন ৷ তবে, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি গৌরাঙ্গ কান্ত বুধবারেও হাইকোর্টে আসতে পারেননি জ্বরের কারণে ৷ এ দিন আবার বিচারপতি তপব্রত চক্রবর্তী জ্বরের কারণে আদালতে আসেননি ৷ তবে, কয়েকজন বিচারপতি আজ মৃদু জ্বর নিয়েই হাইকোর্ট উপস্থিত হয়েছেন বলে সূত্রের খবর ৷

কলকাতা, 9 অগস্ট: মঙ্গলবার থেকে ভাইরাল জ্বরে কাবু প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম-সহ সাতজন বিচারপতি ৷ ভাইরাল জ্বরে আক্রান্তের তালিকায় রয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও ৷ বিচারপতিদের পাশাপাশি, একাধিক আইনজীবীও জ্বরের কারণে আদালতে অনুপস্থিত রয়েছেন ৷ ফলে নিয়োগ দুর্নীতি, পঞ্চায়েত-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের শুনানি নিয়ে চিন্তিত মামলাকারীরা ৷ উল্লেখ্য, গতকাল প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে হাজির থাকতে পারেননি ৷ তিনি ভার্চুয়াল শুনানি করেছিলেন মঙ্গলবার ৷ তবে বুধবার তিনি আসেন ৷

শুধু ভাইরাল জ্বর নয় ৷ কনজাংটিভাইটিস বা জয়বাংলার সমস্যাও দেখা দিয়েছে ৷ কনজাংটিভাইটিসের কারণে বেশ কয়েকজন বিচারপতি এজলাসে বসতেই পারেননি মঙ্গলবার ৷ আর বুধবার বিচারপতিরা আদালতে এসেছেন ৷ তাঁরা প্রথম অর্ধে শুনানির কাজ করেছেন ৷ কিন্তু, শারীরিকভাবে কষ্ট হওয়ায় দ্বিতীয়ার্ধে অধিকাংশ বিচারপতি এজলাসে বসতে পারবে না বলেও খবর ৷ এদিকে নিয়োগ দুর্নীতি ও পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে অংসখ্য মামলা জমে আছে ৷ ফলে আশংকা করা হচ্ছে, সেই মামলাগুলির শুনানির ক্ষেত্রেও সাময়িক ব্যাঘাত ঘটবে ৷

হাইকোর্ট সূত্রে খবর, মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভাইরাল জ্বরের কারণে না-এলেও বুধবার তিনি এসেছেন ৷ গতকাল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম একটি মামলার শুনানি চলাকালীন কথপোকথনে ভাইরাল জ্বরের কথা জানান ৷ তিনি বলেন, "আদালতের বেশ কিছু বিচারপতি 'ওয়াইল্ড ফিভার' আক্রান্ত ৷ কেন হচ্ছে জানি না ৷" তবে, জ্বর নিয়েই নিজের চেম্বার থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে গিয়েছেন প্রধান বিচারপতি ৷

আরও পড়ুন: বেহালায় পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

হাইকোর্ট সূত্রে খবর,বিচারপতি তীর্থঙ্কর ঘোষও গতকাল জ্বরের কারণে আসতে পারেননি ৷ আজ তিনি আদালতে এসেছেন ৷ তবে, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি গৌরাঙ্গ কান্ত বুধবারেও হাইকোর্টে আসতে পারেননি জ্বরের কারণে ৷ এ দিন আবার বিচারপতি তপব্রত চক্রবর্তী জ্বরের কারণে আদালতে আসেননি ৷ তবে, কয়েকজন বিচারপতি আজ মৃদু জ্বর নিয়েই হাইকোর্ট উপস্থিত হয়েছেন বলে সূত্রের খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.