কলকাতা, 15 জুলাই: পুনর্নির্বাচনের দাবিতে বিজেপির কমিশনকে জমা দেওয়া বুথের তালিকা জেলাশাসকদের দ্রুত খতিয়ে দেখার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। তালিকা-সংক্রান্ত রিপোর্ট শীঘ্রই জমা দেওয়ার নির্দেশ-চিঠি রাজীবা সিনহার। কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে সেখানে এই রিপোর্ট জমা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। তাই তড়িঘড়ি জেলাশাসকদের চিঠি কমিশনের ৷
রাজ্যে 8 জুলাই পঞ্চায়েত ভোট হয় । 9 জুলাই পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের কাছে দীর্ঘ বুথের তালিকা জমা দেয় বিজেপি ৷ তালিকা তৈরি করে কমিশনকে ই-মেল করেন বিজেপির শিশির বাজোরিয়া । 9 তারিখে পাঠানো সেই তালিকার ভিত্তিতেই এবার জেলাশাসকদের রিপোর্ট পেশের নির্দেশ দিল কমিশন ।
জেলাশাসকদের সামনে বেশ কয়েকটি প্রশ্ন রেখে রিপোর্ট তলব করেছেন রাজ্য নির্বাচন কমিশনার । যেখানে বিজেপির তালিকাভুক্ত কোনও বুথে 11 জুলাই পুনর্নির্বাচন হয়েছে কি না, সেই বিষয়টি জেলাশাসকদের কাছ জানতে চাওয়া হয়েছে । তালিকাভুক্ত বুথগুলিতে ভোট পরবর্তী স্ক্রুটিনি হয়েছে কি না? সেই বিষয়টিও জেলাশাসকদের রিপোর্টে জানাতে বলেছেন রাজীবা সিনহা ।
পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে একাধিকবার নিশানা করেছে বিরোধী শিবির । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনের পরের দিন সাংবাদিকদের জানিয়েছিলেন যে, তাঁদের হিসেব অনুযায়ী প্রায় 6000 বুথে ভোটের গরমিল রয়েছে। নির্বাচনের পরের দিন অর্থাৎ 9 জুলাই তাই বিজেপির পক্ষ থেকে ই-মেলের মাধ্যমে একটি তালিকা পাঠানো হয়েছিল, যেখানে একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি করা হয়।
আরও পড়ুন:Post poll Death: তৃণমূল কর্মীকে গুলি করে খুন, এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে
শুক্রবারই রাজ্যপালের কাছে ভোট সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে কমিশন । যে রিপোর্টে রাজ্যপাল সিভি আনন্দ বোস খুব একটা সন্তুষ্ট হননি বলেই জানা গিয়েছে। যদিও রাজভবন সূত্রে স্পষ্ট করে বলা হয়নি ঠিক কোন কোন বিষয় নিয়ে রাজ্যপাল সন্তুষ্ট নন।