কলকাতা, 18 জানুয়ারি: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ মাদ্রাসা বোর্ডের পরীক্ষার সময় বদল। পরীক্ষার শুরুর মাত্র কিছুদিন আগেই সময় বদল করল সংসদ এবং পর্ষদ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত বদল হয়েছে বলে জানা গিয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 9:45 মিনিটে। পরীক্ষা শেষ বেলা একটা পর্যন্ত চলবে পরীক্ষা। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও রাখা হয়েছে একই সময়। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাও চলবে সকাল 9টা 45 মিনিট থেকে বেলা একটা পর্যন্ত।
প্রসঙ্গত, প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল 10টা থেকে। সেই পরীক্ষা শেষ হত বেলা একটা বেজে 15 মিনিটে। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার হত সকাল 11টা 45 মিনিট থেকে বেলা তিনটে পর্যন্ত। কিন্তু এবার দুটো পরীক্ষারই সময় বদল। এছাড়াও পরীক্ষার সময় বদল হয়েছে মাদ্রাসা বোর্ডেরও। মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিনও জানালেন, হাই মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষাও শুরু হবে 9টা 45 মিনিটে এবং শেষ হবে দুপুর একটায়। পাশাপাশি, উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিন একাদশ শ্রেণির পরীক্ষা হবে না বলেও জানা গিয়েছে ৷
2024 সালে লোকসভা ভোট থাকায় মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানান, চলতি বছরে মাধ্যমিক শুরু হবে 2 ফেব্রুয়ারি থেকে ৷ চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, পরীক্ষার সময় এগিয়ে আনার মূল কারণ 2024 সালের লোকসভা নির্বাচন ৷ এ ছাড়াও আরও কিছু কারণে পরীক্ষার সময় এগিয়ে আনা হচ্ছে বলেও জানান তিনি ৷ তবে সেই কারণগুলি কী, তা এখনও স্পষ্টভাবে তিনি কিছু জানাননি পর্যদ সভাপতি ৷ যে রুটিন প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, এ বছর মাধ্যমিক পরীক্ষা 21 দিন এগিয়ে এসেছে ৷
আরও পড়ুন
সামনের বছর এগিয়ে আসছে মাধ্যমিক, দেখে নিন রুটিন
মাধ্যমিকে সফল বিশেষভাবে সক্ষম যমজ দুই বোন, খুশি পরিবার
হিটম্যানের ব্যাটিংয়ের ফ্যান মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী স্বরাজ পাল