ETV Bharat / state

রাজভবন অভিযানে যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, গ্রেপ্তার 37

আজ দুপুরে রাজভবনের গেটে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের শতাধিক সমর্থক । তাদের দাবি, বিধানভবন আক্রমণে অভিযুক্ত BJP - র যুব মোর্চার কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক । এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যুব কংগ্রেসের কর্মীদের ।

ছবি
author img

By

Published : Nov 18, 2019, 4:29 PM IST

Updated : Nov 18, 2019, 5:26 PM IST

কলকাতা, 18 নভেম্বর : রাজভবন অভিযান ঘিরে যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ঘটনায় এখনও পর্যন্ত 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে । প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয় বিধানভবনে হামলার প্রতিবাদে আজ রাজভবন অভিযান করে যুব কংগ্রেস ।

আজ দুপুরে রাজভবনের গেটে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের শতাধিক সমর্থক । তাদের দাবি, বিধানভবনে হামলায় অভিযুক্ত BJP-র যুব মোর্চার কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক । এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যুব কংগ্রেস কর্মীদের । ঘটনায় 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

প্রদেশ কংগ্রেস ভবনে BJP-র যুব মোর্চার হামলার প্রতিবাদে রাজ্যপালের কী ভূমিকা হওয়া উচিত, তা নিয়েও সরব হয় যুব কংগ্রেস কর্মীরা । তাদের অভিযোগ, BJP-র গুন্ডারা তাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে । কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি । যুব কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যপাল, পুলিশ প্রশাসন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং BJP একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী । গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে ।"

পুলিশ যুব কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে লালবাজার নিয়ে গেছে ।

কলকাতা, 18 নভেম্বর : রাজভবন অভিযান ঘিরে যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ঘটনায় এখনও পর্যন্ত 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে । প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয় বিধানভবনে হামলার প্রতিবাদে আজ রাজভবন অভিযান করে যুব কংগ্রেস ।

আজ দুপুরে রাজভবনের গেটে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের শতাধিক সমর্থক । তাদের দাবি, বিধানভবনে হামলায় অভিযুক্ত BJP-র যুব মোর্চার কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক । এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যুব কংগ্রেস কর্মীদের । ঘটনায় 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

প্রদেশ কংগ্রেস ভবনে BJP-র যুব মোর্চার হামলার প্রতিবাদে রাজ্যপালের কী ভূমিকা হওয়া উচিত, তা নিয়েও সরব হয় যুব কংগ্রেস কর্মীরা । তাদের অভিযোগ, BJP-র গুন্ডারা তাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে । কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি । যুব কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যপাল, পুলিশ প্রশাসন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং BJP একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী । গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে ।"

পুলিশ যুব কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে লালবাজার নিয়ে গেছে ।

Intro:বিধান ভবনে হামলার প্রতিবাদে আজ রাজভবন অভিযান করল যুব কংগ্রেস। আজ দুপুরে রাজভবনের গেটে শতাধিক যুব কংগ্রেসের সমর্থক বিক্ষোভ দেখায়। বিজেপি যুব মোর্চার কর্মীদের দ্বারা আক্রান্ত বিধান ভবন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তারা রাজভবনের গেটে অবস্থান বিক্ষোভ করে কিছুক্ষণ।


Body:পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় যুব কংগ্রেস কর্মীদের। এখনো পর্যন্ত প্রায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রদেশ কংগ্রেস ভবনে বিজেপির যুব মোর্চার হামলার প্রতিবাদে রাজ্যপালের কি ভূমিকা হওয়া উচিত, তা জানতে চান যুব কংগ্রেসের কর্মীরা। যদিও রাজ্যপাল এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন। যুব কংগ্রেসের দাবি, বিজেপির গুন্ডা বাহিনী তাদের সদরদপ্তরে হামলা চালিয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তার জবাব রাজ্যপালকে দিতে হবে। রাজ্যপাল, পুলিশ প্রশাসন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বলে অভিযোগ করেছেন যুব কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন যুব কংগ্রেসের কর্মীরা। রাজভবনের মতো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ১৪৪ ধারা জারি করা রয়েছে সেখানে পূর্ব পরিকল্পনা অনুসারে যুব কংগ্রেসের কর্মীরা জঙ্গী বিক্ষোভ দেখিয়েছে। পুলিশ যুব কংগ্রেস কর্মীদের গ্রেফতার করে লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে গিয়েছে।


Conclusion:
Last Updated : Nov 18, 2019, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.