কলকাতা, 10 নভেম্বর : "আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেকে প্রশ্ন করুন", মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এই মন্তব্য করলেন প্রবীণ বামনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিরুদ্ধে বিধানসভার অধিবেশনে উপস্থিত না থাকার অভিযোগ তুলেছেন ৷ তার জবাবে বামনেতা মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন ৷ রাজ্যে সাম্প্রতিক একাধিক বিতর্কিত বিষয়ে তিনি তাঁর মত জানালেন সাংবাদিকদের ৷
মুখ্যমন্ত্রী গতকাল বলেন, বিরোধীরা বিধানসভার কাজে অসহযোগিতা করছে ৷ এপ্রসঙ্গে সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করার পরামর্শ দিলেন । বামফ্রন্ট জমানার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সময়কালে বিরোধী দল হিসেবে সরকারি অথবা বিধানসভার প্রকল্পের বিরোধিতা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷" তিনি জানান, আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিরোধী দল বিজেপি তৃণমূল নেত্রীর ছাঁচে এবং আদলে তৈরি ৷ পাল্টা বামনেতার অভিযোগ আরএসসএর-এর এক হাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরেক হাতে শুভেন্দু অধিকারী ৷ তাই মুখ্যমন্ত্রীকে তাঁর প্রশ্ন, "তিনি কাকে প্রশ্ন করছেন ? মুখ্যমন্ত্রী বিরোধী হিসেবে যা যা করতেন, এখনকার বিরোধী দল তাই করছে ৷ কারণ তারা ওনার ভাবশিষ্য হয়েই বড় হয়েছে ৷"
রাজ্যের দুই শক্তি বিজেপি এবং তৃণমূল রাজ্যের রাজনীতিকে কলুষিত করছে বলে অভিযোগ করেন বামনেতা ৷ এপ্রসঙ্গে তিনি তথাগত রায়ের সাম্প্রতিক টুইট নিয়ে বলেন, "তথাগত রায় একটি টুইটে বলেছেন অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বের করা আবশ্যক ৷ তার মানে দল অর্থ এবং নারীর চক্রে ঢুকে বসে আছে ৷" সুজনের প্রশ্ন নরেন্দ্র মোদি, অমিত শাহ কি এবিষয়টা জানেন না ? তিনি জানান, এই টুইটে তথাগত রায় বিজেপি নেতাদের নাম জানিয়েছেন ৷ অন্যদিকে ক'দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য উল্লেখ করেন, "কারা কারা কয়লা পাচারে আর নারী পাচার চক্রে কীভাবে যুক্ত হয়ে যাচ্ছে, সব জানি ৷ আমি দয়াপরবশ, সেই কারণে কিছু করলাম না, ছেড়ে দিচ্ছি ৷" বামনেতার বললেন, "এর অর্থ মুখ্যমন্ত্রী সব জানেন" ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তথাগত রায়ের এই তথ্যের উৎস একই কিনা তা সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান বামনেতা ৷ তাঁর অভিযোগ, তৃণমূল ও বিজেপি দু'পক্ষই দু'পক্ষের কথা জানে ৷
আরও পড়ুন : Mamata Banerjee : বিধানসভায় নাম না করে রাজ্যপাল-শুভেন্দুদের নিশানা করলেন মমতা
অর্থ এবং নারীচক্রের কারবার নিয়ে যদি ভোটের টিকিট হয়, তাহলে মুখ্যমন্ত্রীর উচিত তার তদন্ত করা ৷ তাঁর দাবি, "সবাই জানেন, চুপ করে আছেন কেন ? তদন্ত করুন ৷" সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বলেন, "আপনার যা জানা আছে আর তথাগত রায় যা টুইট করেছেন, তার পরিপ্রেক্ষিতে দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করুন ৷" তবে বামনেতা সন্দেহ প্রকাশ করেন যে মুখ্যমন্ত্রীর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হিম্মত আছে কিনা ৷ কিন্তু তিনি একটি টুইট করে তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর বন্দোবস্ত করেছেন ৷ তিনি বলেন, "আশা করব, উনি হিম্মত থাকলে ব্যবস্থা নেবেন ৷ আর না হলে বলবেন ওই আরএসএস-এর দেবী দুর্গা ৷ অতএব, সব জানলেও কিছু করবেন না ৷"
-
'অর্থ এবং নারীর চক্র'র বিনিময়ে
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) November 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
ভোটের টিকিট!
নারী-পন্য-ব্যবসা-কলুষতায়
শাসক দল!
এ কোন সংস্কৃতির আমদানি?
দায় কার?
তথাগত রায় জানেন
আর মোদি-দিদি-শা জানেন না?
এটা বিশ্বাস যোগ্য?
মাননীয়া চুপ কেন?
তদন্ত ও শাস্তি দেবার হিম্মৎ আছে? @MamataOfficial#arrestculprits#savebengalculture pic.twitter.com/o3KyMNOeBd
">'অর্থ এবং নারীর চক্র'র বিনিময়ে
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) November 9, 2021
ভোটের টিকিট!
নারী-পন্য-ব্যবসা-কলুষতায়
শাসক দল!
এ কোন সংস্কৃতির আমদানি?
দায় কার?
তথাগত রায় জানেন
আর মোদি-দিদি-শা জানেন না?
এটা বিশ্বাস যোগ্য?
মাননীয়া চুপ কেন?
তদন্ত ও শাস্তি দেবার হিম্মৎ আছে? @MamataOfficial#arrestculprits#savebengalculture pic.twitter.com/o3KyMNOeBd'অর্থ এবং নারীর চক্র'র বিনিময়ে
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) November 9, 2021
ভোটের টিকিট!
নারী-পন্য-ব্যবসা-কলুষতায়
শাসক দল!
এ কোন সংস্কৃতির আমদানি?
দায় কার?
তথাগত রায় জানেন
আর মোদি-দিদি-শা জানেন না?
এটা বিশ্বাস যোগ্য?
মাননীয়া চুপ কেন?
তদন্ত ও শাস্তি দেবার হিম্মৎ আছে? @MamataOfficial#arrestculprits#savebengalculture pic.twitter.com/o3KyMNOeBd
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা নিয়ে একটি মামলা করেন ৷ তা নিয়ে সুজন জানান, বামেরা বিধানসভায় বেশ কয়েকবার এই প্রসঙ্গটি তুলেছে, একাধিক বার চিঠি দেওয়া হয়েছে ৷ তিনি নিজেও এনিয়ে চিঠি দিয়েছেন ৷ বলেন, "রাজ্য সরকার কার্যত তার পছন্দের লোকেদের দিয়ে টাকা লুঠ করাল ৷ এর সিবিআই তদন্ত হওয়া জরুরি ৷" তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, সিবিআই তদন্তে আসল তথ্য আদৌ বেরবে কি না বা সিবিআই বিষয়টি ম্যানেজ করে দেবে কি না, সেটা ভিন্ন কথা হলেও তিনি মনে করেন, সিবিআই তদন্ত ছাড়া কোনও পথ নেই ৷ কিন্তু বামেদের পক্ষ থেকে বারবার তদন্তের দাবি জানালেও রাজ্য সরকার চুপ করে বসে আছে, তাই তাঁর আশা, কোর্ট অর্ডার দিলে তা সম্ভব হবে ৷