কলকাতা, 20 ডিসেম্বর: বায়ু দূষণের হটস্পষ্ট চিহ্নিত করতে সরকারি বাসে বসতে চলেছে সেন্সর (Sensor will be installed in government bus) ৷ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্য পরিবহন দফতর ও দিল্লি আইআইটির যৌথ উদ্যোগ বসবে সেন্সর (New Initiative to Notice Sensor) ৷ প্রাথমিক পর্যায়ে রাজ্য সরকার পরিচালিত নন-এসি বাসে এই সেন্সর বসানো হবে । কোন রুটের বাসগুলিতে এই সেন্সর বসবে ও প্রোজেক্ট কীভাবে বাস্তবায়ন হবে, তা ঠিক করতে মঙ্গলবার রাজ্য পরিবহন দফতরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক হবে ।
ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, "পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতার সাতটি রুটের 3-4 করে বাসে এই সেন্সর বসানো হবে (West Bengal Pollution Control Board) । মূলত, বাস চালকের পাশের নির্দিষ্ট জায়গায় এই সেন্সর বসানো হবে । ফলে, যখনই এই বাসগুলো বিভিন্ন রুটে ঘুরবে, তখনই সেন্সর মারফত বিভিন্ন এলাকার দূষণের মাত্রা পাওয়া যাবে ।" তবে, শহর কলকাতার কোন 7টি রুটে এই সেন্সর বসানো হবে, তা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি । রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা গিয়েছে, শহর কলকাতা ছাড়াও রাজ্যের আরও ছয়টি শহরের সরকারি বাসে এই সেন্সর বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে । তালিকায় আসানসোল, দুর্গাপুর, হলদিয়া, ব্যারাকপুর, হাওড়া, বিধাননগর আছে ।
কেন দূষণের হটস্পট চিহ্নিত করা হবে ?
এই প্রশ্নের উত্তরে এক আধিকারিক জানান, মূলত, শীতকালে বাতাসে ভাসমান ধূলিকণা বা পিএম 2.5-এর মাত্রা বেড়ে যায় (pollution in kolkata)। শহরে এই বদলটা বেশি দেখা যায় । শহরের কোথায় কোথায় দূষণ বাড়ছে-কমছে তা জানা যাবে ৷ দূষণের কারণও জানা যাবে । পরবর্তীকালে সেই দূষণের উৎসগুলির পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে । তবে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা পরিবেশ দফতরের উদ্যোগে দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেই দাবি পরিবেশ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার । এই প্রসঙ্গেই তিনি বলেন, "দূষণ কমাতে আমি এবং আমাদের দফতরের আধিকারিকরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি ৷ সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় । কিন্তু, আমাদের একার পক্ষে সব সম্ভব নয় । সাধারণ মানুষের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারাও সতর্ক থাকুন । দূষণ নিয়ন্ত্রণ করতে আপনাদের এগিয়ে আসতেই হবে । আগামীতে জেলা ভিত্তিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে সচেতনাতার সেমিনার অনুষ্ঠিত হবে । পঞ্চায়েত এলাকাতেও একইভাবে জনপ্রতিনিধিদের নিয়ে শিবির করা হবে ।"