কলকাতা . 29 সেপ্টেম্বর : আর কয়েকদিনের মধ্যেই মেট্রোর জন্য হবে সুড়ঙ্গ খননের কাজ শুরু হবে শিয়ালদায় ৷ সেক্ষেত্রে এবার আর কোনওরকম ঝুঁকি নিতে চায় না কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)। তাই শিয়ালদা অঞ্চলে সুড়ঙ্গের কাজ শুরু হওয়ার আগেই কলকাতা পুলিশের কাছে শিয়ালদা ফ্লাইওভার বন্ধ রাখার আর্জি জানাল তারা ।
বউবাজার অঞ্চলের কাজ শেষে এবার বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খননের কাজ ধীরে ধীরে শিয়ালদার দিকে এগোচ্ছে । তাই বউবাজারে টানেল বোরিং মেশিনের (TBM) কাজের সময় যে বিপত্তি ঘটেছিল সেই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে তাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ । তাই অক্টোবরের 2 থেকে 4 তারিখ পর্যন্ত শিয়ালদা ফ্লাইওভার বন্ধ রাখার আর্জি জানাল KMRCL কর্তৃপক্ষ।
জানা গেছে শিয়ালদা অঞ্চলে TBM দিয়ে সুড়ঙ্গ খননের কাজ চলবে অক্টোবরের 2, 3 ও 4 তারিখ ৷ 2 অক্টোবর গান্ধি জয়ন্তী, 3 অক্টোবর শনিবার ও 4 অক্টোবর রবিবার পড়ায় এই দিনগুলি বেছে নেওয়া হয়েছে । কারণ সেই দিনগুলিতে ভিড় অনেকটাই কম থাকবে । এলাকার বাসিন্দাদেরও তেমন একটা অসুবিধা হবে না ।
KMRCL সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে চলতি সপ্তাহের শুরুতেই KMRCL, শিয়ালদা ট্রাফিক গার্ড পুলিশ ও পুলিশের কয়েকজন পদস্থ আধিকারিকদের এক দফায় বৈঠকও হয়েছে। বৈঠকের পর দুই তরফের একটি রিপোর্ট লালবাজারে কলকাতা পুলিশ কমিশনারের অনুমতির জন্য পাঠানো হয়েছে ।
শিয়ালদায় প্রায় 35 মিটার জায়গা নিয়ে কাজ চলবে । তাই ওই এলাকায় প্রায় 20টি দোকান বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে ।